ফেসবুক কাব্য
১.
আমার হিংসুটে ভালোবাসা। ভালো থাকিস।
অকারণে জল ফেলিস। পারলে মুছে নিস আঁচল দিয়ে। বন্ধি করিস আমার আবেগ। বশ করে নিস অনুভূতি। বিচরণ করিস মনেরও বাতায়নে……তুমুল চেষ্টায় সারাতে না পারলে উঁকি দেবো হৃদয়ের টানে।
২.
মিনতি করি সব ভুল আমারই ছিল। সব বিনয় সব আবেগ সব জয় আমারই ছিল। ভুল ছিল সব আমার স্বীকার করে নিচ্ছি। এসবের শুধু অর্থবোধক মান আছে কিন্তু সম্মান নেই এই পৃথিবীতে। নিজেকেই নিজে ধিক্কার দেই। মাথা তুলে দাঁড়াবার প্রাণপণ চেষ্টা করি।
৩.
এখনও অস্থির না কেন?
শ্রাবণ এসে দু’দিন অতিক্রম করেছে। আষাঢ় অতিবাহিত হল। টেরই পেলাম না। বর্ষায় যদি আবেগ জমাট না বাঁধে মনে। তাহলে কিসের বৃষ্টি আর মেঘ। বর্ষায় যদি নীল আঁচল সুভাস না ছড়ায় । বিচ্ছিরি মেঘের দল আর বিরক্তিকর বৃষ্টির জল। আবেগে সবুজ পাতার এক ফুটো জলও হয়ে যায় রঙ্গিন প্রজাপতি। আর জলে সিক্ত তুমি হও জীবনের ক্যানভাস।
আমার হিংসুটে ভালোবাসা। ভালো থাকিস।
অকারণে জল ফেলিস। পারলে মুছে নিস আঁচল দিয়ে। বন্ধি করিস আমার আবেগ। বশ করে নিস অনুভূতি। বিচরণ করিস মনেরও বাতায়নে……তুমুল চেষ্টায় সারাতে না পারলে উঁকি দেবো হৃদয়ের টানে।
২.
মিনতি করি সব ভুল আমারই ছিল। সব বিনয় সব আবেগ সব জয় আমারই ছিল। ভুল ছিল সব আমার স্বীকার করে নিচ্ছি। এসবের শুধু অর্থবোধক মান আছে কিন্তু সম্মান নেই এই পৃথিবীতে। নিজেকেই নিজে ধিক্কার দেই। মাথা তুলে দাঁড়াবার প্রাণপণ চেষ্টা করি।
৩.
এখনও অস্থির না কেন?
শ্রাবণ এসে দু’দিন অতিক্রম করেছে। আষাঢ় অতিবাহিত হল। টেরই পেলাম না। বর্ষায় যদি আবেগ জমাট না বাঁধে মনে। তাহলে কিসের বৃষ্টি আর মেঘ। বর্ষায় যদি নীল আঁচল সুভাস না ছড়ায় । বিচ্ছিরি মেঘের দল আর বিরক্তিকর বৃষ্টির জল। আবেগে সবুজ পাতার এক ফুটো জলও হয়ে যায় রঙ্গিন প্রজাপতি। আর জলে সিক্ত তুমি হও জীবনের ক্যানভাস।