বাতাস এসে লুকালো তোমার চুলে
সারি সারি গাছেদের কাছ থেকে তারা
নিয়ে এসেছিলো অজস্র কথা
তাদের অব্যক্ততার ভার ঘুর্ণায়নমান প্রপেলার হয়ে
উড়াউড়ি করে অরণ্যের গোলকধাঁধার মতো তোমার চুলে
একে অন্যের গায়ে লেপ্টালেপ্টি করে, আবার বিশ্লিষ্ট হয়ে
তারা ভুলে যাচ্ছে সে গোপন বার্তা
খেই হারালো, দিগভ্রান্ত; ক্রমশ একলা
স্তম্ভিত, হতবিহ্বল; কী কথা, ওগো চুল, কী কথা?
আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
দুপুরের বারান্দা
দুপুরের বারান্দা
..................
..................
মনে হলো এক্ষুনি হলুদ স্কার্ট পড়ে বারান্দায় আসবে তুমি;
টবে ফুটে থাকা ফুলগুলি উপেক্ষা করে
হবে উদাস; এমন-ই দুপুরবেলা বইবে বাতাস ...
কি যেন নাই, কেন যেন নাই ...
এইরকম ভাবনায়, না-থাকাটাই পড়ে আছে, বারান্দা জুড়ে
আমি ভাবছি, হলুদ র্স্কাট পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছো তুমি!
রিকশা করে যাচ্ছে মা ও মেয়ে
একটা খালি রিকশা, তারপর
ঘণ্টা বাজাচ্ছে, কে যাবে, কে যাবে ...
ত্রস্ত শূণ্যতা বসে নড়েচড়ে
আইসক্রিমওয়ালা ... চলে যাচ্ছে গাড়িগুলা
কে যাবে, কে যাবে ...
মন্থর মন আমার দুপুরের রোদে
চা’এর দোকানের ছোট্ট ছেলেটাকে দেখে;
নিরব বারান্দার নিচে কথা বলে যাচ্ছে যারা
টেনে নিয়ে গেলো তারা আমাকে তাদের দলে
কথায় কথায় আমি ফেলে যাই তাকে,
কথার শূণ্যতায় ... হলুদ র্স্কাট-পড়া একটা মেয়ে
বারান্দায় জড়োসড়ো দাঁড়িয়েই থাকে ...
টবে ফুটে থাকা ফুলগুলি উপেক্ষা করে
হবে উদাস; এমন-ই দুপুরবেলা বইবে বাতাস ...
কি যেন নাই, কেন যেন নাই ...
এইরকম ভাবনায়, না-থাকাটাই পড়ে আছে, বারান্দা জুড়ে
আমি ভাবছি, হলুদ র্স্কাট পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছো তুমি!
রিকশা করে যাচ্ছে মা ও মেয়ে
একটা খালি রিকশা, তারপর
ঘণ্টা বাজাচ্ছে, কে যাবে, কে যাবে ...
ত্রস্ত শূণ্যতা বসে নড়েচড়ে
আইসক্রিমওয়ালা ... চলে যাচ্ছে গাড়িগুলা
কে যাবে, কে যাবে ...
মন্থর মন আমার দুপুরের রোদে
চা’এর দোকানের ছোট্ট ছেলেটাকে দেখে;
নিরব বারান্দার নিচে কথা বলে যাচ্ছে যারা
টেনে নিয়ে গেলো তারা আমাকে তাদের দলে
কথায় কথায় আমি ফেলে যাই তাকে,
কথার শূণ্যতায় ... হলুদ র্স্কাট-পড়া একটা মেয়ে
বারান্দায় জড়োসড়ো দাঁড়িয়েই থাকে ...
যেন আমি
যেন আমি
...........
আমার পালানোর পথে তুমি কাঁটা বিছায়ে রাখো
প্রতিদিন পালিয়ে যাওয়ার কথা মনে আসলেই
যেন সেই কাঁটাগুলির কথা ভাবি,
আমার পা রক্তাক্ত হয়া ওঠে
ভাবনা আর আগায় না ...
তোমার ভাবনার কথাগুলি যেন আমি কাঁটা দিয়া তুলে ফেলি।
ভুতু-মন...........
ভুতু-মন.........
যে কল্পনাগুলি মৃত, যারা ভুত হয়ে গেছে
আর মনুষ্যজন্ম পাবে না বলে যাদের
হাহাকার নাই। ভুতজন্মে স্থিত
মেনে নিয়েছে ভাগ্যলিপি
পতন ও বিহ্বলতা তাদের
আর উৎকণ্ঠিত নয় - তেমনই
স্থির হয়ে যেতে চায় মন।
পূর্বস্থিত বেদনা যেন অপহৃত হয়েছে
এমনই সুস্থিতি চেয়ে
মৌন; চাইছে এই প্রণতিটুকু
পার্শ্ব-চরিত্রের।
যেন প্রতিসরণে বেঁকে গেলে বাক্য
তার অবলোকনে
আর হয়রানি না হয়।
উপরন্তু, মাছ-গন্ধের লোভে
জৈষ্ঠ্যের রাত্তিরে
যদি জেগে থাকে কেউ
নিরাপদে তার ঘাড়ও মটকাতে
পারবে সে, কৌশলে।
এই নিশ্চিতিটুকু উপরি পাওনার মতো
সুগন্ধি ছড়ায় ।
ভুত-জন্মে আগ্রহী মন
আজ পুলকিত, এই ভেবে।
হা রে রে রে রে
ভুতুম ভুতুম মন রে আমার
ভুত হতে যে চায় রে
বুধবার, ৮ আগস্ট, ২০১২
মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২
বন্ধু হও যদি ...
বন্ধু হও যদি ...
অগাষ্ট ০৭, ২০১২ |
যদি বন্ধু হও যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে ,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত ।
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে ,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত ।
সবার রঙে মিশলে রঙ
সুরে মিললে সুর,
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বুঝো তোমার আমার নেই তফাত কোনও ।
সুরে মিললে সুর,
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বুঝো তোমার আমার নেই তফাত কোনও ।
কেন বন্ধ ঘরে একই অন্ধকার
সব জানালা খুলো আলো আসতে দাও,
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক
ছুটুক পাল তুলে স্বপ্নরা ।
ফুরিয়ে যাবে সব যখন
শেষ হবে এই জীবন,
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ,
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)