সুন্দর পাত্রী আমি বরযাত্রী
আজ গিয়েছিলাম বরযাত্রী,
ফিরতে হয়ে গেল রাত্রী।
অপরুপ সুন্দরী দেখতে পাত্রী,
বর্তমানে সে কলেজের নেত্রী।
এখন মনিটরের সামনে বসে,
ভাবছি কি লিখবো অংক কষে।
কোনটা লিখবো আগের অংশে,
কোনটা লিখবো সবার শেষে।
তাহলে শুরু করি এভাবে,
যাত্রা শুরু করলাম কি ভাবে।
অনেক বরযাত্রী গাড়ির অভাবে,
কষ্ট করে পৌঁছালো কোনভাবে!
শুরু হলো আপ্যায়নের পর্ব,
বরযাত্রী হিসেবে করছি গর্ব।
কোনটা খাবো কি করবো,
সব গুলো এক সঙ্গে ধরবো?
বিয়ে পড়াতে আসলো কাজী,
কনে হলো সহজেই রাজি।
উকিল হলো রহিম বাবাজি,
সংসার শুরু হলো আজি।
বাড়িতে ফিরে আসলো বর,
ফুলে সাজানো বাসর ঘর।
আপন হয়েও এখন পর,
সুখে থাকো জীবনভর।
ফিরতে হয়ে গেল রাত্রী।
অপরুপ সুন্দরী দেখতে পাত্রী,
বর্তমানে সে কলেজের নেত্রী।
এখন মনিটরের সামনে বসে,
ভাবছি কি লিখবো অংক কষে।
কোনটা লিখবো আগের অংশে,
কোনটা লিখবো সবার শেষে।
তাহলে শুরু করি এভাবে,
যাত্রা শুরু করলাম কি ভাবে।
অনেক বরযাত্রী গাড়ির অভাবে,
কষ্ট করে পৌঁছালো কোনভাবে!
শুরু হলো আপ্যায়নের পর্ব,
বরযাত্রী হিসেবে করছি গর্ব।
কোনটা খাবো কি করবো,
সব গুলো এক সঙ্গে ধরবো?
বিয়ে পড়াতে আসলো কাজী,
কনে হলো সহজেই রাজি।
উকিল হলো রহিম বাবাজি,
সংসার শুরু হলো আজি।
বাড়িতে ফিরে আসলো বর,
ফুলে সাজানো বাসর ঘর।
আপন হয়েও এখন পর,
সুখে থাকো জীবনভর।