কিস মি ম্যাম (১)
এই শহরে কুনো এক প্রহরে
জমেছিল মেঘের আসর
এসো এসো ফাগুনে ফাগুনে
গাঁয়ের কিশোরী ভাঙা ভাঙা
গলায় কুনো এক বিকেলে
ভিড়েছিল ব্রাহ্মণ পাড়ায়
সান্ধ্য আলোও বুঝি
এই গলিতে বড় বেশি বেমানান
কুকুরের ডাকের সাথে
কি যেনও এক মিতালি
এই গলির মেয়েদের রঙে
ভিন গাঁয়ের তুলোতুলো মেঘ
হাসছে কিবা গাইছে
রবিন্দ্র সঙ্গিত
আমরা যারা মিছিলে যেতাম
মানব কিংবা মানবির দুঃখ প্রেমে
কাঁটা কাঁটা চুরির টানে
আধো আলোয় কি যেনও ফিস ফিস
এ মেয়ে কি হবে
আমাদের
এ মেয়ে গলায় পড়বে কি
মাতাল সমগিত
মিছিলে ছিল বুঝি
শেফালি, কামিনি, রহিমা
কিংবা মরিয়ম, আলভী
আছে পাঁচ নামি প্রসাধনি
আর তাদের নামি নামি
রঙ শিল্পী
কালো কে আলো
আলোকে কালো
করে দিবে একদিন
লজ্জাবতী লাজুক গলে
কিংবা ঢলে যায়
এই পাড়ায়
তার পরের পরের গলি
জমেছিল মেঘের আসর
এসো এসো ফাগুনে ফাগুনে
গাঁয়ের কিশোরী ভাঙা ভাঙা
গলায় কুনো এক বিকেলে
ভিড়েছিল ব্রাহ্মণ পাড়ায়
সান্ধ্য আলোও বুঝি
এই গলিতে বড় বেশি বেমানান
কুকুরের ডাকের সাথে
কি যেনও এক মিতালি
এই গলির মেয়েদের রঙে
ভিন গাঁয়ের তুলোতুলো মেঘ
হাসছে কিবা গাইছে
রবিন্দ্র সঙ্গিত
আমরা যারা মিছিলে যেতাম
মানব কিংবা মানবির দুঃখ প্রেমে
কাঁটা কাঁটা চুরির টানে
আধো আলোয় কি যেনও ফিস ফিস
এ মেয়ে কি হবে
আমাদের
এ মেয়ে গলায় পড়বে কি
মাতাল সমগিত
মিছিলে ছিল বুঝি
শেফালি, কামিনি, রহিমা
কিংবা মরিয়ম, আলভী
আছে পাঁচ নামি প্রসাধনি
আর তাদের নামি নামি
রঙ শিল্পী
কালো কে আলো
আলোকে কালো
করে দিবে একদিন
লজ্জাবতী লাজুক গলে
কিংবা ঢলে যায়
এই পাড়ায়
তার পরের পরের গলি