স্রোতস্বিনীর ছলনা
হাসনাত | নভেম্বর ১০, ২০১১হেমন্ত বিকেলে স্বতঃস্ফূর্ত স্রোতস্বীনী
নরম কুয়াশায় ঘেরা গৌধুলী আকাশ
কোমল পায়ে হেটে যাচ্ছি আমি
বালুচরের নোনা গন্ধে মিশে যাচ্ছি;
মেরুদন্ডের রেখা বেয়ে উঠে আসে
মধুময় অনুভূতি,আর তোমার চিরচেনা স্পর্শ
শীতল শিশির বর্ষনের মত পবিত্র চুম্বন।
পূর্নিমার সব টূকু আবেদন জমেছে আকাশে
প্রকৃতির সবকিছুই যেন তোমার প্রতিচ্ছবি
আমার কবিতার এক একটি শব্দের মত
ভেসে যাচ্ছে স্রোতস্বীনীর সোনালী ছলনায়
বিশ্বাসের নিগূঢ় প্রেমে আমার সমস্ত কামনা
পড়ে গেছে তোমার রূপের মৃন্ময় আগুনে।