[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

স্বেচ্ছা নির্বাসন...





স্বেচ্ছা নির্বাসন

যখন আনমনে ভেসে আসে তোমার মুখ খোলা জানালায়
আমার রোদ্দুর হতে মন চায়;
আলতো করে ছুঁয়ে দিতে ইচ্ছে হয় তোমার চিবুক।
অথবা একটা বৃষ্টি দিন বিজন পথে একাকী তুমি
এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়ি আমি;
ভেজা চুল বেয়ে তোমার কপাল পেড়িয়ে,
নাকের ডগা গড়িয়ে ছুঁয়ে দেই তোমার শুষ্ক ঠোঁট।
একটা জীবন এক সাথে চলি হাসি কান্নায়-
শুধু শব্দ আর ধ্বনি মাত্র; বাস্তবতা দুরূহ!
জীবনে যতো টা পথ হেঁটেছি একাকী বিধুর
আর কতোটা বাকী কে জানে?
নিয়েছি স্বেচ্ছা নির্বাসন, বৈরাগী করেছি মন!
অথচ স্বপ্ন মৃত্যু প্রভাত বেলায় আবার স্বপ্ন দেখি
চলেছে জীবন চলবে শ্বাস আছে যতদিন
তুমি ছারা আমি হয়তো বা বেশ নই
তুমি কি আছো থেমে?
জীবনে বাঁকে জমে শুধু স্মৃতি দুঃখ কি বা সুখের
এইতো জীবন এভাবেই বেঁচে থাকা।

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

বসন্তের প্রতিজ্ঞা




বসন্তের প্রতিজ্ঞা
397083_274410669286902_100001539147249_748885_366436998_n[1]

4ec4d5fd9a0705530cfa4a9e1bcabbe7


হায়রে ছুড়ি তোর হাতের চুড়ি
হলুদ রঙ্গে বাজে,
তোর হাতেই সাজবে বলে
বসন্ত আজ আসে ।

তোর কপালের হলুদ টিঁপে
এক বিকেলের রং,
ভালোবাসাই সাজিয়ে রাখে
ভালোবাসার ঢং।

শোনরে ছুড়ি হলুদ শাড়ী
তোকেই মানায় বেশ,
তোর আচলে বেশ খুঁজে পাই
স্বপ্ন দিনের রেশ।

চলনা ছুড়ি শপথ করি
এই বসন্তের দিনে,
হৃদয় ভাঙ্গা রুগ্ন ঘরে
সুখ আনবো কিনে।

তখন তুমি এখন তুমি




তখন তুমি এখন তুমি
 ফেব্রুয়ারি ০৫, ২০১২

a a

এইতো সে দিন
চাঁদের আলো ধরতে গিয়ে
তপ্ত রোদে গা ভেজালে;
আগুনটাকে জ্বালবে বলে
দু’হাত ভরে ছাই উড়ালে।


এইতো সে দিন
ফুল গুলোকে ছোঁবে বলে
রক্ত দিয়ে হাত রাঙ্গালে;
পাখির পালক ধরতে গিয়ে
স্বপ্ন গুলো খুব আঁড়ালে।


এখন তোমার হিসেবি মন
প্রজাপতির ডানায় আঁকে
চাওয়া পাওয়ার অংক নিয়ে
চিত্রা নদীর বাঁকে বাঁকে।


এখন তোমার সন্ধি গুলো
সঙ্গী দেখে বিচার করো
এখন তুমি ভালো মন্দ
অনেক কিছুই বুজতে পারো।


এখন তোমার সুখের ঘরে
বারো মাস শরৎ থাকে
তবু যখন একলা একা
আটকে থাকো স্মৃতির ফাঁকে।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

অনেক ভালবাসি


অনেক ভালবাসি
ফেব্রুয়ারি ১৪, ২০১২



তুমি হলে দুঃখ তাই আমি হলাম মায়া
তুমি আলো হলে বলে আমি হলাম ছায়া,
তোমার প্রিয় সাদা তাই আমার প্রিয় কাল
তোমার যা মন্দ সবি আমার কাছে ভাল।

তোমার যেথায় শুরু আমার সেথায় শেষ
তুমি কর খামখেয়ালী যা আমার আদেশ,
তুমি দেখ দুর পাহাড় আমি কাছের বিল
তোমার সাথে কোন কিছুর হয়না কেন মিল।

তুমি ভাবনায় এগিয়ে চল আমি বাস্তবতায়
তুমি শুধু হাসতে থাক আমার কঠিন কথায়,
তোমার যখন সূর্য উঠে আমার তখন চাঁদ
তোমার কাছে দিনটা ভাল আমার কাছে রাত।

তুমি শুধু স্বপ্ন ভাঙ্গ আমি স্বপ্ন আবার গড়ি
তুমি ভালবাসার নামে কর শুধু ছলচাতুরী,
তুমি আমায় দুরে ঠেল আমি কাছে টানি
তুমি সুখের ভালবাসায় বেদনা দাও আনি।

তোমায় আমি রাখতে চাই এই হৃদয়ে ধরে
তুমি তবু কেন যাও সখি অনেক দুরে সরে,
তুমি আমায় কাঁদিয়ে কেন তোমার মুখে হাসি
তুমি আমায় ঘৃণা কর তবু অনেক ভালবাসি।

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

নারী, তুমি ভালোবাসো কাকে?

নারী, তুমি ভালোবাসো কাকে?

নারী, তুমি ভালোবাসো কাকে?
যখন তখন যাকে তাকে
নাকি নির্দিষ্ট কোন অরণ্যকে?
যেখানে গাছের সারি পাতার ফাকে
পাখিরা সব চুমকি মারে;
লতা-পাতায় জর্জরিত
হরিণ নাচে অন্ধকারে।

নারী, তুমি ভালোবাসো কাকে?
অন্ধকারের গান শুনিয়ে
অস্তগামী সূর্যটাকে?
নাকি ছলকে পড়া চাঁদের আলোয়
স্নানরত ঐ যুবকটাকে?
নারী, তুমি ভালোবাসো কাকে?
যখন তখন যাকে তাকে
নাকি বিস্তীর্ণ এই জমিনটাকে?
যেখানে কোমলতা যায় ছুঁয়ে ছুঁয়ে
ওষ্ঠ প্রলেপ যায় ছাপিয়ে;
মরন নেশায় কারা যেন
গভীর রাতে উল্কি আঁকে!
নারী, তুমি ভালোবাসো কাকে?

সব্বাইকে ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা.....


সব্বাইকে ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা.....
আইলো রে আইলো ফাগুন
গাছে আর এখন লাগে না আগুন
ভ্রমররা করে না গুনগুন
কান পেতে তোরা শুনরে শুন ।

ফুল ফুটুক আর নাই ফুটুক
কোকিল কুহু কুহ করে নাই উঠুক……
বাসন্তী শাড়ীতে সেজেছে ললনা
কপালের লাল টিপে যেন ছড়াচ্ছে রূপের ছলনা..
মন মেতে উঠুক আমের মুকুলের মাতাল সমীরেণের স্নিগ্ধ পরশে
মনে ছড়াক হাজারো রং মনোরম আবেশে।
বসন্তের পহেলা দিনটির মতই হউক জীবন সুন্দর, বিমূর্ত
আনন্দের যেন কাটে সবার প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত ।
===================================
এই মুহুর্তে আর মিলাতে পারছি না ………. sad sad
===================================
সবাইকে আমার ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা ………..

১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।