আমায় মনে পরবে তোমার মিথিলা আমি যে ভুলে যাওয়ার মতো কেউ নই তোমার জীবনে আমার ভালবাসার কোন ক্ষয় নেই , শেষ নেই আমৃত্যু তোমার হৃদয় ক্ষতবিক্ষত হবে আমার নিঘাত প্রেমের দংশনে চোখের কোন থেকে কাজল গড়িয়ে পরবে নোনা জলের ঢলে মনেরই অজান্তে আমায় তোমার মনে পরবে , যে ভাবে হারানো অতিত মনে পরে যে ভাবে মনে পরে জীবনের লেন দেন , পাওয়া না পাওয়া সীমাহীন চাওয়ার তীব্র বাসনা ... আমি যে ভুলে যাওয়ার মত কেউ নই তোমার জীবনে । আমার ভালবাসা স্বার্থ পরের মত ছিনিয়ে নিবে তোমার সুখের নিদ্রা তোমাকে অস্থির করে তুলবে রাতের পর রাত বিছানায় এপাশ ওপাশ করে তুমি শুধু আমায় খুঁজবে না পাওয়ার যন্ত্রণায় বালিশের বুকে মুখ গুঁজবে তুমি, দু চোখ থেকে নিরবে ঝরাবে অবিরাম বৃষ্টি ধারা আমি যে ভুলার মত কেউ নই তোমার জীবনে জীবনের চলার পথে বল সব কিছু কি ভুলে যাওয়া যায় ? যখন আমি থাকবনা তোমারি পাশে তখন কে রাঙাবে তোমার প্রথম সকাল ভোরের স্নান করা রবি কিরণ হয়ে ? তাজা ফুল তুলে এনে কে ছড়িয়ে দিবে তোমার শিথানে ভালবেসে কে ভাঙাবে তোমার অলস ঘুম বুকে জড়িয়ে ? মেঘ কাল চুলে কে বুলাবে হাত সিঁথির পথ ধরে এত আদরে ? ভেঙ্গে যাবে বুক জানি অজানা সংশয়ে ,মনের গভীরে শুরু হবে জলোচ্ছ্বাস ভেঙ্গে যাবে চোখের বাঁধ , শুধু শুনবেনা সেদিন কেউ আর হৃদয় ভাঙ্গার আওয়াজ , আমি যে ভুলে যাওয়ার মত কেউ নই তোমার জীবনে আমায় মনে পরবে তোমার জীবনের প্রতিটি বাঁকে । অলস দুপুরে কি বল মন বসে প্রেমের কোন গল্পের বই এ অথবা হৃদয় ভাঙার কোন বিরহী গানের স্বরলিপি তে ? হারানোর বেদনা তোমাকে তখন কুরে কুরে খাবে তোমার অনুভুতি গুলো যে আমার জীবনের সাথে গুল্মের মত জরিয়ে আছে অরণ্য ভালবাসার প্রয়োজন তোমাকে নিঃশেষ করে দিবে তোমাকে কাঁদাবে মিথিলা , ভীষণ কাঁদাবে আমার নিঘাত ভালবাসা যে ভাবে আমার দু চোখ তুমি ভাসিয়ে ছিলে অঝোর শ্রাবণে , আমি যে ভুলে যাওয়ার মত কেউ নই মিথিলা তোমার জীবনে আমৃত্যু আমার ভালবাসা তোমাকে কাঁদাবে । শেষ বিকেলের গোধূলি এর আবীর রঙ এর মত তোমার হৃদয় থেকে ঝরে যাবে রক্ত শ্রাবণ তোমার মনে পরবে তখন কে ছিল তোমার এতটা আপন কে পেত যন্ত্রণা ফুল তুলতে যেয়ে কাঁটার আঘাতে তুমি ব্যথা পেলে , কে সাজাত তোমার নির্জন সন্ধ্যা জোনাকির আলোতে কে তোমার অধরে ভালবাসা একে দিত আপন অধরের পরষে , কে দোলা জাগাত তোমার হৃদয়ের গহীন অরণ্যে এত ভালবেসে পূর্ণিমা রাতের রুপালি জ্যোৎস্না ভেজা ক্ষণে একদিন কে ছিল তোমার পাশে ভালবেসে হাত দুটি জড়িয়ে ? আমার ভালবাসা তোমাকে জীবনের প্রতিটি ক্ষণে কাঁদাবে যতটা আঘাতে আমার দু চোখ থেকে ঝরে যায় মিথিলা বৃষ্টি নিরবে ।
কেমন আছ অধরা...........? নির্জন এই মধ্যরাতে যখন পৃথিবী ঘুমিয়ে পরেছে ক্লান্তির ভারে ঠিক তখনি আমি হেটে চলেছি তোমার ভালোবাসার দুরন্ত মেঠো পথে.... চাদের নীল জোছনা যেন সে পথ ঢেকে দিয়েছে নরম নীল গালীচার আবরনে । কি চিনতে পেরছ আমায় তুমি অধরা...... আমি ....আমি অরণ্য........... যে অরণ্য হাড়িয়ে গিয়েছিলো নিরবে হৃদয়ের অদৃশ্য বন্ধন একদিন স্বার্থপরের মতো ছিন্ন করে এক বুক অভিমান নিয়ে, ভুলে গিয়েছিলো যে অরণ্য ,চাইলেই যে, সব কিছু ভুলে যাওয়া যায়না.......... ফিরে আসতে হয় এক অদৃশ্য সুতোর টানে......... আমি এসেছি ...আমি এসেছি ফিরে অধরা... বিশ্বাস করো অধরা...প্রাচ্যের ঝলমলে আলো আমাকে এতটুকু মোহিত করতে পারেনি যতোটানা তুমি পেরেছিলে সামান্য দ্বীপ জ্বেলে সমুদ্রের উত্তাল ঢেউ আমায় এতটুকু মাতাল করতে পারেনি অধরা যতটানা মাতাল করেছিলে আমায় তুমি তোমার ভালোবাসার মাদকতায়........... চোখের সামনেই পরেছিলো এক অশান্ত সমুদ্র অথচ.....অথচ এই আমি তোমাকে ফেলে কল্পনার জোয়ারে ভেসে চলে গিয়েছিলাম ভালোবাসার দেবীর খোজে......... বুঝতেই পারিনি তখন আমিই ছিলাম অধরা নামের এক দেবীর আরধ্য পুরুষ....... ক্ষমা করো আমায় ...অধরা নামের বৃত্তের বাহিরে যাওয়ার সাধ্য যে আমার নেই....... কি ক্ষমা করবেতো আমায়............ আজন্ম দন্ডপ্রাপ্ত ভালোবাসা হিনতার দায়ে এই শূন্য মানুষটিকে কি তুমি ক্ষমা করতে পারবেনা শেষ বারের মত....... সব ভুল শুধরে নিয়ে ,নষ্ট কষ্ট নামের ঝরাপাতা গুলো সমুদ্রের জলে বিসর্জন দিয়ে , তুমিকি পারবেনা অধরা.... এই অরণ্যকে আজীবনের মতো আপন করে নিতে...?