আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
হাত বাড়িয়ে আছি
হাত বাড়িয়ে আছি
হাত বাড়িয়ে আছি-
আকাশের নীল উদারতার নীচেঃ
আমাকে অভয় দাও,
বিশ্বাসের সোনালি বৃষ্টি দাও,
স্বপ্নের ঐশ্বর্য দাও !
হাত বাড়িয়ে আছি -
তোমার রূপোলী পথের বাঁকেঃ
আমার হাতে রাখো হাত,
চোখের গভীরে রাখো চোখ,
দেখো -
কতো না গোলাপ ফুটে আছে
এ পুষ্পমনে !
আকাশের নীল উদারতার নীচেঃ
আমাকে অভয় দাও,
বিশ্বাসের সোনালি বৃষ্টি দাও,
স্বপ্নের ঐশ্বর্য দাও !
হাত বাড়িয়ে আছি -
তোমার রূপোলী পথের বাঁকেঃ
আমার হাতে রাখো হাত,
চোখের গভীরে রাখো চোখ,
দেখো -
কতো না গোলাপ ফুটে আছে
এ পুষ্পমনে !
সঙ্গী ছায়া সংগোপনে
সঙ্গী ছায়া সংগোপনে
আমার আকুলতা তোমাকে স্পর্শ করেনি বলে কি
আকাশে চাঁদ উঠবে না,
বৃষ্টিতে সুর ছড়াবে না,
কৃষ্ণচূড়া সলাজ হাসি হাসবে না-?
সে ভয় আমার নেই ।
আমি চাঁদ পেয়েছি,
সুর পেয়েছি,
হাতের মুঠোয় সুখ পেয়েছি,
ভাললাগা ক্ষণ পেয়েছি-!
তোমার তাতে হিংসে কেন ?
খুব তো ভারি অহংকারে চোখ ফিরিয়ে নাও,
সামনে থেকেও যোজন যোজন দূরে থেকে যাও,
তাই না হয় থা্কলে তুমি...
আমার মনের বনভূমি তোমার আলোয়
হাজার রঙে রইলে ফুটে-
ক্ষতি তো নেই ?
মাটি যেমন শরীর জুড়ে বাগান করে
আপনমনেঃ
শোভন- লোভন- চিত্তহরণ !
সূর্য কি তার খবর রাখে ?
আমার সূর্য না হয় তুমি রইলে দূরে,
অচেনার অন্ধকারে চেতনার দীপ জ্বেলে
আমি এক নিঃসঙ্গ পথিক
পৌঁছে যাবোই পথের শেষে ।
তুমি জানতেই পারবে না-
আমাকে সঙ্গ দিয়েছো সারাটি জীবন
ছায়া হয়ে- সঙ্গী হয়ে
সংগোপনে !
আকাশে চাঁদ উঠবে না,
বৃষ্টিতে সুর ছড়াবে না,
কৃষ্ণচূড়া সলাজ হাসি হাসবে না-?
সে ভয় আমার নেই ।
আমি চাঁদ পেয়েছি,
সুর পেয়েছি,
হাতের মুঠোয় সুখ পেয়েছি,
ভাললাগা ক্ষণ পেয়েছি-!
তোমার তাতে হিংসে কেন ?
খুব তো ভারি অহংকারে চোখ ফিরিয়ে নাও,
সামনে থেকেও যোজন যোজন দূরে থেকে যাও,
তাই না হয় থা্কলে তুমি...
আমার মনের বনভূমি তোমার আলোয়
হাজার রঙে রইলে ফুটে-
ক্ষতি তো নেই ?
মাটি যেমন শরীর জুড়ে বাগান করে
আপনমনেঃ
শোভন- লোভন- চিত্তহরণ !
সূর্য কি তার খবর রাখে ?
আমার সূর্য না হয় তুমি রইলে দূরে,
অচেনার অন্ধকারে চেতনার দীপ জ্বেলে
আমি এক নিঃসঙ্গ পথিক
পৌঁছে যাবোই পথের শেষে ।
তুমি জানতেই পারবে না-
আমাকে সঙ্গ দিয়েছো সারাটি জীবন
ছায়া হয়ে- সঙ্গী হয়ে
সংগোপনে !
অবদমন
অবদমন
তার কাছে কি ঠাঁই ছিলো না দেবার মতো,
কিংবা কিছু ভালবাসার নীল যাতনা ?
নয়তো কিছু ঘৃণার অধিক বিবমিষা ?
আমার কেবল অবহেলার তীব্র দহন ,
আয়ুর দীর্ঘ চত্বরে তাই
অপমানের স্মারকচিহ্ন !
ক্ষতের দাগে, কাঁটার খোঁচায়
জীর্ণ আমার সুখ-চেতনা ।
পরাভবের গ্লানি জড়ায় পায়ে পায়ে
ধুলোর মতন,
ভোরের আলোয় কেন ছিলো তার
মৌনব্রত- অবদমন ?
তার কাছে কি কথা ছিলো না বলার মতো.... ?
কিংবা কিছু ভালবাসার নীল যাতনা ?
নয়তো কিছু ঘৃণার অধিক বিবমিষা ?
আমার কেবল অবহেলার তীব্র দহন ,
আয়ুর দীর্ঘ চত্বরে তাই
অপমানের স্মারকচিহ্ন !
ক্ষতের দাগে, কাঁটার খোঁচায়
জীর্ণ আমার সুখ-চেতনা ।
পরাভবের গ্লানি জড়ায় পায়ে পায়ে
ধুলোর মতন,
ভোরের আলোয় কেন ছিলো তার
মৌনব্রত- অবদমন ?
তার কাছে কি কথা ছিলো না বলার মতো.... ?
ঘুমন্ত নারী
ঘুমন্ত নারী
ঘুম ঘুম ঘুম চোখে
ঘুম ভাঙ্গা শহরে
বুক ফাটে চোখ উঠে
বিছিন্ন আঁধারে।
আবছা আলো ঝাপসা চোখে
নতুন কোন সুখ
রাস্তার মাঝে পড়ে থাকি
আহত আমার মুখ।
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো
অপবিএ শরীর
কোথায় গেলে পাবো তারে
হয়েছে সর্বনাশ।
কত কথা মধুরতা
শহরে শত চিহৃ
আঁকা বাঁকা পথে
খুজে নিয়ে ছিলাম সরলতা।
কোমল মনের ব্যাকুলতায়
পড়েছি বসন্তে
দেহ মন শিহরণ
আবারো প্রতিটি ক্ষণ।
প্রয়োজন শেষে পরিত্যক্ত আমি
এই ভালোবাসার শহরে।
ঘুম ভাঙ্গা শহরে
বুক ফাটে চোখ উঠে
বিছিন্ন আঁধারে।
আবছা আলো ঝাপসা চোখে
নতুন কোন সুখ
রাস্তার মাঝে পড়ে থাকি
আহত আমার মুখ।
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো
অপবিএ শরীর
কোথায় গেলে পাবো তারে
হয়েছে সর্বনাশ।
কত কথা মধুরতা
শহরে শত চিহৃ
আঁকা বাঁকা পথে
খুজে নিয়ে ছিলাম সরলতা।
কোমল মনের ব্যাকুলতায়
পড়েছি বসন্তে
দেহ মন শিহরণ
আবারো প্রতিটি ক্ষণ।
প্রয়োজন শেষে পরিত্যক্ত আমি
এই ভালোবাসার শহরে।
বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১২
পরী বানুর গল্প
পরী বানুর গল্প
০৬ সেপ্টেম্বর ২০১২
বাড়ি বাড়ি কাজ করে
পরী বানু নাম
বাচ্চা কাচ্চা আছে দুটো
অভাবের সংসার।
প্রতি মাসে নতুন শাড়ী
করে যে আবদার
রিক্সা চালক জামাই তার
হয় না ভাল আয় রোজগার।
তিন বেলা অন্ন জুটে না
নেই কোন অভিমান
নতুন শাড়ী পেলে পরে
খুশিতে করে স্লান।
কারো থাকে টাকার লোভ
কিংবা বাড়ি গাড়ি
পরী বানুর শাড়ীর লোভ
নিজেকে ভাবে অভাবী।
আনতে গেল নতুন শাড়ী
বাচ্চা কাচ্চা নিয়ে
মানুষের ভিড়ে পিষ্ট হলো
সরদার বাড়ির উঠনে।
পরী বানুর কান্না চোখে
জোড়া লাশের ভারে
পরের বছর পিষ্ট হলো
রিক্সা চালক জামাই।
নতুন বাড়িতে কাজ নিয়েছে
চলছে বিয়ের আমেজ
কনের জন্য আনলো কিনে
লক্ষ টাকার শাড়ী।
সেই শাড়ী পড়তে গিয়ে
পরীর হলো দেরি
বাড়ির মানুষ দেখতে পেয়ে
করলো সবাই চুল ধরাধরি।
পরীর মাথা এদিক ঘেঁষায়
ওদিক ঘেঁষায় রক্ত ছড়াছড়ি
এ্যাম্বুলেন্স ছুটে চলছে
মৃত্যুর ঘোরাঘুরি।
যাবার আগে পরীর মুখে
ছিল খুশির বেগ
লক্ষ টাকার শাড়ী পড়ে
শেষ নিশ্বাস ত্যাগ।
পরী বানু নাম
বাচ্চা কাচ্চা আছে দুটো
অভাবের সংসার।
প্রতি মাসে নতুন শাড়ী
করে যে আবদার
রিক্সা চালক জামাই তার
হয় না ভাল আয় রোজগার।
তিন বেলা অন্ন জুটে না
নেই কোন অভিমান
নতুন শাড়ী পেলে পরে
খুশিতে করে স্লান।
কারো থাকে টাকার লোভ
কিংবা বাড়ি গাড়ি
পরী বানুর শাড়ীর লোভ
নিজেকে ভাবে অভাবী।
আনতে গেল নতুন শাড়ী
বাচ্চা কাচ্চা নিয়ে
মানুষের ভিড়ে পিষ্ট হলো
সরদার বাড়ির উঠনে।
পরী বানুর কান্না চোখে
জোড়া লাশের ভারে
পরের বছর পিষ্ট হলো
রিক্সা চালক জামাই।
নতুন বাড়িতে কাজ নিয়েছে
চলছে বিয়ের আমেজ
কনের জন্য আনলো কিনে
লক্ষ টাকার শাড়ী।
সেই শাড়ী পড়তে গিয়ে
পরীর হলো দেরি
বাড়ির মানুষ দেখতে পেয়ে
করলো সবাই চুল ধরাধরি।
পরীর মাথা এদিক ঘেঁষায়
ওদিক ঘেঁষায় রক্ত ছড়াছড়ি
এ্যাম্বুলেন্স ছুটে চলছে
মৃত্যুর ঘোরাঘুরি।
যাবার আগে পরীর মুখে
ছিল খুশির বেগ
লক্ষ টাকার শাড়ী পড়ে
শেষ নিশ্বাস ত্যাগ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)