একটি স্বপ্ন দেখতে চাই.....
আকাশ মেঘলা,
যেন নীলিমার গায়ে ধুলো ময়লা জমে আছে ।
যেন নীলিমার গায়ে ধুলো ময়লা জমে আছে ।
থমথমে চারপাশ,
যেন কথাও একটি খুনের দায়ে,
অবনত হয়ে আছে প্রকৃতি ।
যেন কথাও একটি খুনের দায়ে,
অবনত হয়ে আছে প্রকৃতি ।
বেলা শুরু,
অথচ, কেমন যেন পাল্টে গেছে সময়টা,
ঘড়ির কাঁটা তার দিকরেখা ভুলে গেছে ।
আমি একটি সময় চাই,
একটি সুন্দর সকাল চাই,
প্রকৃতির কোলাহল চাই,
আকাশের নীল চাই ।
এবার, আমি একটি স্বপ্ন দেখতে চাই ।
অথচ, কেমন যেন পাল্টে গেছে সময়টা,
ঘড়ির কাঁটা তার দিকরেখা ভুলে গেছে ।
আমি একটি সময় চাই,
একটি সুন্দর সকাল চাই,
প্রকৃতির কোলাহল চাই,
আকাশের নীল চাই ।
এবার, আমি একটি স্বপ্ন দেখতে চাই ।
*********************** হাসনাত***************