[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৮ জুলাই, ২০১২

ইচ্ছে'রা লাগামহীন !


ইচ্ছে'রা লাগামহীন !

 আমি তোমার চোখ হতে চাই
 হতে চাই তোমার চিবুক বা গাঢ় পুরুষালি গন্ধ
 কিম্বা তোমার হাতের ওই অসহ্য সিগারেট
 আধখানা কবিতাও হতে পারি,
 রিকশাওয়ালার ফেরত দেয়া চকচকে নোট
 হবার ইচ্ছেটাকে গলা টিপে মেরেছিলাম সেদিন
 নোটটা কেমন টুপ করে সেঁধিয়ে গেলো তোমার বুক পকেটে!
 তোমার গলার স্বর বা অসময়ের বিশ্রী ঘুম
 তাও মন্দ না কিন্তু !
 বেশ একটা নেশা আছে সবটাতেই

 মোটকথা আমি 'তুমি' হতে চাই
 কারণ তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমাকেই !
 তবে একটা কথা ভেবে অবাক হচ্ছি
 ইচ্ছেগুলো অদ্ভুত রকমের খ্যাপাটে হয়ে গেলো কেন ?

বিভ্রান্ত আলোর পথ



“…বিভ্রান্ত আলোর পথ…” 


তুমি ইশারার অপেক্ষায়ভালোবাসা প্রস্তুত ওভেনে
প্রেমে পড়েছি আমি !
বোঁ বোঁ ঘুরছে জোনাকি কানের কাছে
তার নগ্ন পা পথের শেষ !
অন্তিম আগমনে এলো বৃষ্টি
আঁধারের প্রস্ফুটন চুম্বনে চুম্বনে
শিলা ছুঁয়ে গেল তরঙ্গের হাঁটু
আমাদের অনন্ত প্রেমে !
জমে ওঠে দুজনের শব্দ খেলা
দেখি দৃশ্যপট, প্রণয়ের লুকোচুরি
নিরবচ্ছিন্ন বৃষ্টিতে..
যুগলবন্দির মতো বোধে ও স্ফূর্তিতে
তামাটে চোখে খুঁজি
বিভ্রান্ত আলোর পথ

কেউ আঁকছে না ছবি..


কেউ আঁকছে না ছবি

কারো কারো চোখে সুখের জল
কারো কারো ঠোটের কোনে হাসি
বড় ভালোবাসি......
কারো একা ক্লান্ত প্রহর গোনা
কারো শুধু রঙ্গীন স্বপ্ন বোনা
তাও ভালোবাসি......!!
কেউ লিখছে না প্রিয় কবিতা
কেউ আঁকছে না ছবি
কেউ বলছে না হাতটি বাড়িয়ে
একটি বার শুধু ভালোবাসি......!!
কবিতারা দল বেধে ছুটছে দূরে
আমি একা গাইছি না আপন সুরে
এই নস্ট নীড়ে......
কেন দূরে উড়ছে না গাংচিল
স্বপ্নরা এক হয়ে তবু স্বপ্নীল
এই স্বপ্ন সুরে......!!
কেউ লিখছে না প্রিয় কবিতা
কেউ আঁকছে না ছবি
কেউ বলছে না হাতটি বাড়িয়ে
একটি বার শুধু ভালোবাসি......!!

bilashir chuka jool


Baro Sadh Jage Ek Bar Tomay Dekhi.........
Gotokal dekhini tumai Ek Bar Tomay Dekhi..........
Sriytir janala khule cheie taki........
Sriytir janala khule cheie taki........
Chok tule joto tuku alo ashe shei aloy ei mon bore jai.......
Gotokal dekhini tumai Ek Bar Tomay Dekhi..........
Amar ei ondokare koto rat kete gelo ami adarei roie gelam.........
Amar ei ondokare koto rat kete gelo ami adarei roie gelam.........
Tobou burer shopno teke shei chobi.....
Burer shopno teke shei chobi.....
Jai eke ronge ronge shure shure ora jodi gaan hoie jai......
Gotokal dekhini tumai Ek Bar Tomay Dekhi..........
Baro Sadh Jage Ek Bar Tomay Dekhi.........
Ek Bar Tomay Dekhi.........

অপরাধ করেছি আমি


অপরাধ করেছি আমি

সূর্যাস্তের শেষ প্রান্তে
 সুদূর সবুজ ঘেরা
 দিগন্তের কোন সীমানায়
 তোমার আবাস ?
 ওই জল আকাশ ছুঁয়ে
 আঁধারের কিনারায়
 তোমার মনের ঘরে
 আমার মনের বসবাস ।

আমার অপরাধ হয়ে গেছে
 তোমাকে ভালবাসি এটা বলে,
 তার চেয়েও বেশি অপরাধ করেছি আমি
 তোমাকে শুধু নিজের করে চেয়ে...।।
 আমাকে ক্ষমা করো......।
 আর কখন ভালবাসার দাবী নিয়ে
তোমার চৌকাঠে দাঁড়াবো না...।

 চোখের জল মোছার জন্য তোমার বুক চাইবো না...।
 নিজেকে নিজের মত করে খুশি রাখতে আমি শিখে গেছি...

 তোমার ভালোবাসা আমার জন্য নয়,
 যা আমার জন্য ছিলই না কখনও
 তাকে বেঁধে রাখি কোন সাহসে ???

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১২

অন্তমিল....


অন্তমিল..


বন্ধু, অন্তমিল খুঁজে নিতে চাও তুমি;
বল, কিসের মাঝে ......
তোমার কি আর আমার মত
মনে মন রাখা সাঝে ...
মান অভিমানে হয়ে থাকি অবরুদ্ধ
তাইতো ফুরায়না বিরহের যুদ্ধ।।

দেখ যদি ভালবেসে ভঙ্গিমায় হয়ে আছি
আমি নতজানু...
বিদ্রুপ না করে মনের ছায়ায়
রেখো তোমার তনু।।
যে পথে আজও হয়নি চলা সে অন্তমিলের
পথ কোথা পাবে...।
অন্তদৃষ্টি খুঁলে রেখে দিলে হয়তোবা একদিন
সে পথ পেয়ে যাবে ।।

কুজ্ঞবনে গুজ্ঞ্ররিত হয় সপ্ন মোহময়
মহা অন্তমিলের গান......
ভোমর ভোমরী সেথা খুঁজেঁ পায়
বাঁচার অনুপ্রান ...
যাবে কি সেথা খুব নির্জনে
অনেক দূরে...।
মাতাল নেশায় সব সজ্ঞা ঢেকে
থাকব আত্নার গভীরে ।।

বুকের পাঁজরের লগ্ন অন্তর্লীন
তোমার সত্তা খুঁজে ফিরি ......
সবটুকু পাপ তাপ প্রানে চেপে রেখে
আস, আর করোনা দেরি...
অন্তঅগ্নি আগুনের চেয়েও বেশী পোড়ায়
যদি নিঃশেষিত করতে চাও...
তবে ,করুনা না করে দহনে দহন করে
ভালবাসায় নিঃস্ব হতে দাও..।।