প্রহেলিকা--যত্ন করে ভালোবাসো
-----শব্দ করে নয়,
তাকে দুমড়ে মুচড়ে ফেলোনা,-----দাবীর বিছানায়।
যদি রোদ ভালোলাগে
-----তাকে দাও আলো,
যদি চাঁদের রঙে আচ্ছন্ন হও
-----পড়াও তাকে কালো।
তাকে বুঝতে দাও, কেমন
-----ভাঙবে সে শিকল,
তাকে জানতে দাও, কেমন
-----নেবে তোমার আগল।
সে মায়া, সে কায়া, মিথ্যে
-----এসব দিওনা নাম তার,
সে যে ভীষণ অভিমানী,
-----মান ভাঙানো দায়সার।
সুখের অবয়ব সাজাও যত্নে
-----সুখ তবে ধরবে কি,
সে যে বড়ই বাঁধন ছাড়া
-----ধরলেই দুখ বাদবাকি।
তুমি আলিঙ্গন হও,
-----হও চুম্বন,
তুমি ভাবনা হয়ে ঘেরা আমায়
-----হও হৃদস্পন্দন...।।