মৌনতা
যখন তুমি আমার হাতের কাছে ছিলে,
তখন তোমার হাতটা ধরিনি আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসন্ঙতা দূর
করিনি তোমার,
আমি রাস্তায় দাড়িয়ে তোমার শুন্য
যখন তুমি আমার হাতের কাছে ছিলে,
তখন তোমার হাতটা ধরিনি আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসন্ঙতা দূর
করিনি তোমার,
আমি রাস্তায় দাড়িয়ে তোমার শুন্য
বারান্দার সাথে কথা বলেছি,
কতবার নিয়েছি তোমার ছাদের
নির্জীব রেলিন্ঙ এর সজীব ছোঁয়া
কতবার হেসেছি টবের ঐ গাছ্গুলোর
সাথে,
ভেসেছি রঙিন ফুল গুলোর সাথে,
তাদের বলেছি , আমার ভালোবাসা
কথা,
অভিমান,আবেগ,উন্মাদনা সবই
বলেছি আমি তাদের,
শুধু বলতে পারিনি আমি তোমায়,
কতবার ভেবেছি ভেঙে ফেলব এই
মৌনতা,
কতবার ভেবেছি, কতবার গিয়েছি ছুটে,
ভেবে আজ বলবোই তোমায়,
পারিনি আমি, ফিরে এসেছি বারবার,
তোমার রেলিঙ আর ফুলগুলোর
ছোঁয়া নিয়ে,
ওদের সাথে আমার সপ্নরাও ছিল,
আমি হয়তো একা ছিলাম না সেদিন,
স্বার্থপর হয়ে ছিলাম সেদিন আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসঙ্গতা দূর
করিনি তোমার,
আজ তুমি চলে গেছ আমার সপ্ন আর
ওদের প্রান নিয়ে,
নিঃসঙ্গতা তাই গ্রাস করেছে আমায়,
আজ অর্ধমৃত আমি
কতবার নিয়েছি তোমার ছাদের
নির্জীব রেলিন্ঙ এর সজীব ছোঁয়া
কতবার হেসেছি টবের ঐ গাছ্গুলোর
সাথে,
ভেসেছি রঙিন ফুল গুলোর সাথে,
তাদের বলেছি , আমার ভালোবাসা
কথা,
অভিমান,আবেগ,উন্মাদনা সবই
বলেছি আমি তাদের,
শুধু বলতে পারিনি আমি তোমায়,
কতবার ভেবেছি ভেঙে ফেলব এই
মৌনতা,
কতবার ভেবেছি, কতবার গিয়েছি ছুটে,
ভেবে আজ বলবোই তোমায়,
পারিনি আমি, ফিরে এসেছি বারবার,
তোমার রেলিঙ আর ফুলগুলোর
ছোঁয়া নিয়ে,
ওদের সাথে আমার সপ্নরাও ছিল,
আমি হয়তো একা ছিলাম না সেদিন,
স্বার্থপর হয়ে ছিলাম সেদিন আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসঙ্গতা দূর
করিনি তোমার,
আজ তুমি চলে গেছ আমার সপ্ন আর
ওদের প্রান নিয়ে,
নিঃসঙ্গতা তাই গ্রাস করেছে আমায়,
আজ অর্ধমৃত আমি