[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

তুমি অমানুষ..


তুমি অমানুষ

 আবার এসো,
 আমাকে জ্বালাতে
 

আবার এসো,
 আমাকে কাঁদাতে


আবার এসো,
 আমাকে কষ্ট দিতে


আবার এসো,
 আমাকে একা রেখে যেতে


আবার এসো,
 মন ভেঙ্গে দিতে


আবার এসো,
 স্বপ্ন গুলো মুছে দিতে


কারন যে তোমাকে ভালবাসে
 সেই সব অসহায় - বঞ্ছিত মানুষের জীবন আর
 হৃদয় নিয়ে খেলাতেই তোমার আনন্দ।
 তুমি নিষ্ঠুর, তুমি প্রতারক, তুমি অমানুষ।
 তুমি মা-বাবার যত্নে - আদরে গড়া কু -সন্তান।
 তুমি সুস্থ সমাজ আর সুস্থ জীবন নিয়ে চলার অযোগ্য।
 তোমাকে নিয়ে গর্ব করার এ জগত সংসারে কেউ নেই।
 ধিক তোমায় ধিক। তোমার জন্ম বৃথা - কর্ম বৃথা।

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

আঙ্গুল জানে ভাঁজের নিয়ম


আঙ্গুল জানে ভাঁজের নিয়ম

জানালার পর্দাতে অন্ধকার দুলে ওঠে
ল্যাম্পপোস্টের আলোয় জোনাকীর আনাগোনা;
বিছানারা ডাক দেয় আয় আয়
তারপর; শুধু লেনাদেনা।


রাত্রির গায়ে আরেকটু গাঢ়তা আঁকে মেঘ
আমার আঙ্গুল জানে ভাঁজের নিয়ম
তোমার লুলিত নদী দিলে ইশারা
ধ্যান ভাঙ্গে তার জলের রসম।


তুমিই প্রাণের কুটুম ভাঁজের কসম!

razz 3


তোমার অণুচক্রিকায় আমার অণুচক্রিকা



তোমার অণুচক্রিকায় আমার অণুচক্রিকা

কখনো আমি কখনো বা তুমি
এক হয়ে মিশে যাই অলৌকিক সহবাসে।



তোমার সর্বাঙ্গে বহমান হয়ে,
প্রতিটি নিঃশ্বাসে এঁকে দেই কালের চিহ্ন
সূর্যাস্তের বিনীত প্রস্থানে।

তোমার অণুচক্রিকায় আমার অণুচক্রিকা,
তোমার লোহিত কণায় আমার লোহিত কণা
মিশে একাকার হলে, তোমাকে ভেঙ্গে গড়ি
আগামি সুখদ।

তুমি সলজ্জ্ব চোখে আরো বেশি ছুঁয়ে দিলে
দেখি ভোরের শিশির চেয়ে অপলক
বিনম্র লাজে করে মাখামাখি সবুজ পত্রে;
পল্লবে
এভাবে প্রেমের প্রতিমা গড়ি
কি দ্বিধায় লাজে; আমাদের অলৌকিক সহবাসে।

তুমি থাকবে চিরদিন ...


তুমি থাকবে চিরদিন

দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ
রাশি রাশি সোনালী ফসলের মাঠ
প্রকৃতির এই স্বপ্নিল রূপ,
মনে করিয়ে দেয় তোমাকে।


গাছে গাছে পাখির আনাগোনা
পাখির কলতানে মুখরিত চারিপাশ
প্রকৃতির এই মন মাতানো সুর,
মনে করিয়ে দেয় তোমাকে।


আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
হঠাৎ ঝরে পরা বারিধারা
শান্তির পরশ বুলিয়ে দিয়ে যায়,
আর মনে করিয়ে দিয়ে যায় তোমাকে।


পৃথিবীতে থাকবে যতদিন
প্রকৃতির এই স্বপ্নিল রূপ, মন মাতানো সুর,

আর শান্তির পরশ বুলানো বারিধারা
ততদিন তুমি থাকবে আমার হৃদয়ের গহীনে,
তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে চিরদিন।

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

তোমার ছোঁয়ায় ঘুম-পরী


তোমার ছোঁয়ায় ঘুম-পরী



আজকাল কেমন জানি হয়ে যাচ্ছি
বোধ বুদ্ধিগুলো ঠিকমত কাজ করে না সবসময়
কেমন এক ঘোর পাওয়া মানুষের মত দিন কাটাচ্ছি
কেন তা নিজেও জানি না।


আজকাল আর কিছুই ভালো লাগে না আমার
অস্থির এক সময়ের কারাগারে বন্দী হয়ে করে যাচ্ছি বসবাস
কোথা দিয়ে দিন আসে কোথা দিয়ে কেটে যায় রাত
নিজেই তা বুঝতে পারি না।


ঘুম পরী এখন আর আমার চোখে এসে বসে না
একটি, দুটি, তিনটি, মাঝে মাঝে লিমিট ক্রস করে পাঁচটি ঘুমের বড়ি
খেয়ে যাচ্ছি রাতের পর রাত, ঘুম নামক সোনার হরিণের ছোঁয়া পেতে
হায়, সে যে কেন আমার কাছে ধরা দেয় না বুঝতে পারি না।


সকাল বেলা অসম্ভব ক্লান্তিতে বিছানা ছাড়ি মাঝে মাঝে
ঘুমের বড়ির নেশায় নেশাচ্ছন্ন হয়ে, সব কিছু কেমন যেন ধোঁয়া ধোঁয়া লাগে
তবুও উঠতে হয় মাঝে মাঝে, অফিসের খাতিরে; জীবন তো কাটাতে হবে,
পেটে ভাত যোগাতে, সংসার চালাতে; আমায় খাদ্য দেবে কে?

মাঝে মাঝে আর পারি না, যখন ঘুমের বড়িগুলো অবশ করে আনে
আমার চেতনাকে, স্বপ্ন-হীন এক নীদের দেশে পাঠিয়ে দিয়ে
ঔষধগুলোরও তো একটা নিজস্ব শক্তি আছে! যা আমার মধ্যে নেই
তোমাকে হারানোর পরে, তুমি অন্যদেশে পাড়ি জমানোর পর থেকে।



তবে কি আমার বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব?
দুজনার দুই ভুবনে বাস, শুধু কোন একদিন তোমাকে পাওয়ার অভিলাষ
যখন তোমার হয় দিন তখন আমার হয় রাত
কিংবা আমার যখন দিন তোমার তখন রাত।


আচ্ছা ঘুম-পরীরা কি আবার আমার চোখে নেমে আসবে কোনদিন?
রঙিন সব স্বপ্নগুলোকে সাথী করে, আমায় নীদের দেশে নিয়ে যাবে;
যখন তুমি পাশে এসে বসে আমার মাথায় হাত রাখবে
আমার চোখের পাতায় আঙ্গুল ছুঁয়ে ঘুম পাড়িয়ে দেবে
আমার বড্ড জানতে ইচ্ছে করে।


ghoom