লিরিক: কিছু অনুভব
কিছু অনুভব
কিছু নাজানা সব
তোমার আমার মাঝে গড়বে দেয়াল
কিছু আকুলতা
কিছু ব্যকুলতা
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল
কিছু ভালোলাগা সুর
কিছু নরোম নরোম ভোর
তোমার আমার মাঝে দাঁড়াবে হেয়াল
কিছু বিমূর্ত ঘোর
কিছু ভাঙা চুরচুর
তোমার আমার মাঝে বাড়াবে খেয়াল
কিছু চোখভাঙা ঘুম
কিছু রাতের নিঝুম
তোমার আমার মাঝে গড়বে খেয়াল
কিছু স্বপ্ন অকারণ
কিছু স্পর্শলাগা মন
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল
আর গড়বে দেয়াল…
কিছু নাজানা সব
তোমার আমার মাঝে গড়বে দেয়াল
কিছু আকুলতা
কিছু ব্যকুলতা
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল
কিছু ভালোলাগা সুর
কিছু নরোম নরোম ভোর
তোমার আমার মাঝে দাঁড়াবে হেয়াল
কিছু বিমূর্ত ঘোর
কিছু ভাঙা চুরচুর
তোমার আমার মাঝে বাড়াবে খেয়াল
কিছু চোখভাঙা ঘুম
কিছু রাতের নিঝুম
তোমার আমার মাঝে গড়বে খেয়াল
কিছু স্বপ্ন অকারণ
কিছু স্পর্শলাগা মন
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল
আর গড়বে দেয়াল…