ঝড়ের বাঁধন, ঝড়ের কাঁদন
ঝড়ের বেদন ভুলে
মনের বাক্সে বন্দী করে
রেখো আমায় তুলে।
ভেতর কাপুক, ভেতর পুড়ুক
ভেতর কাদুক যতো
আজকে থেকে চলবো দেখো
সবার মনের মতো।
পথের মাঝে কুড়িয়ে পেলাম
এই যে এতো রত্ন
এই তো আমার অমুল্য দান
একেই করি যত্ন।
ভুল শুদ্ধ হিসাব করার
নাই তো অবসর
জীবন জোড়া এই দীনতার
নাই কোন অক্ষর।
সীমার মাঝে অসীম হয়ে
থাকবো তোমার কোলে
দুঃখ সুখে খুঁজবো তোমায়
প্রহর পলে পলে।
অনেক হোল বিরম্বনা
অনেক হোল যুদ্ধ
এবার থেকে দরোজাটা
থাকুক অবরুদ্ধ।
ভালো থেকো বন্ধু স্বজন
ভালো থেকো বাবু
পুতুল করে রেখো বুকে
আমায় তুমি তবু!
ঝড়ের বেদন ভুলে
মনের বাক্সে বন্দী করে
রেখো আমায় তুলে।
ভেতর কাপুক, ভেতর পুড়ুক
ভেতর কাদুক যতো
আজকে থেকে চলবো দেখো
সবার মনের মতো।
পথের মাঝে কুড়িয়ে পেলাম
এই যে এতো রত্ন
এই তো আমার অমুল্য দান
একেই করি যত্ন।
ভুল শুদ্ধ হিসাব করার
নাই তো অবসর
জীবন জোড়া এই দীনতার
নাই কোন অক্ষর।
সীমার মাঝে অসীম হয়ে
থাকবো তোমার কোলে
দুঃখ সুখে খুঁজবো তোমায়
প্রহর পলে পলে।
অনেক হোল বিরম্বনা
অনেক হোল যুদ্ধ
এবার থেকে দরোজাটা
থাকুক অবরুদ্ধ।
ভালো থেকো বন্ধু স্বজন
ভালো থেকো বাবু
পুতুল করে রেখো বুকে
আমায় তুমি তবু!