খোদার বরকত যাহাতে রয়েছে
খোদার বরকত যাহাতে রয়েছে
নাই নাই শেষ তাহার নাই,
খোদার বরকতময় গুণগান
দিবানিশি গেয়ে যাই॥
লোকে ভাবে দিলে যাকাত
সম্পদ তার হবে নিপাত॥
এ যে ভুল ধারণা
লোকে বোঝে না ভাই॥
খোদার উপর ভরসা রেখে খাঁটি দিলে
কাজের শুরুতে যে বিসমিল্লাহ বলে॥
জানি খোদার অশেষ
বরকত-ই তো পাবে সেই॥
যে করবে দান খোদার পথে
খোদার দেয়া সম্পদ হতে॥
হবে না তার ভরা ডুবি,
আরো ভরবে গোলা ভাই॥
নাই নাই শেষ তাহার নাই,
খোদার বরকতময় গুণগান
দিবানিশি গেয়ে যাই॥
লোকে ভাবে দিলে যাকাত
সম্পদ তার হবে নিপাত॥
এ যে ভুল ধারণা
লোকে বোঝে না ভাই॥
খোদার উপর ভরসা রেখে খাঁটি দিলে
কাজের শুরুতে যে বিসমিল্লাহ বলে॥
জানি খোদার অশেষ
বরকত-ই তো পাবে সেই॥
যে করবে দান খোদার পথে
খোদার দেয়া সম্পদ হতে॥
হবে না তার ভরা ডুবি,
আরো ভরবে গোলা ভাই॥