ধর্ষিতার রক্তক্ষরণে ভিজে যায় কবিতার পাপড়ি
কুচকুচে অন্ধকার
ছাদের হিম বায়ুতে মগ্ন এলোকেশী
সোনালী তরঙ্গে দগ্ধিভূত যৌবন
"কুচ" বিহারে কত শকুনের চোখ লেগে যায়
লালা পড়ে ঝরনাধারায়
এলোকেশী বোধহীন চিত্তে করে অপেক্ষা
লাল শকুনের জন্য অপেক্ষা
নিজের অজান্তেই অপেক্ষা
শকুনের খিঁচুনীতে ছিড়ে যায় কবিতার পাপড়ি
উলঙ্গ কবিতা ,
উলঙ্গ তার যৌবন
আকাশের কোলে ঢলে পড়ে চিতার আগুন
এক বিন্দু ,দুই বিন্দু করে করে স্রোতধারায় বইতে থাকে
"বিলুপ্ত সম্ভ্রোমের বিক্ষিপ্ত পাপড়ি "
অন্ধকারে কবিতার চিৎকার বোধ হয় বাইতুল মোকারম পৌঁছায়
অথচ শকুনের ঠোঁটের কশাঘাতে ক্ষতবিক্ষত কবিতার ভ্রম কাটেনা
"ধর্ষিতার রক্তক্ষরণে ভিজে যায় কবিতার পাপড়ি"
ছাদের হিম বায়ুতে মগ্ন এলোকেশী
সোনালী তরঙ্গে দগ্ধিভূত যৌবন
"কুচ" বিহারে কত শকুনের চোখ লেগে যায়
লালা পড়ে ঝরনাধারায়
এলোকেশী বোধহীন চিত্তে করে অপেক্ষা
লাল শকুনের জন্য অপেক্ষা
নিজের অজান্তেই অপেক্ষা
শকুনের খিঁচুনীতে ছিড়ে যায় কবিতার পাপড়ি
উলঙ্গ কবিতা ,
উলঙ্গ তার যৌবন
আকাশের কোলে ঢলে পড়ে চিতার আগুন
এক বিন্দু ,দুই বিন্দু করে করে স্রোতধারায় বইতে থাকে
"বিলুপ্ত সম্ভ্রোমের বিক্ষিপ্ত পাপড়ি "
অন্ধকারে কবিতার চিৎকার বোধ হয় বাইতুল মোকারম পৌঁছায়
অথচ শকুনের ঠোঁটের কশাঘাতে ক্ষতবিক্ষত কবিতার ভ্রম কাটেনা
"ধর্ষিতার রক্তক্ষরণে ভিজে যায় কবিতার পাপড়ি"