এসো তুমি আমার কবিতা হয়ে
রাত নিঃঝুম, চোখে নেই ঘুম,সময় যায় যে বয়ে,এসো তুমি এসো, গান হয়ে এসো,
... এসো আমার কবিতা হয়ে।
শন শন শন হাওয়া বয়ে যায়,বয়ে যায় পথ পরে,এসো তুমি এসো, স্মৃতি হয়ে এসো,এসো আমার প্রাণের পরে।
গুন গুন গুন অলি গেয়ে যায়,গেয়ে যায় ফুলবনে,এসো তুমি এসো, সুখ হয়ে এসো,এসো আমার অধরা মনে।
সুর হয়ে এসো, বানী হয়ে এসো,এসো মনমন্দির মাঝে,এসো তুমি এসো, শ্যাম হয়ে এসো,এসো ফুলপল্লবিত সাজে।।
... এসো আমার কবিতা হয়ে।
শন শন শন হাওয়া বয়ে যায়,বয়ে যায় পথ পরে,এসো তুমি এসো, স্মৃতি হয়ে এসো,এসো আমার প্রাণের পরে।
গুন গুন গুন অলি গেয়ে যায়,গেয়ে যায় ফুলবনে,এসো তুমি এসো, সুখ হয়ে এসো,এসো আমার অধরা মনে।
সুর হয়ে এসো, বানী হয়ে এসো,এসো মনমন্দির মাঝে,এসো তুমি এসো, শ্যাম হয়ে এসো,এসো ফুলপল্লবিত সাজে।।