[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

আজ আমি নেই

আজ আমি নেই

আজ আমি আমার মাঝে নেই
থাকতেও যে চায় না আর,
তোমাদের সবার মাঝে বেচে থাকত
যেখানে পশুরা প্রতিনিয়ত তাড়া করে।

এক জ্যান্ত সুস্থ মাংস পিন্ড
বেচে থেকেও যা মৃত লাশ
অতীত আমার মনকে কুকড়ে দেয়,
তখন শুধু যে মনে হয়
আমি যে আমার মাঝে নেই।

শিরা উপশিরায় জেগে উঠা ক্রোধ
বের হয়ে আসে শত যুগের দীর্ঘশ্বাস এর মতই;
মুখ দিয়ে কোন কথা বের হয় না
কারণ আমি যে আর আমার মাঝে নেই।

স্বতস্ফুর্ততার লেশ মাত্র নেই এখানে
আছে শুধু আগুনের জলন্ত শীখা
সেই আগুনে পরে গেলে সব শেষ;
শুধু একটা কথাই বলবে অন্তরটা
আমি যে আজ আমার মাঝে নেই।

Super Mom

Super Mom


Mom, you're a wonderful mother,
So gentle, yet so strong.
The many ways you show you care
... Always make me feel I belong.

You're patient when I'm foolish;
You give guidance when I ask;
It seems you can do most anything;
You're the master of every task.

You're a dependable source of comfort;
You're my cushion when I fall.
You help in times of trouble;
You support me whenever I call.

I love you more than you know;
You have my total respect.
If I had my choice of mothers,
You'd be the one I'd select!

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

11 11 11


যখন সকল কথা শেষ হয়ে যায়/ না বলা কথার ভার মূক স্তব্ধতায়
কাঁপে ভীরু প্রদীপের শিখার মতোন।
দিনে যতো আনাগোনা/ কথা দিয়ে জাল বোনা
থেমে যায় একদিন হঠাৎ কখন।
থামে না তো স্রোত, শুধু পড়ে যায় ঝরা দল।
... তখন হৃদয়ে নামে ভোরের আকাশ/ পাখা মেলে বুনো বালিহাঁস,
সকালের রোদ গায়/ কালো মেঘ ছেড়ে যায়/ ভুলে গেছে বাসা তার
জানে শুধু সে সাঁতার।

শুকনো মাটির তৃষ্ণা


শুকনো মাটির তৃষ্ণা

বেশ করেছি হতচ্ছাড়া
তুই মর, তুই ধ্বংস হ
কপালে বুঝি এই ছিল! প্রেমের পূর্বাহ্নে তুলতুলে কোমল-কুসুমে কেলাসিত করেছি বন্ধন-জাল। 
উত্তাপক্লিষ্ট পিপিলিকার পথ ধরে কখনো হাটতে চায়নি ‘পা’।
প্রশস্ত রাজপথ আরো প্রসারিত করে নিদিষ্ট দূরত্ব বজায় রেখে হেঁটেছে প্রতিটি পা।
সন্দেহ নাই, পা আগবাড়িয়ে ভুল করেছে। 
যদি পথকে অন্ধের মত অনুসন্ধান না করত; 
পথ তুমি কবেই পথিক হারা হয়ে যেতে।
এরপর…
বিকেলের ফিকে রোদ চোখে লেগেছে বহুবার। 
স্বপ্নের রক্ত ক্ষরণ বসে বসে দেখতে হয়েছে।
তবুও সবকিছু সয়ে গেছে নীরবে। 
কম্বলটাকে মাধ্যম ভেবে নিজেকে আড়াল করার ব্যার্থ চেষ্টা করেছি বারবার।
এক পাতা ঘুমের বড়ি হেরে দীর্ঘশ্বাসের কাছে।
তারপরেও কিছু বলতে গিয়ে যদি শুনতে হয়,-
খামোশ। ধ্বংস হ
হলাম না হয় ধ্বংস। 
এক দুই তিন… এই যে দিলাম-দিচ্ছি এবার ঘুম।
এই নরাধম বিদায়ে অস্থিত্ব রক্ষা হবে; হোক না। 
একটি প্রজাপতি উল্লসিত ডানায় ছুটোছুটি করবে; করুক না। 
এক দুই তিন…ঈশ্বর তোমার মঙ্গল আশ্রমে আমাকে নিয়ে মাফ করে দাও।
বাঁচতে চেয়েছি কবুতরের চোখে প্রশান্তির প্রভা দেখে। 
বাঁচতে চেয়েছি একটি রঙ্গিন ফ্রেমে সরলরৈখিক সাপলুডু খেলে।…আর বাঁচা হল না।

I love you because

I love you because

I love you because
you are honest and strong
right here, in my arms
is where you belong
you hold me ,console me
and you are my best friend
i can,t live without you
no need to pretend.
i love you because
you light up my days
fill my heart and my soul
with your sweet loving ways
i love you because
you never pretend
and if i,m hardheaded
you allways give in
you,re so easy to love
so hard to forget
faithfull and true
since the day that we met
i could search the world over
and still never find
a love like yours
you are one of a kind
i love you because
you are quick to forgive
overlooking my faults
each day that i live
so slow to anger
so quick to respond
to my loving wishers
above and beyond.

If Love Wasn't Love

If Love Wasn't Love

What if Love wasn't Love, but Love was lust...

And all things known to loyalty were betrayed by trust?

Have passion become misery, sorrow or grief,

Things to which we have in, now valued disbelief.

If misery truly Loved company, then how could it hurt?

Togetherness and happiness... taken for more than they're worth.

What if Love wasn't Love, but Love was lust?

Surely all we know and stand for wouldn't mean m