[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

onekdin holo...aro jate hobe..Bohudur




din er din ase....akta diner alo nive abar ar akta din er opekha...kobe ses hobe MA...kotdin dekhi nah ma...chokh ta aj kano jani onek onek vije uthche....aktu kotha bolte icche korche ma...ar to parchi nah.... jano ma ami akta meye ke khub valobashi.... tomake bojhate parbo nah...tobe onek...ki ma..ki bhabcho...bolcho pagol chele...tumi je valobashte jani ta amr che bashi ke jane.... ma amar khub voy hoche ma...onek bashi voy..... ami oke harate parbo nah....karon jani nah...tomake bolte icche korche...aktu phone kori?....nah ...nah korbo nah...tumake or kache niye jabo...jabe ma?.. jani tumi jabe...dekhbe tomar pagol chele kake ato pochondo korlo....jano oke dekhle mone hoy akta chotto pori.....ami ma kintu oke oi naam e i daki.... naam ta sundor nah.... o onek care kore amr...ami jani nah kano kore... tobe mone hoy dujon ei pagol hoye gachi....jak tomar kintu jhamela barlo...du pagol ke samlate hobe...hahaha....ki voy pale...amader kintu akta meye ache..aktu boro hoye gache..kotha bole...sashon kore...abar ador o kore..jano meye ta ke?..tumi....ma tumi valo thako...ami ashobo...dekha hobe ma...

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

ব্যথা যেন নিরবে ঝড়ে


ব্যথা যেন নিরবে ঝড়ে
 

স্মৃতির আঙিনায় খুজঁবে যখন
পাবে আমাকে পাশে তখন
হতে পারিনিই হয়তো সাথী
বুকে ব্যাথা এখনো দিবা রাত্রী
অনেক কথা পড়ে মনে
ব্যথা যেন নিরবে ঝড়ে

চিতার আগুন সারাক্ষণ বুকে
প্রেম করে মরেছি ধুকে ধুকে
এখনোকি মনে পড়ে তোমার
ছিলে সাথী একদিন আমার
হলে তুমি চিরতরে পর


আছ তুমি সুখে যানি থাক প্রতিক্ষণে
এই জীবনে করোনা কভু আমায় তুমি মনে
যখন সুখগুলো আড়াল হবে
কাছের মানুষ পর হবে
কষ্ট গুলো পিছু নেবে
চাঁদের আলো নিভে যাবে
সপ্নগুলো ভেঙ্গে যাবে

তখনো হাত বাড়িয়ে
বলবো আমি
পাশে আছি বন্ধু হয়ে
হাত বাড়ালে পাবে দেখা
এখনো আছি আমি একা
সুখের সন্ধানে টানলে ইতি
ভালবাসার রইলো স্মৃতি

সকাল দুপুর সন্ধ্যা বিকেল তোমায় ভেবেছি

 
সকাল দুপুর সন্ধ্যা বিকেল তোমায় ভেবেছি
 
 
 
তোমার কাছে চেয়েছিলেম
ভালবাসার তাপ
তুমি দিয়ে গেছো আমায়
অগ্নিগিরির ভাপ।


সকাল দুপুর সন্ধ্যা বিকেল
তোমায় ভেবেছি
তার বদলে এক আকাশ
কষ্ট পেয়েছি।

দূরে ছুঁড়ে ফেলে গেছো
দুঃখ তাতে নেই
বদলে যাই নি আমি আজও
আছি আগের সে-ই।


কষ্ট গুলি বুকের ভেতর
দাপাদাপি করে
সেদিন তুমি পাশে ছিলে
আজ গিয়েছ সরে।

ভালবাসার অথৈ জলে
সাঁতরে বেড়াই আমি
খুঁজে বেড়াই এই জগতে
কি সবচে দামি।

মৌনতা

মৌনতা


যখন তুমি আমার হাতের কাছে ছিলে,
তখন তোমার হাতটা ধরিনি আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসন্ঙতা দূর
করিনি তোমার,
আমি রাস্তায় দাড়িয়ে তোমার শুন্য


বারান্দার সাথে কথা বলেছি,
কতবার নিয়েছি তোমার ছাদের
নির্জীব রেলিন্ঙ এর সজীব ছোঁয়া
কতবার হেসেছি টবের ঐ গাছ্গুলোর
সাথে,
ভেসেছি রঙিন ফুল গুলোর সাথে,
তাদের বলেছি , আমার ভালোবাসা
কথা,
অভিমান,আবেগ,উন্মাদনা সবই
বলেছি আমি তাদের,
শুধু বলতে পারিনি আমি তোমায়,
কতবার ভেবেছি ভেঙে ফেলব এই
মৌনতা,
কতবার ভেবেছি, কতবার গিয়েছি ছুটে,
ভেবে আজ বলবোই তোমায়,
পারিনি আমি, ফিরে এসেছি বারবার,
তোমার রেলিঙ আর ফুলগুলোর
ছোঁয়া নিয়ে,
ওদের সাথে আমার সপ্নরাও ছিল,
আমি হয়তো একা ছিলাম না সেদিন,
স্বার্থপর হয়ে ছিলাম সেদিন আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসঙ্গতা দূর
করিনি তোমার,
আজ তুমি চলে গেছ আমার সপ্ন আর
ওদের প্রান নিয়ে,
নিঃসঙ্গতা তাই গ্রাস করেছে আমায়,
আজ অর্ধমৃত আমি

এ আমার নিয়তি


আমি যেন কার আশায় পথ চেয়ে থাকি ।
 যে আর ফিরবেনা চেনা সেই পথ ধরে ।
আমার ভালোবাসা লুট হয়ে গ্যাছে কোন এক শ্রাবনের রাতে ।
সেই রাতের ক্ষত চিহ্ন বয়ে বেড়াই আমি আজীবন ।
এ দায় থেকে আমার মুক্তি নাই ।
 আসলে এ তো আমার দায় নয় ।
এ আমার স্বরচিত বিষাদ সিন্ধু ।
মানুষ কতো সহজেই সবকিছু ভুলে ভালো থাকতে জানে ।
নতুন করে সব গরে নিতে পারে ।
 আমি এ সহজ পথে হাটি না ।
কারন এ আমার নিয়তি ।
ভালোবেসে যে কষ্ট না পেয়েছে, না কেঁদেছে
সে কোনদিন বুঝবেনা ভালোবাসা মানে কি,
সত্যিকার ভালোবাসা আসে কষ্টের হাত ধরে ।

 

চাওনি কখনো কিছু......

 
হয়নি দেয়া তোমায় কোন কিছু.........
যদিও তুমি চাওনি কখনো কিছু......
তবুও আমি দিতে চাই তোমায়......
আমার সব কিছু......
বিনিময়ে চাই না আমি কোন প্রতিদান......
 
শুধু দেখতে চাই তোমার হাসি ভরা মুখ......
চাই শুধু তোমার সুখ.........
নিয়ে নিবো আমি তোমার রাশি রাশি দুঃখ......
তুমি শুধু ভুলে যেওনা আমায়......
জান কি কতটা ভালোবাসি তোমায়......???