জীবন
জীবন মানে যুদ্ধ
গোলা বারুদ আর মিসাইলের শব্দ
ধোঁয়াটে আকাশ তামাটে নক্ষত্র
জীবন মানে
শিশির ভেজা স্নিগ্ধ ভালবাসা
সুখের হাত চানি
নতুন সূর্য উদয়
জীবন মানে
হাতে হাত রেখে দূর বহু দূর
ভালো লাগা মন্দ লাগা
জীবন মানে
জীবনের পাওয়া না পাওয়া
হিসাবের খাতা
জীবন মানে
সমুদ্র সৈকতে ভেসে আসা ঢেউ
ফিরে না পাওয়ার বেদনা
জীবন মানে স্মৃতি
ফেলে আসা শৈশব
নাটাইয়ের সুতায় আকাশে উড়া
জীবন মানে
ডাষ্ঠবিনের এক টুকর রুটি
ক্ষুধাতুর মানুষের যন্ত্রণা
জীনব মানে
বসন্তের পড়ন্ত বিকালে
কিশোর কিশোরীর উচ্ছাস
জীবন মানে
শিল্পির ক্যানভাসে রংয়ের ছড়াছড়ি
জীবনের বহির প্রকাশ।
গোলা বারুদ আর মিসাইলের শব্দ
ধোঁয়াটে আকাশ তামাটে নক্ষত্র
জীবন মানে
শিশির ভেজা স্নিগ্ধ ভালবাসা
সুখের হাত চানি
নতুন সূর্য উদয়
জীবন মানে
হাতে হাত রেখে দূর বহু দূর
ভালো লাগা মন্দ লাগা
জীবন মানে
জীবনের পাওয়া না পাওয়া
হিসাবের খাতা
জীবন মানে
সমুদ্র সৈকতে ভেসে আসা ঢেউ
ফিরে না পাওয়ার বেদনা
জীবন মানে স্মৃতি
ফেলে আসা শৈশব
নাটাইয়ের সুতায় আকাশে উড়া
জীবন মানে
ডাষ্ঠবিনের এক টুকর রুটি
ক্ষুধাতুর মানুষের যন্ত্রণা
জীনব মানে
বসন্তের পড়ন্ত বিকালে
কিশোর কিশোরীর উচ্ছাস
জীবন মানে
শিল্পির ক্যানভাসে রংয়ের ছড়াছড়ি
জীবনের বহির প্রকাশ।