শুধু জানে না এই মন
আকাশের আজ অনেক দুঃখ।
তোমার আছে?
অবিরাম ভিজতে থাকে মাধুবীলতারা।
তুমি নিবে?
আকাশের জমিনে অনেক ভিজা শুভ্রতা
তুমি চাও?
বৃষ্টির ভিতর নির্বাক মেঘের শরীর
তুমি দেখো?
আমার প্রিয় বৃষ্টির দিন
ভীষন এলোমেলো
তোমারও কি তাই?
**********************************
কিছু রাত কেটে যায় নিরবে
কিছু স্বপ্ন রয়ে যায় এভাবে
কেনো দুটি আঁখি ক্ষয়ে ক্ষয়ে যায়
বেদনার জলে নদী বয়ে যায়
**জানো তুমি, জানি আমি
শুধু জানে না এই মন
তুমি ছাড়া এই রাত
কভু হবে না প্রভাত
কষ্টগুলো শ্রাবন হয়ে
ঝরে মনের আঙিনায়
স্বপ্নগুলো বাঁধা হৃদয়তে
আকেঁ চোখে সীমানাতে
এলোমেলো ভাবনা গুলো
যেনো বন্দী হয়ে রয়
উড়ু উড়ু দুরু দুরু এই মন
যেনো কত কথা কয়
****জানো তুমি, জানি আমি
শুধু জানে না এই মন
তুমি ছাড়া এই রাত
কভু হবে না প্রভাত
Click This Link
***********************************************************
একটা সুইট গান দিলাম। তবে অবশ্যই আমি এখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি না। মেজাজ অতিরিক্ত রকমের খারাপ। এই রকম রোমান্টিক গান শুনার মোড নেই। তবুও কিভাবে যেনো গানের শুরুর কথাগুলো খুব বেশি ভালো লেগে গেলো.......তাই এখানে পোষ্ট করে দিলাম।
তোমার আছে?
অবিরাম ভিজতে থাকে মাধুবীলতারা।
তুমি নিবে?
আকাশের জমিনে অনেক ভিজা শুভ্রতা
তুমি চাও?
বৃষ্টির ভিতর নির্বাক মেঘের শরীর
তুমি দেখো?
আমার প্রিয় বৃষ্টির দিন
ভীষন এলোমেলো
তোমারও কি তাই?
**********************************
কিছু রাত কেটে যায় নিরবে
কিছু স্বপ্ন রয়ে যায় এভাবে
কেনো দুটি আঁখি ক্ষয়ে ক্ষয়ে যায়
বেদনার জলে নদী বয়ে যায়
**জানো তুমি, জানি আমি
শুধু জানে না এই মন
তুমি ছাড়া এই রাত
কভু হবে না প্রভাত
কষ্টগুলো শ্রাবন হয়ে
ঝরে মনের আঙিনায়
স্বপ্নগুলো বাঁধা হৃদয়তে
আকেঁ চোখে সীমানাতে
এলোমেলো ভাবনা গুলো
যেনো বন্দী হয়ে রয়
উড়ু উড়ু দুরু দুরু এই মন
যেনো কত কথা কয়
****জানো তুমি, জানি আমি
শুধু জানে না এই মন
তুমি ছাড়া এই রাত
কভু হবে না প্রভাত
Click This Link
***********************************************************
একটা সুইট গান দিলাম। তবে অবশ্যই আমি এখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি না। মেজাজ অতিরিক্ত রকমের খারাপ। এই রকম রোমান্টিক গান শুনার মোড নেই। তবুও কিভাবে যেনো গানের শুরুর কথাগুলো খুব বেশি ভালো লেগে গেলো.......তাই এখানে পোষ্ট করে দিলাম।