[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

হাওয়াপাখি ভুলে গেছে



হাওয়াপাখি ভুলে গেছে
হাওয়াপাখি ভুলে গেছে সলাজ নীড়ের বাঁধন,
 দুপুরের খাঁ খাঁ বুকে ভাঙছে নির্জনতা।
কুসুমের ডানা ভেঙে ঝরে গেলে পাপড়ির মনোলোভা ঘ্রাণ,
 আর্তনাদ করে কাঁদে মৌবনের ঝাঁক।
পত্রসামিয়ানায় ধরে বৃক্ষের ওম;
ডালপালা ধরে রাখে মমতার হাত।
ধুসর বিকেল তার ভুলে যায় লালিমার অবিনাশী ডাক;
 হাওয়াপাখি ফিরে তার নীড়ে।
ফিরে গেছে সখী তার সনাতন প্রেমিকের ভিড়ে।

লিরিক: কিছু অনুভব



লিরিক: কিছু অনুভব
কিছু অনুভব
কিছু নাজানা সব
তোমার আমার মাঝে গড়বে দেয়াল
কিছু আকুলতা
কিছু ব্যকুলতা
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল



কিছু ভালোলাগা সুর
কিছু নরোম নরোম ভোর
তোমার আমার মাঝে দাঁড়াবে হেয়াল
কিছু বিমূর্ত ঘোর
কিছু ভাঙা চুরচুর
তোমার আমার মাঝে বাড়াবে খেয়াল



কিছু চোখভাঙা ঘুম
কিছু রাতের নিঝুম
তোমার আমার মাঝে গড়বে খেয়াল
কিছু স্বপ্ন অকারণ
কিছু স্পর্শলাগা মন
তোমার আমার মাঝে ভাঙবে দেয়াল
আর গড়বে দেয়াল…

যাচ্ছি আমি বহুদূরে


যাচ্ছি আমি বহুদূরে


দাঁড়িয়ে আছি তোমার দ্বারে
 যাচ্ছি আজ আমি চলে
 জানাতে তোমায় বিদায়....
 ভাঙ্গাতে চাইনা আর তোমার ঘুম
 যেন এখন রাত নিঝুম...
 মনের মাঝে কি যেন কাঁদায়
 ধরো আমার হাত দুটো
 মুছে দাও অশ্রুগুলো..
 দাও আমায় হাসিমুখে বিদায়
 যাচ্ছি আমি বহুদূরে
 তোমায় একাকী ফেলে
 এই মন যে মানে না....

 কতবার দিয়েছি কষ্ট ,তোমার ঐ হৃদয়ে
 ভুলে যাও সেই সব অতীত
 যেখানেই যাব আমি, হৃদয়ে থাকবে তুমি
 আসবো ফিরে তোমারই জন্য...

 ধরো আমার হাত দুটো
 মুছে দাও অশ্রুগুলো
 দাও আমায় হাসিমুখে বিদায়.....
 যাচ্ছি আমি বহুদূরে
 তোমায় একাকী ফেলে
 এই মন যে মানে না.......
 .
 .

বুধবার, ১৩ জুন, ২০১২

অশ্বারোহী প্রেমিক প্রবীর



অশ্বারোহী প্রেমিক প্রবীর

আমি সাহারা মরুভূমি হতে
হেঁটে আসা কোন বিভ্রান্ত
পথিক নই, আমি প্রেমিক পুরুষ
এসেছি এখানে প্রেমের দাবী নিয়ে।
আমি নই কোন সুনামি কিংবা
ঘূর্ণিঝড়ে সব কিছু হারানো
কোন এক উদ্বাস্তু তরুণ,
আমি হলাম প্রেমিক প্রবীর।

আমি পরাহত নই, তবে
আজও বিজয়ের মালা ছিনিয়ে
আনতে পারি নি। আমি যোদ্ধা।
আমি প্রেমের পথে উন্মুক্ত তরবারি
হাতে যুদ্ধ করে যাই, তোমার জন্যে।

আমার কামনায় বাসনায় কিংবা
জাগ্রত চেতনায় আছো তুমি,
তোমার জন্যেই আজও অশ্বারোহী
হয়ে উন্মুক্ত নেশাখোর মাতালের
মত, নগ্ন তরবারি হাতে ছুটে
চলেছি পূর্ব হতে পশ্চিমের পথে।
চোখে নেশা-তুর স্বপ্ন তোমাকে
জিতে ছিনিয়ে আনবো বলে।

কুড়িয়ে পাওয়া হার




কুড়িয়ে পাওয়া হার

মাঝে মাঝে ভাবি এভাবে বেঁচে থাকার
মানে কি? শুধুই কি কষ্টের নিমন্ত্রণ নাকি
নিজেকে সান্ত্বনার চাদরে আচ্ছাদিত করা।

হারিয়ে গেছ অন্ধকারে খুঁজে পাইনি আর
আজ তোমার আমার মাঝে সপ্ত পারাবার।
কিছু শপথ, কিছু কথা আজ মনে হয় তার
পুরোটাই মিথ্যা, স্মৃতিগুলো তবু অমলিন।
বলছে তারা কানে কানে ফিসফিসিয়ে
আর কত কাল রইবি তুই হয়ে বন্ধুহীন।
স্মৃতির অনুরণনে ভিজে যায় এই মন তবু
আঁখি পাতে হয় নাকো সৃষ্টি জল প্রপাতের।

মনকে দেই না সান্ত্বনা, বলি এতো কোন
কষ্ট না, বরং অন্যরকম সুখ। যেখানে
প্রেমিকার প্রতারণার অনলে পুড়ছে ট্রয়
কিন্তু দেবতার বাঁশি বাজানো হচ্ছে না শেষ।
হাতরে ফিরি তোমায়, নিয়ে অকুল অন্ধকার
এইতো সেদিন হারালাম কুড়িয়ে পাওয়া হার।

১৪৪ ধারায় দুঃখ



১৪৪ ধারায় দুঃখ

তোমায় আজ আর কোন
উপমার ফ্রেমে বাঁধব না,
বালু চরে নগ্ন পায়ে হেঁটে
যাওয়া দেখবো না। আর
শিস বাজিয়ে তোমার দৃষ্টি
আকর্ষণে ব্রত হব না,
তোমায় ভেবে প্রেমের কাব্য
রচনা করে কলমের কালির
হত্যা ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘিত
করব না। আজ থেকে দুঃখের
সমাবেশে ১৪৪ ধারা বলবত।

দু চোখ থেকে ক্রোধের অনল
সমুদ্র জল হয়ে বয়ে যাবে, তবু
তোমায় নিয়ে আর ভাবব না।
মাঝ রাতে ঘুম ভাঙা মনের
মাঝে, তোমার কামনায় নিজেকে
কষ্টের রঙে রাঙিয়ে হাপিত্যেশ
করে নিজেকে সান্ত্বনা দিব না।
আর নয় দুঃখের সাথে গলাগলি
আর নয় অতীতের খেরো খাতা,
এখন শুধু দু চোখে আমার
বর্তমান কেবল বর্তমানের ছবি।