[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

মুখোশের গহীনে মেয়েটি............





তোমরা সবাই মেয়েটিকে চেনো

 জানো তার সকাল , দুপুর আর বিকেল

 সেখানে সে সদা হাস্যময়ী

 কখনও মেয়ে , কখনও বোন

 কখনও বা কারো আদুরে ভালোবাসা

 

তোমরা কেবল তার সন্ধ্যে থেকে ভোর অব্দি জানো না

 সে তখন মুখোশের গহীনে

 সাদা , কালো বা আগুন রঙের মুখোশ

 তাকে তখন কেউ জানে না

 সে নিজেও বন্দী কোন এক মুখোশে

 হয়তো তা অনিচ্ছের জলরঙে আঁকা


 
থাক না ওসব অহেতুক জানাজানি

 বরং মেয়েটির হাসি দেখি , খুশি দেখি

 মুখোশের আড়ালের মেয়েটি ততক্ষণ জিরিয়ে নিক খানিকটা ।

সব কিছুই কী নষ্টদের অধিকারে যাবে!



সব কিছুই কী নষ্টদের অধিকারে যাবে!




 মানুষ আজ বিলুপ্ত প্রায়.......

 আদিম যুগে ফিরে যাচ্ছি আমরা।

 মনের ইবলিস কে যদি হত্যা করতে পারতাম।

 

 যদি কোন শিশুর লাশ ঝুলে না থাকতো বন্দুকের নালায়

 নারী যদি নিগৃহীত না হতো ফেরাউনের হাতে

 পুরুষ যদি পিতার মতো পবিত্র থাকতো নারীর মনে

 যদি পুড়িয়ে ফেলা যেতো পৃথিবীর তাবৎ বারুদ।

 বর্ণ বৈষম্যর নিদারুণ ধাক্কা যদি না খেতো আমার সে -বোন

 আমার ভাইটি যদি নেশা খেয়ে পড়ে না থাকতো গলি-মোড়ে।

 প্রিয় মানুষটি যদি আমার বুকে মাথা রেখে স্বপ্ন দেখতো; বিশ্বস্ততায়

তাহলে গর্ব করে বলতে পারতাম, মানুষ শ্রেষ্ঠ জীব।

 অথচ, মানবজাতি আজ বিলুপ্ত প্রায়।

ঘরের বাহির...........



 
এই মুহুর্তে ট্রেনে আছি,

 চট্টগ্রাম ফিরছি।

 আমি আর আমার চার বছরের দোস্ত ছাড়া

 সবাই মোটামোটি ঝিমোচ্ছে,

 চকলেট দিয়ে দোস্তির শুরুর পর

 

 আমার চারবছরের দোস্ত ইতিমধ্যে

 বেশ কবার তার চিপস্ আর চকলেট প্যাকেটে আমাকেও ভাগ দিতে চেয়েছে,

 এখন দোস্তের কাছে গল্প শুনছি

 দুই চাঁদের গল্প

 একটা তাদের বাসার আকাশে থাকে

 আরেকটা

 দোস্তের সাথে সাথে তার বড়ফুপির বাসা থেকে মুনিয়া আন্টির বাসা পর্যন্ত

 সবজায়গায় ঘুরে বেড়ায়!

 কপালের লাল টিপ অধিকার করে

 ঠোঁট উল্টে উল্টে গল্প বলে যাচ্ছে

 বলে যাচ্ছে.....

 দোস্তের নাম জানিনা

 তবে কেন জানি রবিঠাকুরের কাবুলিওয়ালার

 মিনি চরিত্রের কথা খুব মনে পড়ছে...

তীর্থ কাক

 
তীর্থ কাক
 
আলোর বিপরীত কোনায় ফুটেছিল আঁধার
 পরিমাপক ছিলনা রাখালের হাত, টলেছিল
 একটু মোহে গড়ে নিয়েছে, গোটা অমাবস্যা
 
 চিকন টুকরো সৌখিন জানালায় মুখ খুলি
 ভেসে এসেছে মরুর বালুময় চুম্বনের আদর।
 অন্ধকার রেখাটা ক্রমেই ঘিরে ধরছে চাটাই
 যেখানে শুয়ে আছে মৃতু'র টোল গালে হাসি
 কিছুক্ষণ মিলিয়ে মিশিয়ে অধীর বেতার সন্তান
 কানের আশে পাশে ফিস করে বলে-
 দেখেছো? আঁধার কেটে দিয়েছি তোমায় মন।

তুমি আমার কেউ নও




তুমি আমার কেউ নও

তার পরেও ছিলে দিবা নিশি জরিয়ে ।

 এক পশলা বৃষ্টি দিয়ে চলে গেলে

অনেক দূরে ।



তুমি আমার কেউ নও

তার পরও এক বেলা খাওয়া আর দাওয়া

রেখে দেই তোমার জন্য ।

তোমার চোখ পরে না কিছুতেই

কেবল তুমি ছুটে চলো উদ্ভ্রান্তের

ঊর্ধ্ব নিশ্বাসে বিরামহীন গতির

সাথে মিশে ।

 
তার পরও ___এ নীরব আত্মার সমর্থন থাকে

তোমাকে জুরে ,

 কারন আমার আত্মার গভীরে

তোমার বসবাস ।
 

তুমি আমার কেউ নও

 তার পরেও,

একবারও কি স্থিরতা বয়ে দিতে পার না __

 এ আমার ই অন্তরে !!

 


পাহাড় যত উপরে অবস্থান করে

ততটাই মানুষ উপরে উঠতে চায় ,

 ঐ আকাশ টাকে আরও কাছে পেতে ।

 মানুষ কি তা পায় ?

তার পরও মনের গভীরে লালিত করে

যে বাসনা ।

 তাহলো আকাশ ছোঁয়ার তীব্রতা !

তেমনি তোমার প্রতি রয়েছে

আমার তীব্রতা আকর্ষণ !

 

তুমি আমার কেউ নও

কেবল এক জটিল সম্পর্ক ।

 

তুমি আমার কেউ নও

তার পরেও ,

রক্তের বন্ধন আর সম্পর্কহীন জোয়ারে এসে

আমার বুকে ভাললাগা আর ভালবাসার ঢেউ তুলে

জোয়ার ভাটার সাথে মিশিয়ে নাও নিজেকে ,

 তাই তুমি আমার কেউ নও ।।

কেবল ভালবাসি তোমায় !!

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

রোদ জ্বলা দুপুরে..


রোদ জ্বলা দুপুরে..

#
আরেকটি সকাল..
হারিয়ে গেল,
মরুভুমি উষ্ণতায়..

গাছের একটি পাতা-ও,
নড়ছেনা যেন আজ..

অলস সময় বয়ে যায়,
বালুঘড়ি নিয়মে..

দেয়ালে ঝোলানো,
মরচে ধরা ঘড়ি..
সময় জানাবে কীসে?
সে তো,
কেবলি অতীতের গান গায়..

বন্ধ দরজায়,
মাথা কুটে মরে..

সুখ-রাংতা মোড়ানো;
হতাশায় বাঁধা,
বুনো গাংচিল..

তবু-ও;
জানালা গলে আসে,
এক ফালি রোদ্দুর..

অগোচোরে, পড়ে থাকে..
চোখের আড়াল, ভুলে যাওয়া ক্ষণ..
গাছের ফাঁকে রোদের ঝিলিক; 

একলা পুকুর, সিমাহীন হাতছানি..
দুরে, অনেক দুরে..
রোদে পুড়ে যায়;
তবু বসে ঠায়,
কোন এক দাড়কাক..

একদিন, শীত আসবে..
প্রতীক্ষায়, বয়ে চলে..
রোদ-জ্বলা বিষণ্ণ দুপুর..।