এখন শীতকাল
অপসৃয়মান মুখশ্রী
কানায় কানায় জলে ভরা,
মদির মোহে দুলছি ।
কানায় কানায় জলে ভরা,
মদির মোহে দুলছি ।
কম্পিত মাটি
শীতের তীব্রতা
অনুভের সময় নেই,
স্তন্যপায়ীর তালা খোলা।
শীতের তীব্রতা
অনুভের সময় নেই,
স্তন্যপায়ীর তালা খোলা।
কররেখা ছুয়েছে কপোল
তরঙ্গিত নদীর জো্ৎস্নায়
যুগল স্তনে খোজঁ খোজঁ রব চারিধার।
আশেপাশে কিম্বা দূরদুরান্তে
কাজে ব্যাঘাত ঘটল অনেক।
তরঙ্গিত নদীর জো্ৎস্নায়
যুগল স্তনে খোজঁ খোজঁ রব চারিধার।
আশেপাশে কিম্বা দূরদুরান্তে
কাজে ব্যাঘাত ঘটল অনেক।
তিরিক্ষি মেজাজি সেই অবয়বে
শরীরের ভাষা শরবিদ্ধ আজ
অবেলায় প্রগাঢ় অকৃত্রিম নিস্তবদ্ধতা
অলীক কুনাট্য রঙ্গে রাঢ় নিদারুন ব্যস্ততা।
শরীরের ভাষা শরবিদ্ধ আজ
অবেলায় প্রগাঢ় অকৃত্রিম নিস্তবদ্ধতা
অলীক কুনাট্য রঙ্গে রাঢ় নিদারুন ব্যস্ততা।
এখন শীতকাল।
উষ্ঞতার খোজেঁ আছে কেউ কেউ।।
উষ্ঞতার খোজেঁ আছে কেউ কেউ।।