[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ১ এপ্রিল, ২০১২

CHUPKE CHUPKE ( GULAM ALI ) چپکے چپکے رات دن




CHUPKE CHUPKE ( GULAM ALI ) چپکے چپکے رات دن
-ahridwan




Ghulam Ali-Yeh Dil Ye Pagal Ye dil Mera




Ghulam Ali-Yeh Dil Ye Pagal Ye dil Mera








dosti...............

 

 

 

zindagi ek ajab mod pe aa khadi thi - 2

my life had taken a strange turn


aur tum aaye aur tum aaye - 2

and then you came (into my life)


har khushi saath mera chod kar jaa rahi thi

every happiness was leaving me


aur tum aaye aur tum aaye - 2

and then you came



duur duur tak phaili thi tanhaaiyan

loneliness surrounded me


paas thi sirf yaadon ki parchaaiyan

only the shadows of memories were with me


farsh par ek sheeshe ki tarah toot ke

like a broken glass on the floor


main bikharne hi wala tha bas choot ke

I was about to shatter


bebasi dam badam ek sitam dhaa rahi thi

helplessness opressed every breath in me


aur tum aaye aur tum aaye - 2

and then you came


har khushi saath mera chod kar jaa rahi thi

every happiness was leaving me


aur tum aaye aur tum aaye - 2

and then you came




main har kadam dilbar saath chaloon

I'll walk every step with you, my love


thaam ke haaton mein haath chaloon

I'll walk hand in hand with you


saari umar daaman chodoon na

I'll never leave your side my whole life


dor ummeedon ki toodoon na

I'll never break the thread of hope


yaad aake teri mujhko tadpa rahi thi

thoughts of you tormented me


aur tum aaye aur tum aaye - 2

and then you came


zindagi ek ajab mod pe aa khadi thi
aur tum aaye aur tum aaye - 2
har khushi ssath mera chod kar jaa rahi thi
aur tum aaye aur tum aaye - 2

শনিবার, ৩১ মার্চ, ২০১২

দেহরাত




দেহরাত





ঘুমরাতের মাতম স্পর্শ, ক্লান্ত দেহরাত
রাতের উপাসনা ভেঙ্গে অপেক্ষারত মেঘ
দেহরাতের রানওয়ে ঝুলে আছে দু'চোখ


দীর্ঘ আমার স্পর্শের হাত, দেখি নিরালায়
সুদূর থেকে ছুঁয়ে যাই তোমার সুখ আর
চুষে নামাই অপার যন্ত্রণা


অপলকে নামাও লোভাতুর দৃষ্টি
ঘুমরাত...
দরজায় কড়া নাড়ে অপেক্ষমান শিশির

শুধু জানে না এই মন...


শুধু জানে না এই মন



আকাশের আজ অনেক দুঃখ।
তোমার আছে?
অবিরাম ভিজতে থাকে মাধুবীলতারা।
তুমি নিবে?
আকাশের জমিনে অনেক ভিজা শুভ্রতা
তুমি চাও?
বৃষ্টির ভিতর নির্বাক মেঘের শরীর
তুমি দেখো?
আমার প্রিয় বৃষ্টির দিন
ভীষন এলোমেলো
তোমারও কি তাই?
**********************************

কিছু রাত কেটে যায় নিরবে
কিছু স্বপ্ন রয়ে যায় এভাবে
কেনো দুটি আঁখি ক্ষয়ে ক্ষয়ে যায়
বেদনার জলে নদী বয়ে যায়
**জানো তুমি, জানি আমি
শুধু জানে না এই মন
তুমি ছাড়া এই রাত
কভু হবে না প্রভাত

কষ্টগুলো শ্রাবন হয়ে
ঝরে মনের আঙিনায়
স্বপ্নগুলো বাঁধা হৃদয়তে
আকেঁ চোখে সীমানাতে
এলোমেলো ভাবনা গুলো
যেনো বন্দী হয়ে রয়
উড়ু উড়ু দুরু দুরু এই মন
যেনো কত কথা কয়
****জানো তুমি, জানি আমি
শুধু জানে না এই মন
তুমি ছাড়া এই রাত
কভু হবে না প্রভাত

Click This Link

***********************************************************
একটা সুইট গান দিলাম। তবে অবশ্যই আমি এখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি না। মেজাজ অতিরিক্ত রকমের খারাপ। এই রকম রোমান্টিক গান শুনার মোড নেই। তবুও কিভাবে যেনো গানের শুরুর কথাগুলো খুব বেশি ভালো লেগে গেলো.......তাই এখানে পোষ্ট করে দিলাম।

অসমাপ্ত যবনিকা ............... (গল্প)


অসমাপ্ত যবনিকা ............... (গল্প)







ক.
বন্যার খুব খারাপ লাগছে, চারিদিকে এত মানুষ, ব্যস্থতা, কোলাহল! কয়েকটা ষন্ডামার্কা ছেলে কেমন ড্যাবড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। শাড়ির আচঁলটা একটু টেনে দিল বন্যা। দিহানের ওপর প্রচন্ড রাগ হচ্ছে। সেই কখন থেকে এই ভারী সুটকেসটা নিয়ে ষ্টেশনে একা দাড়িয়ে আছে। দিহানের বিকেল সাড়ে পাচটায় আসার কথা, এখন বাজে প্রায় সাতটা। অথচ এখন পর্যন্ত কোন খোঁজ নেই। এ সময় ভেঁপু বাজাতে বাজেতে ট্রেন চলে এল। মানুষজন উঠছে নামছে, সবাই কেমন অস্থির, হুড়মুড়িয়ে উঠানামায় ব্যস্থ, কারো দিকে কারও খেয়াল নেই। বন্যার নিজেকে একেবারে অসহায় অনুভব করল। সেকি ট্রেনে উঠবে? উঠে সে কোথায় যাবে? দিহানের যে খালার বাড়িতে যেয়ে উঠার কথা ছিল সে জায়গাটা কোথায় তাও তার জানা নেই। বাড়ি ফেরার পথও তো নেই। সেই দরোজা সে নিজের হাতেই ব্ন্ধ করে এসেছে। অস্বস্তিটা বাড়ছে আরও। ট্রেনটা বেশীক্ষন থাকবে না, দিহান কি আসবেই না? নাকি এসে গেছে তার চোখে পড়েনি, হয়ত ট্রেনে ওঠে গেছে, ভেবেছে বন্যাও উঠেছে, ট্রেন ছাড়লে খুঁজে বের করা যাবে। সিদ্ধান্ত নিতে পারছে না বন্যা।
এমন সময় পেছন থেকে কেউ একজন শিস দিয়ে উঠল-'মাইরি একদম খাসারে!'
নাহ! এখানে এভাবে আর থাকা যাবে না। কেনো কিছু না ভেবেই ট্রেনে উঠে পড়ল বন্যা।

খ.

টাকা যোগার করতে খুবই ঝক্কি ঝামেলা গেছে দিহানের। বাড়ি থেকে ওর খরচের জন্য মাসে মাসে যে দুইহাজার টাকা আসে তার মাত্র পাচশ ছিল। আর ছিল টিউশনির তিনহাজার। সেটাও খরচ হয়ে গেল সজীবের এক্সিডেন্টের ফলে। তখন ভোররাতে হসপিটালের বারান্দায় দিহানের চোখে মুখে সুর্যান্ত সময়। বন্যাকে কথা দেয়া পাচটার সময় এ কথা মনে পড়তেই কুকড়ে যায় তার তথাকথিত সাহসী মন। সজীবের এক্সিডেন্টটাও এমন সময় হল। বন্যায় সাথে সব প্ল্যান করে মেসে ফিরেই দুসংবাদটা শুনতে হল। এ শহরে সজীবের তো আর কেউ নেই দিহান ছাড়া। রাতেই ছুটতে হল তাকে। ভোররাতে ডাক্তার যখন বলল সজীব বিপদমুক্ত তখন ঘাতক লাইটেসের ড্রাইভারে প্রতি সন্ধারাতের সেই ক্রোধ নেই দিহানের। নেই রাতের সেই সাহসী মন ও। সজীবকে ছেড়ে কিভাবে সে যাবে সে বন্যার কাছে? বেচারার এই দুঃসময়ে পাশে দাড়ানোর তো কেউ নেই, মুখচোরা মানুষ সজীব, তার বন্ধুবান্ধব বলতেও ওই এক দিহানই। মুহুমুহু মনে পড়ে সজীবের যন্ত্রনাকাতর করুন মুখ। 'আমাকে বাঁচা দিহান। ভাইরে তুই আমারে বাচা। আমার মার আমি ছাড়া কেউ নাই। আমাকে বেঁচে থাকতে হবে দিহান।'
সজীবের আর্তনাদ নাড়িয়ে দেয় দিহানের হ্রদয়ের ভীত। এই একা ছেলেটা বেঁচেই আছে শুধু তার মায়ের জন্য, নিজের জন্য না, তার চোখের সামনে ও এভাবে মরে যেতে পারে না। আর দিহানের জন্যও তো ও কম করেনি। অনার্স ফার্স্ট পার্ট পরীক্ষার দুদিন আগে পক্স হানা দিল দিহানকে। তখন ওকে সমস্ত অনুপ্রেরনা আর সেবা যত্ন দিয়ে সারিয়ে তুলেছিল ওই সজীবই, যখন ছোয়াছুয়ির ভয়ে আর কেউ কাছেই ভিরছিল না। মেসে থাকা ছাত্রের পরীক্ষার আগে অসুখ হলে কি যে ভোগান্তি তা দিহান মাত্রই জানে।

দুতিন বড়লোক বন্ধুর কাছ থেকে কহাজার টাকা যোগার করতে করতে বিকেল হয়ে আসে। দিহানের অস্থিরতা শুরু হয়। পাঁচটা বাজতে আর ঘন্টা খানিক বাকী। সজীবকে আরেকবার দেখে ভয় পেয়ে যায় দিহান। কেমন জানি প্রানশুন্য মুখ। ডাক্তার সজীবকে দেখে যে ভাবভঙ্গি করলেন তাতে খারাপ আশংকা হল দিহানের। আধঘন্টা পর মারা গেল সজীব। আর হঠাৎ করেই শান্ত হয়ে গেল দিহান। প্রিয় বন্ধুকে হারিয়ে
পাথর হয়ে গেছে ও। ভুলে গেল বন্যার কথা, তার এতদিনের ভালোবাসার কথা যে চীরজীবন তার সাথে চলার জন্য ঘর ছেড়ে চলে এসেছে। সন্ধা সাতটায় বন্যা যখন ট্রেনে উঠল দিহান তখন ছুটোছুটি করছে সজীবের জন্য। সজীবের লাশকে কয়েকটা দিন টিকিয়ে রাখতেই হবে। সজীবের স্নেহময়ী মা তার ছেলের মুখ শেষবারের মত দেখবেন না এটা সে কিছুতেই হেত দেবে না। সজীবের আর্তি মনে হতে চোখ গড়িয়ে জল নামে দিহানের।

ট্রেন ছুটে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। শুধু বন্যার গন্তব্য অনির্দিষ্ট। কিন্তু কেন জানি নিকট ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবছে না বন্যা। ট্রেনের জানালা দিয়ে রাতের প্রকৃতি দেখতে দেখতে ঘুমে তলিয়ে গেল বন্যা।