[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

শিশির কন্যা


শিশির কন্যা

ps869439
পরীর মত সাজতে তুমি
পূর্নিমার মত হাসতে
মৌরীর মত চুমিতাম আমি
জ্বরোত্ত্বাপে কাঁপতে ।
কুকিলের মত ডাকতে গানের সুরে
জানিনা কেন
কাছে গেলে বাগতে দূর সুদূরে
সুব্রত হয়ে ফুটতে রাতে
শিউলী হয়ে ঝরে পড়তে
দুষ্টমিতে টল মল মিষ্টি রোদ্দুর
শিশির ঢাকা ঘাষ ফুল
সমূহ উল্লাসে দুলে উঠতো আমার আমূল প্রেম।

ছয় টি প্রহর


ছয় টি প্রহর

183112_1587529332516_1364303787_31264158_3483151_n
এক)
রাত বিরাতে ঘুম ভাঙ্গে
রাত বিরাতে জ্বর আসে অঙ্গে
স্যাত স্যাতে চোখ, বিক্ষিপ্ত স্বপন
তৃষ্ণা লাগে-লাগে ভূখ,ভীষন গোপন।

(দুই)
ঘামার্ত দেহ
জামা কাপড় ছেড়ে অন্ধকারে থাক
দেখেনি কেহ ;

(তিন)
এক ঝাঁক তারার মেলায় এক খন্ড চাঁদ
দ্বিধা দ্বন্দের দো’টানায় আটকা পড়ি
জ্বলে পুড়ে খাঁক হওয়া বাসনা
তলে তলে তুমি এত্তো! বুযতে পারিনি ফাঁদ;

(চার)
ঘুট ঘুটে অন্ধকার চিলে কৌঠায়
ঈষৎ নয়ন তুলে খুঁজো কি
ফুটফুটে গোলাপী ঠোঁট দু’টো
ততক্ষনে বুকের উপত্যকায় ঠায় খুজে পায়।

(পাঁচ)
উত্তপ্ত সুমুদ্র জল তান্ডব
নোনতা স্বাদের মাছ গুলো বিক্ষিপ্ত হয়তো
বিলুপ্ত এক খানি দ্বীপ
আবার জেগে উঠার স্বপ্ন দেখে প্রতি নিয়ত।

(ছয়)
চোখ মুদেধ্যান মগ্ন হই
একাগ্র চিত্ত্বে রপ্তকরি তোমার প্রেমযোগ
মুগদ্ব বিমুগদ্ব স্বপ্ন আরাধনা
যতোই দগ্ধ হই;যৌবনও তো চায় ভোগ।

ভালবাসি (খুঁজছি)


ভালবাসি (খুঁজছি )

পৃথিবীতে আসার আগে
অন্যন সুন্দর এক মূহূর্তে-
সাক্ষাত হয়েছিল;
আমার প্রিয়তমার সাথে।

অনেক ভালবাসা জরানো কন্ঠে বলেছিলাম-
আমার মমতা আর ভালবাসা
সাথে আমার শ্রেষ্ঠ সুখ; রেখ কিন্তু বুকে আগলে,
তোমার বুকের উষ্ণতার মাঝে।

ভূল করে হলেও দিওনা যেন কাউকে
এমনকি-
কেউ হাতও যেন না দেয় তাতে।

পৃথিবীতে আসলাম আজ অনেক দিন হল।
আমি রীতিমত যুবক হয়ে প্রিয়তমাকে খুঁজছি।
কিন্তু-
কি অদ্ভুত! কোথাও নেই সে।
চাপা অস্থিরতায়-
এই মেয়ে ওই মেয়ের দিকে চেয়ে থাকি।

একটা কষ্ট; হারিয়ে ফেলার বেদনা-
শুধু আহবান করে আমায়
তার সাগরে ঝাপ দিতে।
আমার সাহস হয়না।

ভালবাসাটা আমার আমিতে ছড়িয়ে থাকায়
একটা বিশ্বাস বাসা বেধে বড় হতে থাকে-
আমার বিশ্বাস; নিশ্চয় তাকে খুঁজে পাব আমি একদিন।

উৎসর্গকৃত জীবন....

উৎসর্গকৃত জীবন

আমি-
নীশিতে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারি তোমাকে।
প্রশ্ন করতে পার-
দিনে নয় কেন?
দিনের অপরাধ?
আমি ঠিক তোমাকে বুঝাতে পারবনা।।
আসলে তুমি কল্পনাও করতে পারবেনা-
দিনে আমি কতটা অসহায় থাকি!!
কত গুলো কষ্ট আর যন্ত্রনাকে আমি
সেবা দিয়ে থাকি!!
অনেকটা ডে-কেয়ার সেন্টারের মত।
আর পর্দার পেছন থেকে ক্যামেরা ধরে থাকে কিছু-
ভীবৎস অসহায়ত্বে বেড়ে উঠা
তরতাজা সাদাকাল বেকার জীবন।
তাদের সাথে একাত্মা প্রকাশ করে জ্বলন্ত বেনসন।
দিনের জমানো কষ্টগুলোকে
অল্প অল্প করে পুরে-
সময়ের শেষে তৈরী করে ছাঁই।
আর-
নিকোটিন যুক্ত ধোঁয়াকে পাঠানো হয় ভ্রাম্যমান আদালত করে,
অন্তর পরিদর্শনে।
সারাটা দিন ব্যাস্ত থাকি-
ঐ আদালতের প্রয়োগকৃত শাস্তি ভোগ করতে।
বুঝতে পারছ সাবাহ্??
আমি আসলেই দিনে সময় পাইনা।
তাই-
রাতের সময়টা তোমাকে উৎসর্গ করলাম।

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

মনের বাসনা

মনের বাসনা হাসনাত । আল-বদর,মদিনা
আমার মনের বাসনা ছিল তোমাকে নিয়ে
সেই তুমি চলে গেলে দঃখ যাতনা দিয়ে।
যানিনা তুমি কেন এমন করলে
আমাকে ছেরে তুমি অন্যের হাত ধরলে।
তোমার জন্য আজও আমার হৃদয়টি ফাঁকা
যানিনা কি কারনে আমায় দিলে ধোকা।
তুমিকি যানতে চাওনা আমি কেমন রয়েছি
শত কষ্টের মাঝেও আমি এখনও বেঁচে আছি।
তোমার জন্য চলে এলাম দূর থেকে দূরে
এখন পর্যন্ত তোমার জন্য মনটা আমার পোড়ে।
হাজারো কষ্ট দিলে দুঃখ দিলে মনে
তোমার কথা মনে পরে আমার প্রতিটি ক্ষনে।
নিস্বাসেও ছিলে তুমি বিশ্বাসেও তুমি
তোমায় ছেরে একা একা কেমনে থাকবো আমি।

৩০/০৫/২০১১ ইং

পল্লী বধুর চোখে মুখে আজ স্বপ্ন আঁকা;

পল্লী বধুর চোখে মুখে আজ স্বপ্ন আঁকা;
হাসনাত

পুব আকাশে উঁকি দিল
স্ফটিক দানায় আলো তুললে মাথা;
শরতের সুবর্ণ শিউলি নতজানু ধুলায়।
বিষণ্ন যেন আকাশটা
সাদা মেঘ যাচ্ছে পালিয়ে;
আকাশ ‍নীলের ছায়া ছেড়ে।
কৃষকের পা ভিজে শিশিরে
মেঠোপথে মাদার ফুলের সুঘ্রাণ;
ধুলায় ফুলের লাল দল মেখেছে।
হেমন্তে চির চেনা কাঁচা সুবাস ভাসে
সবুজ ধানের ছড়ায় সাদা সাদা ফুল;
আকুল করা বাউরী বাতাস।

‍আসছে হেমন্ত ক্ষেত হালকা কুয়াশা ঢাকা
যেন সাদা চাদরে আলোর ‍ঝিকিমিকি খেলা;
হাওয়ায় ভাসে কাঁচা ধানের সুবাস।
রঙিন আঁচলে ঘোমটা টানা
পল্লী বধুর চোখে মুখে আজ স্বপ্ন আঁকা;
নাইওর যাবে এই নবান্নে।
লাউয়ের মাচায় সাদা ফুল ফোটে
সবুজ ডগায় ডানা মেলে লাল ফড়িং;
ডোবার কঞ্চি‍তে বসে লাল ঠোঁট মাছরাঙা।