তোমাকে মনে পরে যায়
তোমাকে মনে পরে যায়
স্মৃতি গুলি ভাবায় নিরবে আমায়
সেই হারানো দিন গুলি আজ অদৃশ্য লাগে
যেন এমন অনেক কিছুই হয়নি আমার আগে,
মায়াবি রাত যায়নি যায়নি সোনালি দিন
তুমি কাছে থেকেও ছিলে না ছিলাম তুমি হীন
স্মৃতি গুলি ভাবায় নিরবে আমায়
সেই হারানো দিন গুলি আজ অদৃশ্য লাগে
যেন এমন অনেক কিছুই হয়নি আমার আগে,
মায়াবি রাত যায়নি যায়নি সোনালি দিন
তুমি কাছে থেকেও ছিলে না ছিলাম তুমি হীন
তোমাকে মনে পরে যায়
কষ্টের মাঝে আমি আজ বড় অসহায়
এপাশে কে যেন আমাকে আগলে রেখেছে
কোন এক অজানা শক্তি নিজের দিকে টানছে,
ভাঙ্গতে চাই চুরমার করতে চাই তবু পারিনা
যেন এই কষ্টই আমার আজ শেষ ঠিকানা।
কষ্টের মাঝে আমি আজ বড় অসহায়
এপাশে কে যেন আমাকে আগলে রেখেছে
কোন এক অজানা শক্তি নিজের দিকে টানছে,
ভাঙ্গতে চাই চুরমার করতে চাই তবু পারিনা
যেন এই কষ্টই আমার আজ শেষ ঠিকানা।
তোমাকে মনে পরে যায়
বারে বারে চারিধারে খুঁজি যে তোমায়
খুজে খুজে ক্লান্ত হয়ে ফিরি নিজের ঘরে
তবুও তোমাকে পায়নি ব্যথা এ অন্তরে,
এদিক খুজে ঐদিক খুঁজি খুঁজি সারা দিক
জ্বালিয়ে রেখে খুঁজি মনের প্রদীপ।
বারে বারে চারিধারে খুঁজি যে তোমায়
খুজে খুজে ক্লান্ত হয়ে ফিরি নিজের ঘরে
তবুও তোমাকে পায়নি ব্যথা এ অন্তরে,
এদিক খুজে ঐদিক খুঁজি খুঁজি সারা দিক
জ্বালিয়ে রেখে খুঁজি মনের প্রদীপ।
তোমাকে মনে পরে যায়
রঙিন কোন এক গোধূলি বেলায়
নিশ্চুপে গোপনে শুধু তোমাকে মনে পরে
দূরে চলে গিয়ে কেন আমায় রেখেছ ধরে,
তোমার জন্য মেঘে ঢাকা এ হৃদয় আকাশ
অশ্রুসিক্ত চোখ মাঝে মাঝে দীর্ঘশ্বাস।
রঙিন কোন এক গোধূলি বেলায়
নিশ্চুপে গোপনে শুধু তোমাকে মনে পরে
দূরে চলে গিয়ে কেন আমায় রেখেছ ধরে,
তোমার জন্য মেঘে ঢাকা এ হৃদয় আকাশ
অশ্রুসিক্ত চোখ মাঝে মাঝে দীর্ঘশ্বাস।