মৃত্যু হতে
ইচ্ছে করে এই দুনিয়ায়
চায় বলো ভাই মরতে কে
মৃত্যু হতে যায় কী বাঁচা,
পালিয়ে গিয়ে ঘর থেকে?
অসুখ যদি ডাক পাড়ে
খবর যে দেন ডাক্তারে
ঘনিয়ে এলে মরার সময়
পারেন বলো সরতে কে?
চায় বলো ভাই মরতে কে
মৃত্যু হতে যায় কী বাঁচা,
পালিয়ে গিয়ে ঘর থেকে?
অসুখ যদি ডাক পাড়ে
খবর যে দেন ডাক্তারে
ঘনিয়ে এলে মরার সময়
পারেন বলো সরতে কে?