বসন্ত গেল মোর দ্বারে পা ফেলিয়া
বসন্ত নিয়ে এল কোন নতুন এক আহ্বান
নিয়ে এল নতুন উদ্দীপনা সতেজ করতে প্রাণ
চারিদিক সাজিয়েছে রঙিন সাজে
পলাশ শিমুল আর কৃষ্ণচুড়ার কারুকাজে
চেয়ে থেকেছি সদা দুটি চক্ষু মেলিয়া
বসন্ত গেল মোর দ্বারে পা ফেলিয়া।
নিয়ে এল নতুন উদ্দীপনা সতেজ করতে প্রাণ
চারিদিক সাজিয়েছে রঙিন সাজে
পলাশ শিমুল আর কৃষ্ণচুড়ার কারুকাজে
চেয়ে থেকেছি সদা দুটি চক্ষু মেলিয়া
বসন্ত গেল মোর দ্বারে পা ফেলিয়া।
পত্র পল্লবে ছেয়ে গেছে বৃক্ষরাজির দল
সবুজে সবুজে রঙ দেখি প্রকৃতিতে দীঘল
দূর হতে কানে আসে কোকিলের কুহুতান
যার সুরে মনে তৈরী হত এক অজানা টান
মন আনন্দে নেচে উঠত হেলিয়া দুলিয়া
বসন্ত গেল মোর দ্বারে পা ফেলিয়া।
সবুজে সবুজে রঙ দেখি প্রকৃতিতে দীঘল
দূর হতে কানে আসে কোকিলের কুহুতান
যার সুরে মনে তৈরী হত এক অজানা টান
মন আনন্দে নেচে উঠত হেলিয়া দুলিয়া
বসন্ত গেল মোর দ্বারে পা ফেলিয়া।
বনের ধারে ফুলের এক অপূর্ব সমারোহ
যেন অপরূপ কোন রঙিন স্রোতের প্রবাহ
দখিনা বাতাস বহে চলে নিয়ে নতুন ছন্দ
সাথে দিয়ে যায় একরাশ ফুলের সুগন্ধ
নিশ্বাস নিয়েছি বারবার ছাড়িয়া ছাড়িয়া
বসন্ত গেল মোর দ্বারে পা ফেলিয়া।
যেন অপরূপ কোন রঙিন স্রোতের প্রবাহ
দখিনা বাতাস বহে চলে নিয়ে নতুন ছন্দ
সাথে দিয়ে যায় একরাশ ফুলের সুগন্ধ
নিশ্বাস নিয়েছি বারবার ছাড়িয়া ছাড়িয়া
বসন্ত গেল মোর দ্বারে পা ফেলিয়া।