স্বাধীনতা
স্বাধীনতা
নীল আকাশে লক্ষ তারা
দুধমাখা চাঁ
টুকটুকে লাল রবি;
স্বাধীনতা
লক্ষ মায়ের, লক্ষ বোনের
স্বপ্নে আঁকা ছবি।
স্বাধীনতা
গোলাপ জবা জুঁই চামেলী
হাসনা হেনা শাপলা বেলী
রঙ-বেরঙা ফুল;
স্বাধীনতা
সোনার চেয়েও বেশি দামি
নেইকো জানি ভাষায় প্রকাশ-
করার কোন তুল।
স্বাধীনতা
মুক্ত হাওয়ায় ডানা মেলে
উড়ছে শালিক, দোয়েল শ্যামা
হরেক পাখির ঝাঁক
স্বাধীনতা
লাল সবুজের ওই পতাকা
হাতে নিয়ে
যুদ্ধে যাওয়ার ডাক।
স্বাধীনতা
নীল আকাশে লক্ষ তারা
দুধমাখা চাঁ
টুকটুকে লাল রবি;
স্বাধীনতা
লক্ষ মায়ের, লক্ষ বোনের
স্বপ্নে আঁকা ছবি।
স্বাধীনতা
গোলাপ জবা জুঁই চামেলী
হাসনা হেনা শাপলা বেলী
রঙ-বেরঙা ফুল;
স্বাধীনতা
সোনার চেয়েও বেশি দামি
নেইকো জানি ভাষায় প্রকাশ-
করার কোন তুল।
স্বাধীনতা
মুক্ত হাওয়ায় ডানা মেলে
উড়ছে শালিক, দোয়েল শ্যামা
হরেক পাখির ঝাঁক
স্বাধীনতা
লাল সবুজের ওই পতাকা
হাতে নিয়ে
যুদ্ধে যাওয়ার ডাক।