প্রিয়ন্তী
কত কথা বলার ছিল
হাজার কথার ভীড়ে ।
না বলা সেই কথাগুলো
গুমরে কেঁদে মরে !
পাষাণ বুকে পাথর বেঁধে
চাপা দিয়েছি ভাষা ।
দূর হতে উজার করে
দিয়েছি ভালবাসা ।
কত কাছে ছিলাম আমি
তুমিই ছিলে দূরে ।
দেখনি তাই চোখের কোণে
আমি ছিলাম জুড়ে !
কপোল চুমে নীরবে তাই
হারিয়ে গেছি শেষে ।
স্মৃতি পাতায় ঠাঁই নিয়েছি
শেষ জীবনে এসে !
এখন আমায় মনে করো
তোমার অবসরে ।
এটাইবা কম কিসে
নষ্ট প্রেমের ভীড়ে !
যায় কি ভুলা তোমাকে
বলো প্রিয়ন্তী ?
অনুভবে পেলে তোমায়
আজও পাই মনে প্রশান্তি ।
উৎসর্গ: কোন এক *প্রিয়ন্তী*কে !!!
হাজার কথার ভীড়ে ।
না বলা সেই কথাগুলো
গুমরে কেঁদে মরে !
পাষাণ বুকে পাথর বেঁধে
চাপা দিয়েছি ভাষা ।
দূর হতে উজার করে
দিয়েছি ভালবাসা ।
কত কাছে ছিলাম আমি
তুমিই ছিলে দূরে ।
দেখনি তাই চোখের কোণে
আমি ছিলাম জুড়ে !
কপোল চুমে নীরবে তাই
হারিয়ে গেছি শেষে ।
স্মৃতি পাতায় ঠাঁই নিয়েছি
শেষ জীবনে এসে !
এখন আমায় মনে করো
তোমার অবসরে ।
এটাইবা কম কিসে
নষ্ট প্রেমের ভীড়ে !
যায় কি ভুলা তোমাকে
বলো প্রিয়ন্তী ?
অনুভবে পেলে তোমায়
আজও পাই মনে প্রশান্তি ।
উৎসর্গ: কোন এক *প্রিয়ন্তী*কে !!!