[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ১ জানুয়ারী, ২০১২

চাঁদ দেখা হয়ে উঠে না ...........

চাঁদ দেখা হয়ে উঠে না
চাঁদ দেখা হয়ে উঠে না!

কত রাত গড়িয়ে গেল,
চাঁদ দেখা হয়ে উঠে না!
শীতের রাতে
চাঁদের নিচ দিয়ে কুয়াশারা
বিলি ‍কেটে কেটে; মেঘের সাথে উড়ে যায়।
কুয়াশার ছোপ ছোপ
হাওয়ার ঝাপটায়, জ্যোত্স্না মাখা রাত
মৃদু কেঁপে উঠে!
রাত যেন আজ অপ্সরী
রাত আজ বড় আবেগী, অবনত পায়ে চুপি চুপি
কাঁপা কাঁপা ঠোঁটে,যাচ্ছে অভিসারে।
১৪১৮@১৩ পৌষ,শীতকাল

সূর্য উঠুক হেসে ২০১২

সূর্য উঠুক হেসে ২০১২
সূর্য উঠুক হেসে। ২০১২
কুয়াশা ভেজা থ্রার্টি ফাষ্ট
শিশিরে ভিজেছে খানিক,
বছর ভরে গ্লানি যত
দিচ্ছে বিদায় আজ।।


রক্তমাখা জিয়ন কাঠি
ছুঁয়ে ছিল বার মাস,
কষ্ট সুখে গেল দিন
হাহাকার বুকে দীর্ঘশ্বাস।।


যতই বাজুক কষ্টের বীণ
সময রয়না যে বসে,
নতুন ফুলের গন্ধ ছড়াক
সূর্য উঠুক হেসে।।


১৪১৮@১৭ পৌষ,শীতকাল

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

সবকিছু যেন শেষ সন্ধ্যায়



সবকিছু যেন শেষ সন্ধ্যায়
ব্রিকফিল্ড ঘিরে রেখেছে
উত্তর আধুনিক এই শহর।
চারদিকে তাপ দিচ্ছে
দুষিত করছে ,ধুলা কিম্বা ময়লায়।
সব কিছু যেন অন্ধকারে
গুমট হয়ে আসছে।
বাতাসে বৈরি পরিবেশ-
কুয়াশায় লাবণ্যতা হারাচ্ছে
বিস্তৃত সব অপরূপ প্রকৃতি-
যেন ধেয়ে আসছে
কোনো এক ভয়াবহতা
যেখানে শিকার হবে তাবৎ
শক্তিমান যত রুপসী শহর,
গ্রাম-অথবা সৌন্দর্য মণ্ডিত দেশ।
আমাদের শরীরে বইছে
অনাদিকালের সব নোংরা অসভ্যতা
আমরা নীরবে জ্বলে যাই
পুরে যাই – তার সাথে
হত্যা করি আমাদের যত
প্রদত্ত জ্ঞান-
৩০।১২।২০১১ইং/রাত্রি:১০:১৫মি:

অনেক দিন পর আমি...

অনেক দিন পর আমি...
অনেক দিন ধরে আমি ব্লগে আসি না। আবার আসলেও আমি অফলাইনে থেকে কিছু লিখা পড়ি।আসব আসব করে আর আসা হয়ে উঠেনা।অবশেষে এসেই পরলাম……..

” একটু কাঁদব বলে “

অনেকদিন কান্নার স্বাদ পাইনি
দু-ফোঁটা অশ্রু নিয়ে বসে ছিলাম
একটু কাঁদব বলে।

ভেবেছিলাম তুমি আসবে;আর
তুমি এলেই তোমাকে জড়িয়ে ধরে কাঁদব।
কেন কাঁদতাম জানি না,হয়ত তোমাকে ছাড়া
এতগুলো দিন আর রাত আমি কি করে পার
করেছি! তা ভেবেই কান্না পেত।
নয়ত তোমাকে কাছে পাবার আনন্দেই কাঁদতাম।

কিন্তু তুমিতো এলেই না;
কি করে কাঁদব আমি?

তোমার আসা আর কোন দিনই হবেনা
সেটা জানি,কিন্তু কান্না পায়না কেন বলতো?
হাসতেও তো পারিনা এখন।

তোমার না আসা কি আমায় কষ্ট দেয়নি?
নাকি আর একটু বেশী কষ্ট পেলে কাঁদতাম আমি?
মানুষ কতটুকু কষ্ট পেলে কাঁদে সেটা যদি জানা যেত;
তবে আমি ঠিক ততটুকু কষ্টই পেতাম।
কারন আমিতো একটু কাঁদতেই চেয়েছিলাম;
নাকি আমার ভেতরটা নীরবে কাঁদে!
আমি টের পাইনা,শুধু বাহির নিয়েই পরে
থাকি আমি।
তবে কি আমার আর কোন দিনই কাঁদা হবে না?