[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ১২ মে, ২০১২

http://ahridwan.blogspot.com/


Ridwan_ake tone_ aay kacha asona




SHOKI








bilashir chuka jool





bilashir chuka jool













সকলেই একা

 

সকলেই একা

 
শহস্র নক্ষত্র উঁকি দিয়ে যায় আকাশের বুকে,
দিন যায় রাত আসে ক্লান্তিহীন পথিকের মত;
বলে যায় কত কথা তার কানে কানে,
দিঘীর কালো জলে শুভ্র হাঁসের মত;
শ্রান্তিহীন সুখে ।
তবুও সবুজ মনে গভীর ক্ষত হয়ে থাকে,
চিরকাল অর্থহীন স্বপ্নের মত;
শৈশবের সুখগুলো নরম চোখের পাতায়--
আলো হয়ে হাথ বাড়ায়,
কৈশোর হারায় নিজে যৌবনের কাছে ।
যদিওবা ভালবাসা বন্ধুত্ব হৃদয় প্রেম;
সাগরের সফেঁন ঢেউয়ের মত আসে যায়--
থাকে পাশে পাশে,
জীবনের শুন্যতাকে ভরে দেয়--
তার স্নিগ্ধ নিঃশ্বাসে,
তবুওতো চিরকাল একা বেঁচে থাকা--
সকলের মাঝে থেকেও সকলেই একা ।