অন্তমিল..
বন্ধু, অন্তমিল খুঁজে নিতে চাও তুমি;
বল, কিসের মাঝে ......
তোমার কি আর আমার মত
মনে মন রাখা সাঝে ...
মান অভিমানে হয়ে থাকি অবরুদ্ধ
তাইতো ফুরায়না বিরহের যুদ্ধ।।
দেখ যদি ভালবেসে ভঙ্গিমায় হয়ে আছি
আমি নতজানু...
বিদ্রুপ না করে মনের ছায়ায়
রেখো তোমার তনু।।
যে পথে আজও হয়নি চলা সে অন্তমিলের
পথ কোথা পাবে...।
অন্তদৃষ্টি খুঁলে রেখে দিলে হয়তোবা একদিন
সে পথ পেয়ে যাবে ।।
কুজ্ঞবনে গুজ্ঞ্ররিত হয় সপ্ন মোহময়
মহা অন্তমিলের গান......
ভোমর ভোমরী সেথা খুঁজেঁ পায়
বাঁচার অনুপ্রান ...
যাবে কি সেথা খুব নির্জনে
অনেক দূরে...।
মাতাল নেশায় সব সজ্ঞা ঢেকে
থাকব আত্নার গভীরে ।।
বুকের পাঁজরের লগ্ন অন্তর্লীন
তোমার সত্তা খুঁজে ফিরি ......
সবটুকু পাপ তাপ প্রানে চেপে রেখে
আস, আর করোনা দেরি...
অন্তঅগ্নি আগুনের চেয়েও বেশী পোড়ায়
যদি নিঃশেষিত করতে চাও...
তবে ,করুনা না করে দহনে দহন করে
ভালবাসায় নিঃস্ব হতে দাও..।।