প্রথম প্রেম তোমায় আজও
দিনের আলোয় স্বপ্ন দেখি
স্বপ্নিল চোখে অতীত খুড়ি,
অতীত খুড়তে খুড়তে হটাত
চোখ পড়ে ডায়রির পাতায়,
তাতে দেখি কবিতাদের অভিমান।
স্বপ্নিল চোখে অতীত খুড়ি,
অতীত খুড়তে খুড়তে হটাত
চোখ পড়ে ডায়রির পাতায়,
তাতে দেখি কবিতাদের অভিমান।
আরও কিছু পাতা উল্টে দেখি
এক গুচ্ছ শুকনো গোলাপের পাপড়ি
আর তার নিচে তোমার মুখচ্ছবি।
প্রথম প্রেম তোমায় আজও ভুলি
নি। তোমার হাতের কোমল স্পর্শ
আর নখের আঁচড় গুলি গা থেকে
মুছে গেলেও, মনের মাঝে আজও
দেখি তাদের নিত্য আনাগোনা। প্রথম
নি। তোমার হাতের কোমল স্পর্শ
আর নখের আঁচড় গুলি গা থেকে
মুছে গেলেও, মনের মাঝে আজও
দেখি তাদের নিত্য আনাগোনা। প্রথম
প্রেম বুঝি এমনি হয় যা সহজে যায়
না ভোলা। সুমাইতা, তোমার
মনেও কি জাগে এমন স্মৃতি কথা?
না ভোলা। সুমাইতা, তোমার
মনেও কি জাগে এমন স্মৃতি কথা?