[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৫ আগস্ট, ২০১২

পোষা পাখি ...



পোষা পাখি ...
আজ তুই উড়ে গিয়ে
করলি কিযে ভুল
বুঝবি তুই বুঝবি ,
যখন তোর পাশে
রইবে না কেউ
আমার মত করে ।


আদর করে ডাকবে না কেউ
আমার মত করে ,
”খাসনা কেন তুই ”
আদর করে বলবে না কেউ
আমার মত করে ।


পোষ মানাতে তোকে
গড়েছিলাম তোরি সাথে
বন্ধুত্বে বাঁধন ,
আজ তুই উড়ে গিয়ে
ভাঙ্গলি যে ,
বন্ধুত্বের সেই বাঁধন ।


তোর জন্য মায়া ভরা
আমার এ মন কাঁদে ,
কেমন করে থাকবি তুই
আমায় একা ফেলে ।


কেটে যাওয়া দিনগুলো কি
পড়লো না তোর মনে ,
আজ তুই তাকালিনা পিছু ফিরে
উড়ে গেলি সুযোগ পেয়ে ,
আমার খাঁচা ভেঙ্গে ।


পোষমানা পাখি চাই আমি
ধরেছিলাম বায়না বাবা কাছে ,
তাই তকে এনেছিল বাবা
বাজার থেকে কিনে ,
আজ তুই উড়ে গিয়ে
আঘাত দিলি আমার এ মনে,
আর কোন পাখি চাই না
আমি পোষমানাতে ।।

যদি দেখা হয়


যদি দেখা হয়
যদি কোন এক শ্রাবণের বিষন্ন বিকেলে
দেখা হয় আচমকা আবার দু’জন দু’জনে,
হয়তো নিষ্পলক চোখে ঢেঢ় স্মৃতিচারণে
হারাবে দু’টি মন পুনঃ প্রেম নিবেদনে।

মধ্যবিত্তের ইচ্ছের কাছে প্রেম দ্বিধাগ্রস্থতায়
পরাজিত হয় বার বার সমকালীন অবহেলায়,
তবু এসেছিল প্রেম অনুর্বর বুকে স্মিত হেসে
অসম বৈষম্যের তরে প্রেম বিদায় নিল কেঁদে।

কত বসন্ত পেরিয়ে-কত নব যৌবন ফুরিয়ে
প্রেম জীবন কাব্যে বেঁ‍চে আছে ছন্দ হারিয়ে,
জীবনের মানে খোঁজা হল না আজো একবার
তবু প্রেম জেগে রবে ব্যথাহত মনে শতবার।

চেনা পৃথিবীটা হয়ে যায় বার বার অচেনা,
প্রেম বলে কিছু নেই আছে শুধু প্রতারনা
একদিন হৃদয়ে ছিল অনন্ত সুখের বারতা
প্রেম দিল অতৃপ্ত দুঃখের বিশাল বিমূঢ়তা।

পুরোনো অতীত ভুলে যাওয়া যেমন কঠিন
প্রেম-ভালবাসা শোধে না তেমন তার ঋণ,
প্রদীপ জ্বালানো যায় যতবার যতটা সহজে
নিভানো যায় না ঠিক ততবার সম সহজে।

হৃদয়ের রক্তক্ষরণে ভাষাহীন কবিতারা
পাখাহীন মেঘের ডানায় উড়ে আত্নহারা,
স্বপ্নীল প্রত্যয়ে সাজিয়েছিলাম বুকে বাসর
অলীক প্রত্যাশায় ভাঙ্গল তাই বুকের পাজর।

Smile





The best of friends,
Can change a frown,
Into a smile,
When you feel down.

The best of friends,
Will understand,
Your little trials,
And lend a hand.

The best of friends,
Will always share,
Your secret dreams,
Because they care.

The best of friends,
Worth more than gold,
Give all the love,
A heart can hold.

TO FRIEND...



If you're lonely,
And need a friend,
And troubles seem like
They never end,
Just remember to keep the Faith,
And Love will be there to Light the Way.

Anytime you need a friend,
I will be here.
You'll never be alone again,
So don't you fear.
Even if you're miles away,
I'm by your side.
So don't you ever be lonely.
Love will make it alright.

When the shadows are closing in,
And your Spirit diminishing,
Just remember you're not alone,
And Love will be there,
To Guide you Home.

কে কথা কয়


কে কথা কয়


কে কথা কয় মনের ভেতর
সকাল দুপুর সাঁঝের বেলা
কি কথা কয় কানের ভেতর
অষ্টপ্রহর প্রতি বেলা।


ইলসে গুড়ি বৃষ্টি নামে, ইলিশ খেলে নদীর মাঝে
কান্না হয়ে মেঘ জমে রয়, নীল আকাশে মেঘের সাজে
কি কথা কয় বৃষ্টি এসে, ফিসফিসিয়ে আমার কানে
নূপুর পায়ে রিমঝিমিয়ে, টিনের চালে গানে গানে।


আঁধার রাতের কালোর মাঝে, চাঁদের রূপে আসে সে যে
ফিসফিসিয়ে আমার কানে, কি কথা কয় জ্যোৎস্না রূপে;
মোমবাতিতে হাওয়ার দোলা, মোমের নিচে ছায়ার খেলা
বাতাস এসে কানে কানে, কি কথা কয় ঝড়ের রূপে।


আকাশ বাতাস চারিদিকে, কে কথা কয় মনের ভেতর
কে কথা কয় গানে গানে, সকাল সাঁঝে কানের ভেতর
পারি না বুঝতে চারিদিকে, সবাই মিলে কি কথা কয়
পাই না শুনতে চারিদিকে, গুনগুনানি কে কথা কয়।


শুনতে চাই না অন্য কথা, চারিদিকের এত ব্যথা
এত কথার গানে গানে, শুনব না আর গুনগুনানি
শুনব বলে তোমার মুখে, ভালোবাসার একটি কথা
কান পেতে যে বসে আছি, একটি একটি প্রহর গুনি।

স্মৃতিতে সেই জ্যোৎস্না-রাত


স্মৃতিতে সেই জ্যোৎস্না-রাত

আজ পূর্ণিমা, আজ ভরা জ্যোৎস্না
তোমার কথা বড্ড মনে পড়ছে
বড্ড মনে পড়ছে সেই এক, সেদিনের জ্যোৎস্না রাতের কথা
তুমি আর আমি মিলে কাটিয়েছিলেম কয়েকটি দিনের সুখের সময়
সাগরের বেলাভূমিতে একা একা, ছোট্ট এক বাঁশের কুঁড়ে ঘরে
বড্ড সুখের সময় ছিল সেদিনগুলি আমার জীবনে
তোমাকে পেয়ে, তোমাকে নিয়ে।

সারি সারি ঢেউগুলো আছড়ে পড়ছে আজো সমুদ্রের বেলাভূমিতে
আছড়ে পড়ছে সারি সারি স্মৃতিগুলোও আমার নিউরনের কোষের ভাঁজে ভাঁজে
সব সুখের স্মৃতিগুলো, তোমার আর আমার সুখের দিনগুলো
কাটিয়েছিলেম যে দিনগুলো তোমাকে নিয়ে
সাগরের বেলাভূমি পারে
নির্জন সৈকতের ধারে।

সারা দিন ধরে তুমি ছেলেমানুষের মত দৌড়ে দৌড়ে ঝিনুক কুঁড়াতে
জমিয়ে রাখতে একটি একটি করে আমাকে পাহারায় বসিয়ে
সাগর তীরে
নারিকেল গাছের চিরল পাতার ফাঁক গলে রাতের বেলা চুইয়ে পড়ত ভরা জ্যোৎস্না
আর আধো অন্ধকার, আধো জ্যোৎস্না আলোয় মালা গাঁথতে একটি একটি করে
আমার কোলে শুয়ে, খুনসুটি করতে করতে
আমি চেয়ে চেয়ে দেখতাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী এক পরীকে
চান্নি পসর সেইসব রাতে, জ্যোৎস্না গায়ে মেখে আরো মায়াবতী হয়ে উঠতে
আমার চোখে, মদিরও সে রাতগুলোতে তোমায় জড়িয়ে ধরতাম
বড্ড দুষ্ট ছিলে তুমি,
আদর করতে গেলে দৌড়ে পালাতে সাগর জলে
রাতের বেলায় কতবার ভিজিয়েছ আমায় লবণ জলে দৌড়ে নেমে;
সেটাই তোমার সবচেয়ে প্রিয় খেলা ছিল সেদিনগুলোর তরে।

ছোট্ট একটা কাঠের কুঁড়েঘর ভাড়া করেছিলেম রাত কাটাব বলে
সাগর পারে, বাঁধতে চেয়েছিলেম সুখের নীড় তোমায় সঙ্গে করে
সেখানে শুধুই আমাদের ব্যাগগুলো পড়ে থাকত সারাটি রাত ধরে একা একা
আর তুমি সারা রাত্রি ছুটে বেড়াতে জ্যোৎস্না মাখার ছলে
গা ভিজিয়ে সাগরের লবণ জলে
ছুটে আসতে একটু পর পর আমার গা ঘেঁসে বসে
আমার গা থেকে ওম নিয়ে কাপড় শুকানোর ছলে
সে দিনগুলোর কথা বড্ড মনে পড়ে।

আরেকটি যদি জীবন পেতাম তবে চিরকাল রয়ে যেতাম আমি
সাগর তীরের সেই কুঁড়েঘরে
তোমাকেই সাথী করে, চিরকালের তরে
ঘৃণা করি আমি শহুরে সভ্যতাকে সেদিন থেকে
যেদিন কেড়ে নিয়েছিল তোমাকে আমা হতে চিরকালের তরে।


625479_182830295184238_1423425876_n