[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

স্রোতস্বিনীর ছলনা ...

স্রোতস্বিনীর ছলনা

হাসনাত | নভেম্বর ১০, ২০১১
Walking_on_A_Dream_by_Bluefairy_16
হেমন্ত বিকেলে স্বতঃস্ফূর্ত স্রোতস্বীনী
নরম কুয়াশায় ঘেরা গৌধুলী আকাশ
কোমল পায়ে হেটে যাচ্ছি আমি
বালুচরের নোনা গন্ধে মিশে যাচ্ছি;

মেরুদন্ডের রেখা বেয়ে উঠে আসে
মধুময় অনুভূতি,আর তোমার চিরচেনা স্পর্শ
শীতল শিশির বর্ষনের মত পবিত্র চুম্বন।

পূর্নিমার সব টূকু আবেদন জমেছে আকাশে
প্রকৃতির সবকিছুই যেন তোমার প্রতিচ্ছবি
আমার কবিতার এক একটি শব্দের মত
ভেসে যাচ্ছে স্রোতস্বীনীর সোনালী ছলনায়
বিশ্বাসের নিগূঢ় প্রেমে আমার সমস্ত কামনা
পড়ে গেছে তোমার রূপের মৃন্ময় আগুনে।

বুধবার, ২ নভেম্বর, ২০১১

Dj Ridwan pregent's


Hridoy Khan ft. Panna - Piritir Aatha


Shokhi - Habib Wahid


কবির স্বপ্ন (গীতি কবিতা)

কবির স্বপ্ন।(গীতি কবিতা)
২১জুলাই,২০০৬।হাসনাত

কার উঠোনে যাব বল
কোন উনোনে জ্বল ফুটাব
তৃষা প্রিয় ভয়
প্রেমিক হবার ইচ্ছে আমার
সারা জনম রয়।।

আঁচল ভরা বিশুদ্ধ জ্বল
কে আমার দেবে
কোন উঠোনের শ্বষ বীজ
আমায় ডেকে নেবে
যার আঁচল ভরা জ্বল।।

কবির স্বপ্ন উঠোন খুঁজা
কবির স্বপ্ন উনোন তা
কোন উঠোনো প্রেমিক সূর্য
কোন উঠোন প্রেমিচ্ছা
সয়না প্রেমের ক্ষয়।।
কবির স্বপ্ন(গীতি কবিতা)
২১জুলাই,২০০৬।হাসনাত

কার উঠোনে যাব বল
কোন উনোনে জ্বল ফুটাব
তৃষা প্রিয় ভয়
প্রেমিক হবার ইচ্ছে আমার
সারা জনম রয়।।

আঁচল ভরা বিশুদ্ধ জ্বল
কে আমার দেবে
কোন উঠোনের শ্বষ বীজ
আমায় ডেকে নেবে
যার আঁচল ভরা জ্বল।।

কবির স্বপ্ন উঠোন খুঁজা
কবির স্বপ্ন উনোন তা
কোন উঠোনো প্রেমিক সূর্য
কোন উঠোন প্রেমিচ্ছা
সয়না প্রেমের ক্ষয়।।