[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

সেই কবে




এই যে দেখছো আমি?

 আমি কিন্তু আমি নই

 হয়তো ছিলাম কোনকালে,

 তবে এখন নেই।

 সেই কবে

 বোহেমিয়ান এক তারার হাতছানিতে

 অদ্য হতে আদি দন্ডয়ামান দাড়কাক

 পরেছিলো

 ময়ূর পুচ্ছ,

 প্লাবিত ভাবতরঙ্গের দোলায়

 ছুয়ে ছিলো

 নিষিদ্ধ গন্ধম।

 মধুকাতর ভ্রমরের মতো ছুটতে ছুটতে পা ফেলেছিলো

 তোমার কবিতার

 দ্বিতীয় সংকলনের এলাকায়।

 এই যে দেখছো

 মিছে

 বাহাদুরির ঘোড়ার

 বিরামহীন ছুটে চলেছে

 চঞ্চল লাটিমের মতো,

 একদিন এই স্ট্যালিয়ন

 লাগাম পরে সেজেছিলো পঙ্খীরাজ,

 এখন আমি এড়িয়ে চলি

 অঘোষিত প্রতিবেশী কবি, এবং কবিতা কে,

 এখন বরাবরই কবিত্বে

 আমার ভীষন ভয়,

কবিতারা দখল দিয়েছিলো

 বিন্দু থেকে বৃত্তে

 কবির নিঃশ্বাস জ্বালিয়েছে

 সাধের সংশোধিত কুঞ্জ।

আমি সেই মেয়ে





আমি নই সেই মেয়ে

 যে পরাজয় নেবে মেনে,

 আমি নই সেই মেয়ে

 যে পিছু হটে যাবে|

 আমি সেই মেয়ে-

 যে উদ্যমতার সাথে যায় এগিয়ে

 সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে,

 যে অকুতোভয়.সংশয়হীনা-

 স্পষ্টবাদীতাই যার মূখ্য বিষয়,

 এত সহজে মানবে সে হার

 

 তা কেমন করে হয়?

 যার নেই কোনই ভিত্তি

 তা নিয়ে কেন এত অস্বস্তি?

 বরং ধিক তো জানাব তাদের

 নর্দমার কীট হতেও যারা নিকৃষ্ট অতি,

 মনুষ্যত্ব হারিয়ে হয়েছে যারা তুচ্ছ|

 বৃথা আমি কেন রবো পড়ে করব হাহাকার

 আমি তো জানি আমি নিজের দিক হতে স্বচ্ছ|

 তাই পরোয়া করিনা কিছুই

 গোল্লায় যাক সব,

 যার নেই কেউই

 তার আছে রব !!

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

নির্ঘুম নীরব হেমন্তের রাত



নির্ঘুম নীরব হেমন্তের রাত
          

শুভ: ঘুমিয়েছিলো বিশ্ব চরাচর
সাথে তুমি ও তোমার শহর
আমার দু’চোখ জেগেছিলো নির্ঘুম
রাত্রির প্রতিটি প্রহর…
সুর: তুমি ছিলে নির্ঘুম
আমিও জেগেছি নীরবে
কথা বলেছি হৃদয়ে হৃদয়ে
মূক হয়ে যাওয়া ভালোবাসার উৎসবে!
অনুভবের দরোজায় করেছি করাঘাত
তুমি শোন নি কি?
সঙ্গী ছিলো হেমন্তের রাত !


শুনেছি অব্যক্ত সুখের যন্ত্রণার ধ্বনি
তবুও কেটেছে রাত স্বপ্নের জাল বুনি
এই ভালোবাসা বেদনার চিরন্তন সাথী
জানি আমি,জানো তুমি,
তবুও জ্বেলেছি প্রেমের বাতি !


 

ভালো আছি


ভালো আছি


বিকেলের ক্ষীণ আলোয়
কলেজ গেটে দাঁড়িয়ে ছিলো
এক তরুণ। গায়ে ঝুল পাঞ্জাবী
কাঁধে চটের ব্যাগ, মাথার
চুল উস্কোখুস্কো
তবু প্রসন্ন সে-
মৃদু হেসে এক তরুণী জিজ্ঞেস করে
'ক্যামন আছেন ?'


কেটে যাচ্ছে শ্রাবণ
তবুও মৃদু হাওয়া হচ্ছে
শরীরে শিহরণ দিয়ে,
আকাশের লালচে আভায়
সন্ধ্যের পূর্বাভাস;


হয়তো কোনো এক গাঁয়ে
এক চপল তরুণী
দিচ্ছে সন্ধ্যাবাতি
প্রেমিকটি তার কেবলই
বিদায় নিয়েছে; চিবুক
ছুঁয়ে বলে গ্যাছে
ভালো থেকো রাতে।


আলো আরও ক্ষীণ হয়;
সৌম্য তরুণ দাঁড়িয়ে আছে
মুখে হাসি
বলে 'ভালো আছি
আপনিও ভালো নিশ্চয়ই ?
 

শেষ বিকেলে সন্ধ্যার হাওয়া


শেষ বিকেলে সন্ধ্যার হাওয়া


শেষ বিকেলের আলো-ছায়া
কি এক মায়ার আবেশে
লেগেছিল পথে পান্তরে
যেন শেষ বিকেলের গোধূলীর রঙ
ঝরে-ঝরে পড়ছিল তোর মসৃন ত্বকে
তোর ঠোঁটের আলতো স্পর্শে
নীল মায়াবী দিগন্ত শিহরনে মেতেছিল।

জোয়ারে জোয়ারে ভরে উঠেছিল নদীর কিনার
তোর নগ্ন নাভির মগ্নতায়
কবিতা এসে লুটোপুটি খেয়েছিল অনন্তকাল
কবিতা এসে বলেছিলঃ কবিতা মানেই উষ্ণ চুম্বন
প্রেমিকার ঠোঁটে বুকে সারা শরীর সমর্পন সবখানে

তারপর কি এক মায়ার প্রসন্নতায়
ইলশে গুড়ি বৃষ্টি ঝরেছিল
শেষ বিকেলের দরোজা খুলে
তুই দাঁড়ালি আস্তে করে
মিহি কন্ঠে বলেছিলিঃ দাঁড় বাইবা মাঝি?
নদীতে আজ উথাল পাথাল হাওয়ার উম্মাদনা
মাঝি তুই গাইতে পারিস গান টান-টান ঐ নদীর মত সুর?
মাঝি রে তুই একলা যেতে রাজি!
পূর্ণিমা জল ভাসবো তুমি-আমি.... বিকেলের আলো-ছায়া
কি এক মায়ার আবেশে
লেগেছিল পথে পান্তরে
যেন শেষ বিকেলের গোধূলীর রঙ
ঝরে-ঝরে পড়ছিল তোর মসৃন ত্বকে
তোর ঠোঁটের আলতো স্পর্শে
নীল মায়াবী দিগন্ত শিহরনে মেতেছিল।

জোয়ারে জোয়ারে ভরে উঠেছিল নদীর কিনার
তোর নগ্ন নাভির মগ্নতায়
কবিতা এসে লুটোপুটি খেয়েছিল অনন্তকাল
কবিতা এসে বলেছিলঃ কবিতা মানেই উষ্ণ চুম্বন
প্রেমিকার ঠোঁটে বুকে সারা শরীর সমর্পন সবখানে

তারপর কি এক মায়ার প্রসন্নতায়
ইলশে গুড়ি বৃষ্টি ঝরেছিল
শেষ বিকেলের দরোজা খুলে
তুই দাঁড়ালি আস্তে করে
মিহি কন্ঠে বলেছিলিঃ দাঁড় বাইবা মাঝি?
নদীতে আজ উথাল পাথাল হাওয়ার উম্মাদনা
মাঝি তুই গাইতে পারিস গান টান-টান ঐ নদীর মত সুর?
মাঝি রে তুই একলা যেতে রাজি!
পূর্ণিমা জল ভাসবো তুমি-আমি....

যেন এক দিন.........




একদিন

 তুমি কাঁদবে আমার

 জন্য ।

 যেমন

 করে আমি কাঁদি তোমারজন্য ।

 

একদিন

 তুমি আমাকে অনেক

 অনেক মিস করবে।

 যেমনটি আমি এখন

 করি ।

 

একদিন তোমার

 আমাকে অনেক দরকার

 হবে।

 যেমনটি তোমাকে আমার

 দরকার হয় ।

 

একদিন তুমি আমায়

 অনেক অনেক

 ভালবাসবে ।

 কিন্তু সেদিন

 হয়তো আমি

 ...........!!!!