[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

”ভাল আছি, খুব ভাল আছি!!”



কিছু মানুষ থাকে যার জন্যে কাঁদতেও সুখ..
কিছু মানুষ হারালে কষ্ট হয়, কিন্তু যত্ন করে

সে কষ্টটা বুকে জমিয়ে রাখতে ভাল লাগে..।
কিছু দীর্ঘশ্বাস আলিঙ্গন করে বাঁচতে ইচ্ছে হয়…
মাঝে মাঝে নিজের কাছে নিজেকে আড়াল করতে হয়. . . .
গলার কাছে বিষাদ আটকে রেখে ভেজা চোখে হাসিমুখে বলতে হয়…..

”ভাল আছি, খুব ভাল আছি!!”

কি পেলাম তোমায় ভালবেসে ?





কি পেলাম তোমায় ভালবেসে ?
সম্পর্কের কয়েকটা Facts :-

1. ছেলেরা যদি কোন মেয়েকে অপমান
করে, এর অর্থ সে তাকে পছন্দ করে ।
2. ৮৯% মেয়েই ছেলেদের কাছ
থেকে প্রথমে প্রপোজ আশা করে ।

3. স্ত্রীরা সেই
মুহূর্তটা ভালবাসে যখন তাদের
...
স্বামীরা তাদেরকে টাই
বেঁধে দিতে কিংবা কোটটা পড়িয়ে দিতে বলে
4. ছেলেরা তাদের পছন্দের
মেয়েকে রাগিয়ে লাল
টুকটুকে চেহারাখানা দেখতে ভালোবাসে !
5. সত্যিকারের বন্ধুরা কখনোই
আপনার বন্ধুত্বের পরীক্ষা নিবে না
6. পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই
আছে যার চোখের জলকে আপনি নিজের
জীবনের চাইতেও বেশী মূল্য দেন.
7. যদি আপনি অন্তর থেকে কাউকে চান,
জেনে রাখুন সেই মানুষটাও
আপনাকে ভেবেই ঘুমুতে যায় ।

ও সে.. sorry


 
কখনোই সেই মেয়ে/ছেলে কে কষ্ট দিবেন না যে,

♡♡ শুধু আপনার সাথে দেখা করার জন্য মাইলের পর মাইল হেটে আসে,

♡♡ সে “sorry” বলে যদি ও সে কিছুই করে নি ,

♡♡ সে অনেক কাঁদে আপনার জন্য ,

♡♡ সে আপনার জন্য এখন ও চিন্তা করে, এবং এখন ও ভালোবাসে ,

...
♡♡ সে এখন ও আপনাকে ফেরত পাবার বিশ্বাস রাখে ,

♡♡ সে যতই কষ্ট আপনার নিকট থেকে পাক আপনাকে তবুও ভালোবাসে ,

♡♡ সে সঠিক হয়া সত্ত্বেও তর্ক করা বন্ধ করে দেয় শুধু মাত্র রিলেশনটা যেনো নষ্ট না হয় ,

♡♡ সে অনবরত আপনাকে খুশী করার চেষ্টা করে এবং আপনাকে সুখী দেখতে চায় ,

♡♡ সে মন খারাপ করে থাকলেও বলে না, কারন সে ভাবে আপনাকে সে বিরক্ত করছে

♡♡ সে আপনাকে ছেড়ে যেতে চায় আপনার খারাপ ব্যাবহার এর জন্য , কিন্তু আফসোস তা সে পারে না

হয়তো আপনি অনুভব ও করতে পারবেন না সে আপনাকে কতটা ভালোবাসে, একটা অনুরোধ রইলো সবার প্রতি, ভালোবাসার প্রতিদান না দেন ঠিক আছে , তবে কষ্ট দিবেন না।

jeona amake fele




Tomar chole jabar bela amar ajo mone pore....
Amar kono kothai shonar shomoy chilona tumar....
Tumi chutechile uddom ek sukh namer bilashitar khoje....
Amar ofuronto valobashao tumake ferate pareni shedin....
Duhaat bariye bolechilam, jeona amake fele !!!!!!

দূর থেকে



দূর থেকে তোমায় দেখি
ডাকিনা,যদি একেবারে হারিয়ে যাও,
দূর থেকে তোমায় ভাবি
প্রকাশ করিনা,যদি ভুল বুঝ,
দূর থেকে তোমায় অনুভব করি
... ... ... স্পর্শ করিনা,যদি মিলিয়ে যাও,
তোমার নিরবতা আমাকে ভাবায়
তোমার সরবতা আমাকে জাগায়,
এসব কিছুই তোমায় স্পর্শ করেনা
হয়তো বা, বুঝেও বুঝনা...♥

আমি জেগে রই



 
মাগো আমার বয়স হইছে
বউটা আমার কই ??

বৃষ্টির দিনে ঘুম আসেনা
একলা জেগে রই ..
...

সঙ্গি ছাড়া ভাল লাগে না
গভির রাতে একলা একা
আমি জেগে রই

বয়স হয়ে যায় লাগামছাড়া
আবেগ কোন বাধ মানে না
উপায় বল কই

মাগো তুমি কেন জিগাও
"তোর ইনকাম কই ? "
সিস্টেমের প্যাচে পইড়া মরি
আমি যামু কই !!!!!