এই যে দেখছো আমি?
আমি কিন্তু আমি নই
হয়তো ছিলাম কোনকালে,
তবে এখন নেই।
সেই কবে
বোহেমিয়ান এক তারার হাতছানিতে
অদ্য হতে আদি দন্ডয়ামান দাড়কাক
পরেছিলো
ময়ূর পুচ্ছ,
প্লাবিত ভাবতরঙ্গের দোলায়
ছুয়ে ছিলো
নিষিদ্ধ গন্ধম।
মধুকাতর ভ্রমরের মতো ছুটতে ছুটতে পা ফেলেছিলো
তোমার কবিতার
দ্বিতীয় সংকলনের এলাকায়।
এই যে দেখছো
মিছে
বাহাদুরির ঘোড়ার
বিরামহীন ছুটে চলেছে
চঞ্চল লাটিমের মতো,
একদিন এই স্ট্যালিয়ন
লাগাম পরে সেজেছিলো পঙ্খীরাজ,
এখন আমি এড়িয়ে চলি
অঘোষিত প্রতিবেশী কবি, এবং কবিতা কে,
এখন বরাবরই কবিত্বে
আমার ভীষন ভয়,
কবিতারা দখল দিয়েছিলো
বিন্দু থেকে বৃত্তে
কবির নিঃশ্বাস জ্বালিয়েছে
সাধের সংশোধিত কুঞ্জ।