ইচ্ছে'রা লাগামহীন !
আমি তোমার চোখ হতে চাই
হতে চাই তোমার চিবুক বা গাঢ় পুরুষালি গন্ধ
কিম্বা তোমার হাতের ওই অসহ্য সিগারেট
আধখানা কবিতাও হতে পারি,
রিকশাওয়ালার ফেরত দেয়া চকচকে নোট
হবার ইচ্ছেটাকে গলা টিপে মেরেছিলাম সেদিন
নোটটা কেমন টুপ করে সেঁধিয়ে গেলো তোমার বুক পকেটে!
তোমার গলার স্বর বা অসময়ের বিশ্রী ঘুম
তাও মন্দ না কিন্তু !
বেশ একটা নেশা আছে সবটাতেই
মোটকথা আমি 'তুমি' হতে চাই
কারণ তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমাকেই !
তবে একটা কথা ভেবে অবাক হচ্ছি
ইচ্ছেগুলো অদ্ভুত রকমের খ্যাপাটে হয়ে গেলো কেন ?