[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ২০ জুলাই, ২০১২

নতুন করে...

নতুন করে...


চাইছি তোমায় আপন করে
দাও না ধরা মনের ঘরে,
ফিরে এসো চুপটি করে,
দেখবো তোমায় দু’চোখ ভরে…
এতই কি অবুঝ তুমি!!!
বুঝনা কেন,
তুমি ছাড়া শূন্য এ প্রান,
ভুলে যাও সব মান অভিমান…
আগলে নাও আমায় আবার নতুন করে,
নাড়ছি কড়া তোমার মন দুয়ারে…
ফিরবো না এবার খালি হাতে,
রাঙ্গাবো তোমার মন ভালোবাসাতে…
ভুলে যাও সব মান অভিমান…
আগলে নাও আমায় আবার নতুন করে…

শ্রাবণ বরিষণে কান্নাগুলো ঝরে পড়

শ্রাবণ বরিষণে কান্নাগুলো ঝরে পড়

Photobucket

তোমার একটু সময় চুরি করবো বলে
নিজেকে সাজিয়েছিলাম নীলাম্বরী সাজে,
মাথায় গুজেছিলাম সদ্য ফোটা
হলুদ কদম ফুল,
হাতে পড়েছিলাম নীল রেশমী চুড়ি
যেনো চুড়ির টুনটান সুরে
কাছে আসো তুমি।
তোমার মনকে জয় করবো বলে
শ্রাবণের অঝোর ধারায় ভিজেছিলাম আমি
অপেক্ষার প্রহরগুলোকে সাথী করে,
একপলকের একটু দেখায়
নিজেকে শপে দিতে তোমার বুকে,
যদি ভালবাসো আমায় তুমি।
এক আকাশ ভালবাসা দিবো বলে
বৃষ্টিকে বলেছিলাম আজ যেনো সে না ঝরে,
নীলাকাশের মেঘের ভেলায়
স্বপ্নগুলোকে ভাসাতে,
মেঘকে বলেছিলাম
ধীরে ধীরে বয়ে যেতে
যদি তবু তুমি কাছে আসো আমার।
তোমার চলার পথের সাথী হয়ে
চলতে চেয়েছিলাম আমি,
যেনো পিছিয়ে না পড়ো তুমি,
তোমার কষ্টগুলোকে সাথী করে
আমার সুখগুলোকে তোমাকে দিতে চেয়েছিলাম
তবু তুমি ভাল থাকো ।
তারপরেও হয়নি তোমার এতটুকু সময়,
তাকাতে আমার পানে, বুঝতে আমার ভালবাসা
যা শুধু তোমার জন্য কেঁদে ঝরে পড়ে
শ্রাবণে প্রতিটি বৃষ্টি কণার সাথে।

আলো

আলো

আলো আধারের মাঝে জীবন কে গড়ে তুলতে হয় ,
হক না সেটি শত বাধার সংগ্রাম ,
সংগ্রাম কে জানাই ধন্যবাদ
তার জন্যই করতে পেরেছি দুর্জয় কে জয়
করতে পেরেছি স্বাধীনতা অর্জন,
যে আধার কে করেছি দোষারপ
সে আধার কে জানাই আজ অভিন্দন , ,
তোমার জন্যই আজ সংগ্রামী জয়ী
এপাশ ওপাশ শুধু জয়েরী খেলা
যুদ্ধ নেমেছি বলেই
দেখছি শুধু আলো খেলা ।

উত্তাল করে হৃদয়...

উত্তাল করে হৃদয়...

আলট্রা মর্ড্যান যুগের আধুনিক মেয়ে,
কোমড় ছুতে পারেনি তোমার কেশ।
তবুও তোমায় লাগছে দারুন,
অর্পূব সাজ পোষাকে মানিয়েচে বেশ।

খোলা আকাশে তুমি উরন্ত পাখি,
মুক্ত বিহঙ্গে চঞ্চল ডানা মেলে।
যৌবনা আহবান অঝরে ঝরিয়ে,
তোমার অঙ্গের প্রতিটি ভাজ খেলে।

চোখের যাদুর অদৃশ্য আকর্ষন,
বাতাসকে করে দেয় মাতাল।
ভালবাসা জন্ম নেয় অনাবরত,
হৃদয়কে করে তোলে উত্তাল।

ভোরের সেই আলো টি...

ভোরের সেই আলো টি...

জোছনা দেখে নিদ্রায় যাওয়া টা যেন
মধুর মনে হয় ,
সেই মধুরতাকে কাজে লাগাতে চাই প্রতিটা ক্ষণ
আল্লাহর সৃষ্টি বলে কথা………
মিটি মিটি তাঁরা জলছে কি আশ্চর্য সৃষ্টি করেছেন তিনি !!
সে দিন ও জোছনা দেখছিলাম রাত ভর
কখন যেন ঘুমিয়ে পরলাম ,
হঠাৎ শুনতে পেলাম মামনি ঘুম থেকে উঠ ,
অবাক হয়ে বলছি ,
কাক ডাকা ভোর ও হয় নি আমি ঘুমাব
আজ তো ঈদ তাই বলছি উঠ
আশ্চর্য হয়ে উঠে তাকালাম প্রভাতের দিকে
এক অবাক কর অনুভূতি পাচ্ছিলাম হৃদয়ের মাঝে
ভোরের সেই আলোটি আজও দাগ কেটে যায় হৃদয়ে………
প্রিয় মায়ের মুখটি আর আল্লাহর অশেষ দান দেখেই
ভেঙ্গেছিল ঘুমটি……তাই ত দেখেছি ভোরের সেই আলোটি ।

কেমন করে হাসি

কেমন করে হাসি

কেমন করে হাসি
ঈদের ভেলা হয় যদি আমার হাসির জন্য ,
মজার মজার খাবার গুলো
গো-গ্রাসে গ্রাসী ।
চারপাশে যে অনাহারী
তাদের ব্যথা কেমনে ছাড়ি ,
ঈদের দিনে কেমনে খাই পেটপুরে
তাদের মুখটি দেখে………
আমার হাসি ছরিয়ে দিলে
গোরীব দুঃখী মরে ,
আধাঁর ঘরে একটু আলো
ছড়িয়ে যেন পড়ে
ঈদের ভেলা ভেসে উঠুক সবার হাসির জন্য ।।