নারী, তুমি ভালোবাসো কাকে?
নারী, তুমি ভালোবাসো কাকে?
যখন তখন যাকে তাকে
নাকি নির্দিষ্ট কোন অরণ্যকে?
যেখানে গাছের সারি পাতার ফাকে
পাখিরা সব চুমকি মারে;
লতা-পাতায় জর্জরিত
হরিণ নাচে অন্ধকারে।
নারী, তুমি ভালোবাসো কাকে?
অন্ধকারের গান শুনিয়ে
অস্তগামী সূর্যটাকে?
নাকি ছলকে পড়া চাঁদের আলোয়
স্নানরত ঐ যুবকটাকে?
নারী, তুমি ভালোবাসো কাকে?
যখন তখন যাকে তাকে
নাকি বিস্তীর্ণ এই জমিনটাকে?
যেখানে কোমলতা যায় ছুঁয়ে ছুঁয়ে
ওষ্ঠ প্রলেপ যায় ছাপিয়ে;
মরন নেশায় কারা যেন
গভীর রাতে উল্কি আঁকে!
নারী, তুমি ভালোবাসো কাকে?
নারী, তুমি ভালোবাসো কাকে?
যখন তখন যাকে তাকে
নাকি নির্দিষ্ট কোন অরণ্যকে?
যেখানে গাছের সারি পাতার ফাকে
পাখিরা সব চুমকি মারে;
লতা-পাতায় জর্জরিত
হরিণ নাচে অন্ধকারে।
নারী, তুমি ভালোবাসো কাকে?
অন্ধকারের গান শুনিয়ে
অস্তগামী সূর্যটাকে?
নাকি ছলকে পড়া চাঁদের আলোয়
স্নানরত ঐ যুবকটাকে?
নারী, তুমি ভালোবাসো কাকে?
যখন তখন যাকে তাকে
নাকি বিস্তীর্ণ এই জমিনটাকে?
যেখানে কোমলতা যায় ছুঁয়ে ছুঁয়ে
ওষ্ঠ প্রলেপ যায় ছাপিয়ে;
মরন নেশায় কারা যেন
গভীর রাতে উল্কি আঁকে!
নারী, তুমি ভালোবাসো কাকে?