স্বপ্ন বিলাস
অজস্র কান্নার শব্দে
নুয়ে পড়েছে সভ্যতার ভীত
ব্যাকুল আজ মানুষগুলো
হারিয়ে তার অতীত।
নিখোঁজ তাদের ঐতিয্য
স্বপ্নে বিভোর থেকে
পরকে আপন করতে গিয়ে
হারালো নিজেকে।
কিসের নেশায় মাতলো তারা
করলো কি বিষ পান
অঙ্গ তাদের যাচ্ছে পুড়ে
হচ্ছে অপমান।
তবু তাদের নেশার ঘোর
কাটছেনাতো বেশি
নিজকে তারা ভূলে গিয়ে
হতে চায় বিদেশী।
নুয়ে পড়েছে সভ্যতার ভীত
ব্যাকুল আজ মানুষগুলো
হারিয়ে তার অতীত।
নিখোঁজ তাদের ঐতিয্য
স্বপ্নে বিভোর থেকে
পরকে আপন করতে গিয়ে
হারালো নিজেকে।
কিসের নেশায় মাতলো তারা
করলো কি বিষ পান
অঙ্গ তাদের যাচ্ছে পুড়ে
হচ্ছে অপমান।
তবু তাদের নেশার ঘোর
কাটছেনাতো বেশি
নিজকে তারা ভূলে গিয়ে
হতে চায় বিদেশী।