পোষা পাখি ...
আজ তুই উড়ে গিয়ে
করলি কিযে ভুল
বুঝবি তুই বুঝবি ,
যখন তোর পাশে
রইবে না কেউ
আমার মত করে ।
আদর করে ডাকবে না কেউ
আমার মত করে ,
”খাসনা কেন তুই ”
আদর করে বলবে না কেউ
আমার মত করে ।
পোষ মানাতে তোকে
গড়েছিলাম তোরি সাথে
বন্ধুত্বে বাঁধন ,
আজ তুই উড়ে গিয়ে
ভাঙ্গলি যে ,
বন্ধুত্বের সেই বাঁধন ।
তোর জন্য মায়া ভরা
আমার এ মন কাঁদে ,
কেমন করে থাকবি তুই
আমায় একা ফেলে ।
কেটে যাওয়া দিনগুলো কি
পড়লো না তোর মনে ,
আজ তুই তাকালিনা পিছু ফিরে
উড়ে গেলি সুযোগ পেয়ে ,
আমার খাঁচা ভেঙ্গে ।
পোষমানা পাখি চাই আমি
ধরেছিলাম বায়না বাবা কাছে ,
তাই তকে এনেছিল বাবা
বাজার থেকে কিনে ,
আজ তুই উড়ে গিয়ে
আঘাত দিলি আমার এ মনে,
আর কোন পাখি চাই না
আমি পোষমানাতে ।।
করলি কিযে ভুল
বুঝবি তুই বুঝবি ,
যখন তোর পাশে
রইবে না কেউ
আমার মত করে ।
আদর করে ডাকবে না কেউ
আমার মত করে ,
”খাসনা কেন তুই ”
আদর করে বলবে না কেউ
আমার মত করে ।
পোষ মানাতে তোকে
গড়েছিলাম তোরি সাথে
বন্ধুত্বে বাঁধন ,
আজ তুই উড়ে গিয়ে
ভাঙ্গলি যে ,
বন্ধুত্বের সেই বাঁধন ।
তোর জন্য মায়া ভরা
আমার এ মন কাঁদে ,
কেমন করে থাকবি তুই
আমায় একা ফেলে ।
কেটে যাওয়া দিনগুলো কি
পড়লো না তোর মনে ,
আজ তুই তাকালিনা পিছু ফিরে
উড়ে গেলি সুযোগ পেয়ে ,
আমার খাঁচা ভেঙ্গে ।
পোষমানা পাখি চাই আমি
ধরেছিলাম বায়না বাবা কাছে ,
তাই তকে এনেছিল বাবা
বাজার থেকে কিনে ,
আজ তুই উড়ে গিয়ে
আঘাত দিলি আমার এ মনে,
আর কোন পাখি চাই না
আমি পোষমানাতে ।।