তোমরা সবাই মেয়েটিকে চেনো
জানো তার সকাল , দুপুর আর বিকেল
সেখানে সে সদা হাস্যময়ী
কখনও মেয়ে , কখনও বোন
কখনও বা কারো আদুরে
ভালোবাসা
তোমরা কেবল তার সন্ধ্যে থেকে ভোর অব্দি জানো না
সে তখন মুখোশের গহীনে
সাদা , কালো বা আগুন রঙের মুখোশ
তাকে তখন কেউ জানে না
সে নিজেও বন্দী কোন
এক মুখোশে
হয়তো তা অনিচ্ছের জলরঙে
আঁকা
থাক না ওসব অহেতুক জানাজানি
বরং মেয়েটির হাসি দেখি
, খুশি দেখি
মুখোশের আড়ালের মেয়েটি
ততক্ষণ জিরিয়ে নিক খানিকটা ।