[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১ আগস্ট, ২০১২

অনেক কথা বলে গেছো...


চলে যাচ্ছি কথাটা শুনলাম…
 ফিরে আসছি কথাটা শুনিনি…

 তোমার চলে যাওয়া দেখেছি…
 ফিরে আসা দেখিনি…

 আজ আমাকে যে কারনে একা রেখে চলে গেছো…
 ১দিন আমি এমন থাকবনা ...

 অনেক কথা বলে গেছো…
 কিন্ত কোনো প্রশ্ন করিনি…

 সুদু জানিয়ে গেছো আমি কখনো ঠিক হবনা...
 আমি ঠিকে ঠিক হয়ে যাব হয়ত তুমি দেখতে পারবেনা …

 তোমার কথাই না তোমার মত কারো ভালোবাসা পেয়ে …
 ঐ মানুষটার ভালোবাসার টানে নিজেকে বদলে নিব…

 ১দিন আমিও কাওকে নিয়ে সুখে থাকব ...
 ১দিন আমি কাওকে মন প্রান দিয়ে ভালবাসবো…

 আমার আকাশ টা মনের মানুষের মত সাজিয়ে নেবো…
 তুমি শুধু দুর থেকে দেখবে সেই আকাশ টা...
 সাত রঙ্গে রাঙ্গানো ঐ রংধুনু…



Dekhe Akele Humne Solah Mele - Ek Vivaah Aisa Bhi 2008 - High Quality

দেখে এখলা হামনে সোলা মেলে....

সে দিন সে এসেছিল'



সে দিন সে এসেছিল'


চৈত্রের শেষ রাত এবং বৈশাখের প্রথম দিনে,
ওকে আমি বলেছিলাম,
শ্রাবণের প্রথম বৃষ্টিকণা আমি তোমাকে দেব।
আমার চোখের দিকে তাকিয়ে,
স্নিগ্ধহাসি হেসে মাথা দুলিয়েছিল,
হাত নেড়ে মৌণ্য বিদায় বলে চলে গিয়েছিল।
আমি দাঁড়িয়ে ছিলাম পলাশ গাছে হেলান দিয়ে।

বৈশাখ মাসে কি পলাশ পাওয়া যায়?
আমি জানি না।

শ্রাবণের ঠিক শুরুতে, সূর্য যখন উঠছিল,
সে দিন সে এসেছিল, হাতে ছিল একটা পলাশ।

একটি কবিতা

 

একটি কবিতা

 
কবিতার রাজরাণী
স্বপ্নে দেয় হাতছানি
এ শূণ্য বুকে
কেন জানি কোন ঝোকে
এসেছিল ফাগুন রাতে
এলোমেলো এ জীবনটাতে
নিঃসঙ্গে হয়েছিল দোসর
কেটে যাক বেদনার প্রহর
ঝলমলে আলোয় ভরে যাক
শূণ্য মনের উঠোন,আর থাক
কাচের গ্লাসে ভরা উপচানো মদ
সময়ের পিঠে বেড়ে উঠা বিপদ...
নতুন করে নিরিবিলি এ বিকেলে
কবিতার কথা মনে এলে
ভুলে যাই অতীতের দুঃখগাথা
দু একটি পঙতি,ঝড়ে পড়া একটি বৃক্ষলতা
নীরবে বলে দেয় আমার অতীত
ঘাসের মাঠে কুয়াশা জমে নি,কমেছে শীত।

আমি ডুবে যেতে চাই তোর মাঝে

 

আমি ডুবে যেতে চাই তোর মাঝে


কাননিকা জুড়ে অজস্র বুনোফুলে আমি তোর ছায়া দেখি
খজ্যোতি যেমন টিপটিপ করে জ্বলে নিভে
তেমনি আমার বুকে তুই জ্বলতে থাকিস অবিরাম;
আমি ব্যাথাতুর কপিঞ্জল হয়ে
ঘুরে বেড়াই
জনপদ থেকে জনপদে।

কোন দুরদেশে তূই;
কোন কুহেলী মায়ায় জড়িয়েছিস আমায়,
আমার ব্যাথার নদী;
আমি তোর ভালবাসার ঝর্নাধারায় স্নান করতে চাই
অবিরল ভিঁজে যেতে চাই;

আমি সব শ্রান্তি পেছনে ফেলে
কঞ্চুলী সরিয়ে তোর কবোষ্ণ বুকের গন্ধ নিতে চাই;
কষিত ভালোবাসার ছায়া দেখতে চাই।

অবিরাম শ্রাবন ধারা বয়ে যাক -
আমি ডুবে যেতে চাই তোর মাঝে!

আমি যেন কেমন আছি ?


 


 মা বাবার সাথে আমি...

 মা বাবার সাথে আমি...


বাবা ভাইয়া আমি আর ভাবী


ভাল লাগা একটা ছবি

ভাইয়া এবং আব্বা..


 উমবা হজ্ব করার পর তুলা ছবি


 উমবা হজ্ব করার পর তুলা ছবি


আমার সাথে বড় আপা


আমি যেন কেমন আছি ?