[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৩ জুন, ২০১২

ছোট্ট খাতা

 
ছোট্ট খাতা
আধ চোখ জাগা স্বপ্ন গুলোর
ঠোঁটে তার ডাক, মলিন চাদর;
ঘুম ছড়ানো তার ঘাম গায়ে
এক ফোঁটা আবেগের গরাগরিময়,
সুতর বুনটে জরাজরি করে
একটি শরীর আকুতিতে মরে,
কারাগার হয়ে যায় যেন সব
জানালার গায়ে রোদের কলরব,
দশ বাই দশ, ছোট্ট খাতার
খুন জখমের, হিসেবের ভার
কখনো দরজা সেঁটে দেয় কিছু
কুরিয়ারে আসে নীল কালি পিছু,
আরও দূর দুহাত এগলেই পরে
মুক্ত আকাশ জড়িয়ে ধরে
আত্মহত্যা কয় লোকে যারে,
আমার জীবন, আর আমার আমি ---- ওরা থাকে ওধারে.........।।

আর্দ্র-ছায়া......



আর্দ্র-ছায়া......



তোমার গর্ভপাতের আর্দ্রতায়
অ-ভূমিষ্ঠ রক্তপাত যখন
নামতা পড়ে অঙ্ক মেলানোর
বুদ্ধি গুনতে থাকে,
নিভৃতে ঘটে বিপ্লব,
মননের তরবারি হতে ।
তোমার আবিষ্ট লালদাগে
পন্থার কারখানায়,
যখন আগুন লাগায় আমার
বিপরিত হওয়ার আনন্দ,
সেখানে দ্যুতি তার
অপ্রয়োজনীয় লজ্জা নিবারণে
নিরন্তর প্রচেষ্টার একখানি
দংশন মাত্র - পরিচয়ে ।
মেঘ, বৃষ্টি, রোদ, চক্রে
রঙের কাল-বানীর অহমে,
তুমি কেবলই ছায়ামাত্র
জীবন থেকে মৃত্যুতে,
তবু অদৃশ্য ---------
প্রতিফলনের নির্লজ্জ নগ্নতাতে......।।

Mehedi Pata Dekhecho (kobita abritti) (mithila-Ononto)

যখন বৃষ্টি নামল

অস্মিতা এই মন

সকলের মাঝে শুন্য আমি