[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

পুষ্পহীন বসন্ত

আমি বদ্ধ ঘরের কোনে
আপন মনে
বুনে চলি স্বপ্নের জাল
এরই মাঝে বাতাস
বয়ে আনে সুভাস
বয়ে আনে সুমধুর সুর।
আমি ভাবি বসে
উড়ে চলি আকাশে
তবে কি ফুল ফুটেছে আজ!
এসেছে কি ঋতু রাজ?
ফুটেছে ফুল, মোর কাননে!

আমি প্রফুল্ল বদনে
দ্বারখানি পেরিয়ে
ছুটে চলি উঠনে;
বুঝিবা আজ সেথা
বসেছে অলির মেলা
মুখরিত, বিহঙ্গ কুজনে!

হঠাৎ ঝড়ো হাওয়ায়
এ স্বপ্নের জাল ছিড়ে যায়
কেঁদে উঠে মন বিস্বাদে
ছেয়ে যায় নীলিমায়;
আজও ফুল ফোটেনি
এ মুরু বালুকা বেলায়!

আমি ছল ছল চোখে
চেয়ে দেখি দূর পানে
পাপড়ি মেলে, হেসে-খেলে
ফুটেছে ফুল দলে দলে
ফুটেছে ফুল আজ
অন্যের কাননে!
সুমধুর সুর সেথা
কোকিলের কুহুতানে।

আমি আশায় বুক বেধে
ফিরি ঘরের কোনে
আবারও বুনে চলি
মোর স্বপ্নের জাল।
আসবে আবারও ফাগুন
ফুটবে ফুল নিশ্চয়ই হেথায়
শুনবে তোমরা ভ্রমরের গুঞ্জন
মুখরিত হবে এ কানন।

…………………………………
১লা ফাল্গুন, ১৪১৭

না বলা কথা আজ বলিতে চাই


লাজ, সংশয় আমায় বলিতে দেয়না কিছু
কোথা হতে এসে বাধা দেয় পিছু পিছু;
তাই একটি কথা আজও বলিতে পারি নি,
একটি বারের তরে কেউ শুনিতেও চাহে নি!
না কি, কেউ চেয়েছিল শুনিতে, অন্তরে অন্তরে
সে’ও কি লাজে, সংশয়ে প্রকাশেনি বাহিরে?
যদি শুনিতে চেয়ে থাকে কেউ, কে সে-
রংধনু আকিতে চেয়েছিল এ মেঘলা আকাশে?
সে কি রাজ কাননের গোলাপ, না কি বনফুল?
সে কি বাধে খোঁপা, নাকে পড়ে নাক-ফুল?
যে হও তুমি, আজ সে কথা বলিতে চাই
আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

মৃত্যু হতে

ইচ্ছে করে এই দুনিয়ায়
চায় বলো ভাই মরতে কে
মৃত্যু হতে যায় কী বাঁচা,
পালিয়ে গিয়ে ঘর থেকে?
অসুখ যদি ডাক পাড়ে
খবর যে দেন ডাক্তারে
ঘনিয়ে এলে মরার সময়
পারেন বলো সরতে কে?

www.ahridwan7.webs.com

ছোঁয়া হয়নি অন্য কারো চোখ

images (1)
কোন এক কালে বিকালের রোদ্দুর
উঁকি দিয়েছিল মোর দুয়ারে
পুলকিত করেছিল খুব যতনে।
সেদিন থেকে শুরু হয়েছিল
ভালবাসার কাল গণনা-
অবশেষে শরতের
কোন এক বিকেলে-
প্রেম এসেছিল গোপনে
কাল গণনায়…
আমার প্রেমের বয়স
তখন ছিল মাত্র ছত্রিশ’শ সেকেণ্ড।
তারপর প্রেম লালন করেছি
শীত,বৃষ্টি আর তপ্ত রোদের
দহন থেকে….
কাউকে ছুঁয়েই দেখতে দেইনি।
অত:পর
অ-নে-ক বছর পর
বুঝলাম
প্রেম খেলা করেছিল
শুধু এই দু’টি চোখে
খেলাতে পারেনি প্রেম
অন্য কারো চোখে।

সাদা শাড়িতে শরতের প্রিয়া


এই শরতে পড়বে কি তুমি
আলপনা আঁকা পেড়ের সাদা শাড়ি?
তোমার আঁচল ভরে দোবো সাদা শেফালিতে।
আমি নিয়ে যাবো তোমায় ঐ বাকা নদীর ধারে
যেথায় সাদা সাদা কাশফুল ফোটে
নীল আকাশে ভেসে যায় সাদা মেঘ
সাদা বলাকারা থাকে এক পায়ে দাড়িয়ে।

এই শরতে পড়বে কি তুমি
আলপনা আঁকা পেড়ের সাদা শাড়ি?
স্নিগ্ধ আলোর জোসনা রাতে
আমি নিয়ে যবো তোমায় ঐ ভরা দিঘীর পাড়ে
সেখানে হিজল বনে জোনাকিরা জ্বলে
তোমার কোমল হাতে এ হাত রেখে
কইবো কথা সারারত্রি ধরে।

পড়বে কি তুমি
আলপনা আঁকা পেড়ের সাদা শাড়ি, এই শরতে ?
আকাশ নীলের চিঠি
হাসনাত |অগাষ্ট ২৫, ২০১১

নীল আকাশে মেঘে মেঘে
হিমু আমায় চিঠি লেখে।
বৃষ্টি হবার পরে চিঠি
পাই না খুঁজে ফের,
না পাই, তাতে কী এসে যায়!
যেইটুকু পাই, ঢের।

হিমু আমার বুকের মাঝে
চাঁদটি হয়ে জেগে আছে।
যদিও চাঁদের জোসনাকে পাই –
যায় না ধরে দেখা,
তেমনি আমায় দেয় যে ফাঁকি
হিমুর চিঠির লেখা।

কারও যদি ইচ্ছে থাকে
হাজার লাখো কাজের ফাঁকে
ছোট্ট হলেও একটা চিঠি
যায় না বুঝি লেখা ?
আকাশ-নীলে চেয়ে কি মোর
মিছেই স্বপন দেখা ?