[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৩ জুন, ২০১২

একলা রবি......



একলা রবি......

কেউ মোর ডাক শোনে আর না
-- তাই একলা চলি রে ।
আমার একলা পথের একলা পথিক
একলা আমি, আমার খেয়ালে,
যদি পরান চায়, একলা এসো
একলা ঘরের একলা মন্দিরে ।
কেউ মোর ডাক শোনে আর না
-- তাই একলা চলি রে ।
অভাগা নাম যে আমার, কপাল
দোষে একলা হলেম, তোমার ভিড়ে,
তবু মন রে চায়, উড়তে বাধা,
দেয় বারেবার পরান আমার,
একলা থাকার দায়ে ।
কেউ মোর ডাক শোনে আর না
-- তাই একলা চলি রে ।
একলা আমার যাত্রা শুরু,
একলাই তো শেষ, তবু মন রে
মরে কেদে কেদে, কিসের সেই খোঁজ,
একলা দুপুর, একলা ঘেমে, একলাই তো রই
তবু অবুঝ মনের কিসের খেলা
একলা কেন ভয় ।
একলা হতেই চেয়েছিলে তো,
আলোর বাতির কাছে, লাজ তবে
তুই রাখিস কেন মনের মাঝে সাজে,
একলা আধার সেও যে আসে, সুজ্যি টারে ফেলে
তাই একলাই চল মরণ ধরি,
নতুন খেলার ছলে ।
কেউ মোর ডাক শুনে আর না
-- তাই একলা চলি রে...।।

স্বচ্ছ যবনিকা.........


স্বচ্ছ যবনিকা.........

যদি অগোছালোই রাখার হত, রাখতাম কেন,
বিস্মৃতি তো অনেক সহজ আবেগ ছিল,
সেখানে প্রতিনিয়ত, সাজানো নৈবেদ্যর
টুকরো গুলোয়, পচনের কান্না হয়ও না ।


যেখানে বিশ্বাসের গরাদখানায় একবার
পারদের মত বিষ হয়ে ঢুকেছিলে, সেখানে
আজও শ্মশানের চিহ্ন আঁকতে না পারার
আমার অক্ষমতাটাই আজ ভীষণ দৃষ্টিকটু,
কারণ তুমি ভিন্ন, তোমার ধারনা আজ
স্বয়ম্বর সভায় বিকনোর অপেক্ষায় দাম গুনছে,
ভাগ বাটোয়ারা খেলতে খেলতে
ক্লান্তিহীন দুটো লাল চোখের দুর্বোধ্যতা
তোমায় দূর করছে ; হারিয়ে নিয়ে চলছে ;


আমার সাদামাঠা গরীব জীবনে তোমার
এই অভিনয় একবার পরদা নামিয়েছে,
বলতে পাও, যবনিকা আজ সত্যি উধাও??
তবে বানাতে কেন বল আবেগ, কেন বল
আবেগ গুলো কুড়িয়ে এনে সাজাতে ??
পারবে তার মাঝে তুমি, আসীন হতে ??
আমার রচনা দীর্ঘ হোক, তুমি হও স্বচ্ছ ;
আমার জেগে ওঠা প্রশ্ন গুলোর উত্তর হয়ওনা,
হও একাত্ম, আমার মৃত্যুর পড়ে যেন,
আমি লিখে যেতে পারি, তুমি সেদিন,
বাকি সবার ভাগের মাঝে, শুধু আমারই ছিলে .........।।

ছোট্ট খাতা

 
ছোট্ট খাতা
আধ চোখ জাগা স্বপ্ন গুলোর
ঠোঁটে তার ডাক, মলিন চাদর;
ঘুম ছড়ানো তার ঘাম গায়ে
এক ফোঁটা আবেগের গরাগরিময়,
সুতর বুনটে জরাজরি করে
একটি শরীর আকুতিতে মরে,
কারাগার হয়ে যায় যেন সব
জানালার গায়ে রোদের কলরব,
দশ বাই দশ, ছোট্ট খাতার
খুন জখমের, হিসেবের ভার
কখনো দরজা সেঁটে দেয় কিছু
কুরিয়ারে আসে নীল কালি পিছু,
আরও দূর দুহাত এগলেই পরে
মুক্ত আকাশ জড়িয়ে ধরে
আত্মহত্যা কয় লোকে যারে,
আমার জীবন, আর আমার আমি ---- ওরা থাকে ওধারে.........।।

আর্দ্র-ছায়া......



আর্দ্র-ছায়া......



তোমার গর্ভপাতের আর্দ্রতায়
অ-ভূমিষ্ঠ রক্তপাত যখন
নামতা পড়ে অঙ্ক মেলানোর
বুদ্ধি গুনতে থাকে,
নিভৃতে ঘটে বিপ্লব,
মননের তরবারি হতে ।
তোমার আবিষ্ট লালদাগে
পন্থার কারখানায়,
যখন আগুন লাগায় আমার
বিপরিত হওয়ার আনন্দ,
সেখানে দ্যুতি তার
অপ্রয়োজনীয় লজ্জা নিবারণে
নিরন্তর প্রচেষ্টার একখানি
দংশন মাত্র - পরিচয়ে ।
মেঘ, বৃষ্টি, রোদ, চক্রে
রঙের কাল-বানীর অহমে,
তুমি কেবলই ছায়ামাত্র
জীবন থেকে মৃত্যুতে,
তবু অদৃশ্য ---------
প্রতিফলনের নির্লজ্জ নগ্নতাতে......।।

Mehedi Pata Dekhecho (kobita abritti) (mithila-Ononto)

যখন বৃষ্টি নামল