মেঘমালার অশ্রু
কোন এক সারা দিন ভরে আকাশটা
ছেয়ে থাকে কালো মেঘে
ক্ষণে ক্ষণে দু এক পশলা বৃষ্টি,
ক্ষণে ক্ষণে হিম হাওয়া বয়ে যায়
সারাদিন গুমোট আবহাওয়ার মাঝেও
হয়তো রাতভর বৃষ্টি ঝরে পরে
ঠিক তখনই তোমাকে মনে পড়ে।
কোথা থেকে জানি ভালোবাসার
এক হাওয়ার ঠাণ্ডা ঝাপটা পাঠিয়ে দাও
বুকের ভেতরের আগুনটাকে আরও উসকে দিতে
তবু ধরা দাও না আমার হয়ে
কি সুখ পাও তুমি
বৃষ্টির কান্নার মত হৃদয়ের অশ্রুগুলো ঝরিয়ে।