রাত্রি
সূর্যটা তলিয়ে গেছে! ডুবে গেছে ওই অস্তাচলে। এক রক্তিম আভাতে ভেসে হারিয়ে গেছে ঠিক পৃথিবীর সীমানা ঘেঁষে। তারপর রাত্রি এসেছে! সব কোলাহল সাঙ্গ করে। এক নিরবতায় ভাসাতে পৃথিবীকে নিস্তব্ধতার পুরু চাঁদরে ঢেকে দিতে।
এই নিস্তব্ধতার পরতে পরতে যেন জীবনের সব রঙ থাকে। জীবনের সব গল্প থাকে। না দেখা কত ছবি থাকে! কত দুঃখ এখানে নিরবে কাঁদে! কত সুখ তার ছন্দ হারে। এই নিস্তব্ধতার ভাষা ক'জন বল বুঝতে পারে? কত জনের অন্তর্দৃষ্টি একে দেখে! ক'জন এর গভীরতা অনুভব করে!
যদি কখনো অনুভব কর তবে বুঝতে! কি করে কষ্ট রক্ত বিন্দুর মত এক এক করে জমাট বাঁধে! শ্বাসরোধী হয়ে বুকে দুখগুলো জমে থাকে। হৃদপিণ্ড কখন পাথরের মত বুকে চেপে বসে! তিব্র যন্ত্রণায় দু'চোখ দিয়ে রক্ত ঝরে! অসহ্য কষ্টের আর্তনাদগুলো শুধু নীরবে শিরা উপশিরায় বয়ে চলে!
এই সব কষ্ট গুলোকে কুড়িয়ে নেয় রাত্রি! তার বিশাল কালো চাদরে ঢেকে রাখে! রাখে লোক চক্ষুর অন্তরালে! কখনো কখনো চাঁদ আসে তার মায়াবি সুধা নিয়ে। বিষণ্ণ প্রান গুলোতে কিছু আলোক ছটা জ্বালে। তারপর আবার আসে আমাবস্যা!! গহীন কালো রাত্রি!!!!
এই নিস্তব্ধতার পরতে পরতে যেন জীবনের সব রঙ থাকে। জীবনের সব গল্প থাকে। না দেখা কত ছবি থাকে! কত দুঃখ এখানে নিরবে কাঁদে! কত সুখ তার ছন্দ হারে। এই নিস্তব্ধতার ভাষা ক'জন বল বুঝতে পারে? কত জনের অন্তর্দৃষ্টি একে দেখে! ক'জন এর গভীরতা অনুভব করে!
যদি কখনো অনুভব কর তবে বুঝতে! কি করে কষ্ট রক্ত বিন্দুর মত এক এক করে জমাট বাঁধে! শ্বাসরোধী হয়ে বুকে দুখগুলো জমে থাকে। হৃদপিণ্ড কখন পাথরের মত বুকে চেপে বসে! তিব্র যন্ত্রণায় দু'চোখ দিয়ে রক্ত ঝরে! অসহ্য কষ্টের আর্তনাদগুলো শুধু নীরবে শিরা উপশিরায় বয়ে চলে!
এই সব কষ্ট গুলোকে কুড়িয়ে নেয় রাত্রি! তার বিশাল কালো চাদরে ঢেকে রাখে! রাখে লোক চক্ষুর অন্তরালে! কখনো কখনো চাঁদ আসে তার মায়াবি সুধা নিয়ে। বিষণ্ণ প্রান গুলোতে কিছু আলোক ছটা জ্বালে। তারপর আবার আসে আমাবস্যা!! গহীন কালো রাত্রি!!!!