অবুঝ
বদ অভ্যাস আজও দেখি
অর্থ যদি জোটে,
লাভ কি হবে কেউ জানি না ?
নাচছে দেখি সবে।
মিথ্যাবাদী রাগ করিনি
তর্কে দশেমুখে, অর্থ যদি জোটে,
হেসে খেলে বছর ভরে
মিথ্যে, পাজি, মুখপোড়া সবাই মিলে বলে।
আশায় আশায় সব কাজেতে
"যদি" র আশায় বসে,
চুল চিরে সব উল্টে যাবে
বয়স ভাটার স্রোতে।
কথায় কথায় মারব ঘুষি
এখন লাইনে,
সময় এলে শান্ত হবে
সহজ কথায় বলে।
অর্থ যদি জোটে,
লাভ কি হবে কেউ জানি না ?
নাচছে দেখি সবে।
মিথ্যাবাদী রাগ করিনি
তর্কে দশেমুখে, অর্থ যদি জোটে,
হেসে খেলে বছর ভরে
মিথ্যে, পাজি, মুখপোড়া সবাই মিলে বলে।
আশায় আশায় সব কাজেতে
"যদি" র আশায় বসে,
চুল চিরে সব উল্টে যাবে
বয়স ভাটার স্রোতে।
কথায় কথায় মারব ঘুষি
এখন লাইনে,
সময় এলে শান্ত হবে
সহজ কথায় বলে।