কুড়িয়ে পাওয়া হার
মাঝে মাঝে ভাবি এভাবে বেঁচে থাকার
মানে কি? শুধুই কি কষ্টের নিমন্ত্রণ নাকি
নিজেকে সান্ত্বনার চাদরে আচ্ছাদিত করা।
হারিয়ে গেছ অন্ধকারে খুঁজে পাইনি আর
আজ তোমার আমার মাঝে সপ্ত পারাবার।
কিছু শপথ, কিছু কথা আজ মনে হয় তার
পুরোটাই মিথ্যা, স্মৃতিগুলো তবু অমলিন।
বলছে তারা কানে কানে ফিসফিসিয়ে
আর কত কাল রইবি তুই হয়ে বন্ধুহীন।
স্মৃতির অনুরণনে ভিজে যায় এই মন তবু
আঁখি পাতে হয় নাকো সৃষ্টি জল প্রপাতের।
মনকে দেই না সান্ত্বনা, বলি এতো কোন
কষ্ট না, বরং অন্যরকম সুখ। যেখানে
প্রেমিকার প্রতারণার অনলে পুড়ছে ট্রয়
কিন্তু দেবতার বাঁশি বাজানো হচ্ছে না শেষ।
হাতরে ফিরি তোমায়, নিয়ে অকুল অন্ধকার
এইতো সেদিন হারালাম কুড়িয়ে পাওয়া হার।
মানে কি? শুধুই কি কষ্টের নিমন্ত্রণ নাকি
নিজেকে সান্ত্বনার চাদরে আচ্ছাদিত করা।
হারিয়ে গেছ অন্ধকারে খুঁজে পাইনি আর
আজ তোমার আমার মাঝে সপ্ত পারাবার।
কিছু শপথ, কিছু কথা আজ মনে হয় তার
পুরোটাই মিথ্যা, স্মৃতিগুলো তবু অমলিন।
বলছে তারা কানে কানে ফিসফিসিয়ে
আর কত কাল রইবি তুই হয়ে বন্ধুহীন।
স্মৃতির অনুরণনে ভিজে যায় এই মন তবু
আঁখি পাতে হয় নাকো সৃষ্টি জল প্রপাতের।
মনকে দেই না সান্ত্বনা, বলি এতো কোন
কষ্ট না, বরং অন্যরকম সুখ। যেখানে
প্রেমিকার প্রতারণার অনলে পুড়ছে ট্রয়
কিন্তু দেবতার বাঁশি বাজানো হচ্ছে না শেষ।
হাতরে ফিরি তোমায়, নিয়ে অকুল অন্ধকার
এইতো সেদিন হারালাম কুড়িয়ে পাওয়া হার।